ব্যবসা সম্প্রসারণ করবে আনোয়ার গ্যালভানাইজিং

- আপডেট: ১০:৩৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
- / ১০৩৮৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণের জন্য ২৭ কোটি ৩৭ লাখ টাকা বিনিয়োগ করবে। এতে বছরে কোম্পানিটির উৎপাদন বাড়বে ২,৪১৭ মেট্রিক টন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি জানায়, কোম্পানিটিকে ১ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের জন্য ডেসকো অনুমোদন পত্র দিয়েছে। যা কোম্পানির ব্যবসা সম্প্রসারণের কাজে সহয়তা করবে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
কোম্পানিটি নতুন প্রকল্পে অর্থায়ন করবে নিজস্ব সম্পদ এবং ধার করা অর্থ দিয়ে। নতুন প্রকল্পের কাজ ২০২২ সালে শুরু করা যাবে বলে কোম্পানিটি আশা করছে।
কোম্পানিটির সম্প্রসারণের কাজ সম্পন্ন হওয়ার পর প্রতি বছর উৎপাদন ক্ষমতা দাঁড়াবে ৪ হাজার ৭২৫ মেট্রিক টন।
কোম্পানিটি আরও জানায়, উৎপাদিত অতিরিক্ত পণ্য আমদানি করা পণ্যের জায়গা সরাসরি প্রতিস্থাপন করবে। যা কোম্পানিটির মা্র্কেট শেয়ার ২৫ থেকে ৫২ শতাংশ বৃদ্ধি করবে।
ঢাকা/এনইউ
আরও পড়ুন: