০৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

ভারতে আক্রান্ত কিছুটা কমলেও, কমেনি মৃত্যু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:০২:০৪ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
  • / ১০৩৮৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: প্রায় এক মাস পর ভারতে দৈনিক কোভিড আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা তিন লাখের নিচে নেমেছে। গত ২১ এপ্রিল শেষবার ভারতে আক্রান্ত ছিল ৩ লাখের কম। তারপর থেকে আক্রান্ত বাড়তে বাড়তে ৪ লাখ পেরিয়েছিল। গত এক সপ্তাহ ধরে কমে তা নামল ৩ লাখের নিচে।

মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় দফার প্রকোপে মারাত্মকভাবে বিপর্যস্ত দেশটিতে নতুন শনাক্তের সংখ্যায় কিছুটা স্বস্তি আসলেও মৃত্যু নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে। কেননা গতদিন আক্রান্ত কমলেও মৃত্যু কমেনি। সোমবারও ৪ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে।

সোমবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ২ লাখ ৮১ হাজার ৩৮৬ জন। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে মোট আক্রান্ত মানুষের সংখ্যা গিয়ে ঠেকলো ২ কোটি ৪৯ লাখ ৬৫ হাজার ৪৬৩ জনে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ হাজার ১০৬ জন মানুষের প্রাণহানি হয়েছে। এ নিয়ে সোমবার পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭৪ হাজার ৩৯০ জনে।

প্রথম দফার প্রাদুর্ভাবের পর চলতি বছরের শুরু থেকে ভারতে আক্রান্ত কমে বিশ হাজারের নিচে নেমেছিল। কিন্তু মার্চের পর থেকে দ্রুতই তা বাড়তে থেকে। করোনার দ্বিতীয় দফার প্রকোপে দেশটির স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ে। দেখা দেয় করোনায় সবচেয়ে ভয়াবহ এক সংকট।

এরপর গত এপ্রিল করোনা সংক্রমণের ছড়িয়ে পরা চরম পর্যায়ে যেতেই লকডাউন ও বিধিনিষেধ আরোপের পথে হাঁটতে থাকে ভারতের অধিকাংশ রাজ্য। তারপর থেকেই কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসতে শুরু করে দৈনিক সংক্রমণ। আক্রান্ত ধীরে ধীরে কমলেও স্বস্তি ফিরছে। 

সংক্রমণ কমার কারণে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও কমতে শুরু করেছে। গতদিনই সক্রিয় রোগী কমেছে এক লাখেরও বেশি। এর সঙ্গে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যাও কমে ৩৫ লাখে নেমেছে। এই পরিস্থিতিতেই ভারতে চলছে টিকাদান কর্মসূচি।

ভারতের কেন্দ্র সরকারের দেওয়া তথ্য বলছে, টিকাদান চললেও তা হচ্ছে অনেকটাই স্লথ গতিতে। গত ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন মাত্র ৭ লাখ ৬ হাজার ২৯৬ জন। দেশটিতে এখনও পর্যন্ত মোট ১৮ কোটি ডোজের বেশি টিকা দেওয়া হয়েছে মানুষকে।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

ভারতে আক্রান্ত কিছুটা কমলেও, কমেনি মৃত্যু

আপডেট: ১২:০২:০৪ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১

বিজনেস জার্নাল ডেস্ক: প্রায় এক মাস পর ভারতে দৈনিক কোভিড আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা তিন লাখের নিচে নেমেছে। গত ২১ এপ্রিল শেষবার ভারতে আক্রান্ত ছিল ৩ লাখের কম। তারপর থেকে আক্রান্ত বাড়তে বাড়তে ৪ লাখ পেরিয়েছিল। গত এক সপ্তাহ ধরে কমে তা নামল ৩ লাখের নিচে।

মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় দফার প্রকোপে মারাত্মকভাবে বিপর্যস্ত দেশটিতে নতুন শনাক্তের সংখ্যায় কিছুটা স্বস্তি আসলেও মৃত্যু নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে। কেননা গতদিন আক্রান্ত কমলেও মৃত্যু কমেনি। সোমবারও ৪ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে।

সোমবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ২ লাখ ৮১ হাজার ৩৮৬ জন। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে মোট আক্রান্ত মানুষের সংখ্যা গিয়ে ঠেকলো ২ কোটি ৪৯ লাখ ৬৫ হাজার ৪৬৩ জনে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ হাজার ১০৬ জন মানুষের প্রাণহানি হয়েছে। এ নিয়ে সোমবার পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭৪ হাজার ৩৯০ জনে।

প্রথম দফার প্রাদুর্ভাবের পর চলতি বছরের শুরু থেকে ভারতে আক্রান্ত কমে বিশ হাজারের নিচে নেমেছিল। কিন্তু মার্চের পর থেকে দ্রুতই তা বাড়তে থেকে। করোনার দ্বিতীয় দফার প্রকোপে দেশটির স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ে। দেখা দেয় করোনায় সবচেয়ে ভয়াবহ এক সংকট।

এরপর গত এপ্রিল করোনা সংক্রমণের ছড়িয়ে পরা চরম পর্যায়ে যেতেই লকডাউন ও বিধিনিষেধ আরোপের পথে হাঁটতে থাকে ভারতের অধিকাংশ রাজ্য। তারপর থেকেই কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসতে শুরু করে দৈনিক সংক্রমণ। আক্রান্ত ধীরে ধীরে কমলেও স্বস্তি ফিরছে। 

সংক্রমণ কমার কারণে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও কমতে শুরু করেছে। গতদিনই সক্রিয় রোগী কমেছে এক লাখেরও বেশি। এর সঙ্গে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যাও কমে ৩৫ লাখে নেমেছে। এই পরিস্থিতিতেই ভারতে চলছে টিকাদান কর্মসূচি।

ভারতের কেন্দ্র সরকারের দেওয়া তথ্য বলছে, টিকাদান চললেও তা হচ্ছে অনেকটাই স্লথ গতিতে। গত ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন মাত্র ৭ লাখ ৬ হাজার ২৯৬ জন। দেশটিতে এখনও পর্যন্ত মোট ১৮ কোটি ডোজের বেশি টিকা দেওয়া হয়েছে মানুষকে।

ঢাকা/এনইউ

আরও পড়ুন: