০৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

ভারতে ভিসার নিশ্চয়তা পেয়েছে পাকিস্তান

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:৩১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
  • / ৪১২৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদকঃ টি২০ বিশ্বকাপ আইসিসির টুর্নামেন্ট হলেও আয়োজক দেশ ভারতের ভিসা পাওয়া নিয়ে অনিশ্চয়তায় ছিল পাকিস্তান। এজন্য ভিসার নিশ্চয়তা চেয়ে আইসিসির কাছে আবেদনও করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।

ভারতীয় গণমাধমের খবর, পাকিস্তানকে ভিসা দেওয়ার নিশ্চয়তা দিয়েছে ভারত সরকার। বিষয়টি সরকারের পক্ষ থেকে বিসিসিআইকে জানানো হয়েছে।

টি২০ বিশ্বকাপ হবে অক্টোবর-নভেম্বরে। করোনার প্রকোপ ও টুর্নামেন্ট আয়োজন নিয়ে বিসিসিআই একটি বৈঠক করে শুক্রবার। সেখানে পাকিস্তানকে ভিসা দেওয়ার নিশ্চয়তা সম্পর্কে জানানো হয়।

সভায় বিসিসিআই সচিব জয় শাহ জানান, বিশ্বকাপের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে ভিসা দেওয়া হবে বলে আশ্বস্ত করেছে সরকার।

মহামারির মধ্যে যেভাবে আইপিএল চলছে, ঠিক সেভাবেই ১৬টি দেশ নিয়ে টি২০ বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিসিসিআই।

বৈঠকে সিদ্ধান্ত হয়, বিশ্বকাপের খেলাগুলো ভারতের ৯টি ভেন্যুতে হবে। এরমধ্যে শিরোপা নির্ধারণী ফাইনাল হবে গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। অন্য ম্যাচগুলো হবে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ, ধর্মশালা ও লক্ষ্ণৌয়ে।

ঢাকা/এনইউ

শেয়ার করুন

x
English Version

ভারতে ভিসার নিশ্চয়তা পেয়েছে পাকিস্তান

আপডেট: ০৮:৩১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
বিজনেস জার্নাল প্রতিবেদকঃ টি২০ বিশ্বকাপ আইসিসির টুর্নামেন্ট হলেও আয়োজক দেশ ভারতের ভিসা পাওয়া নিয়ে অনিশ্চয়তায় ছিল পাকিস্তান। এজন্য ভিসার নিশ্চয়তা চেয়ে আইসিসির কাছে আবেদনও করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।

ভারতীয় গণমাধমের খবর, পাকিস্তানকে ভিসা দেওয়ার নিশ্চয়তা দিয়েছে ভারত সরকার। বিষয়টি সরকারের পক্ষ থেকে বিসিসিআইকে জানানো হয়েছে।

টি২০ বিশ্বকাপ হবে অক্টোবর-নভেম্বরে। করোনার প্রকোপ ও টুর্নামেন্ট আয়োজন নিয়ে বিসিসিআই একটি বৈঠক করে শুক্রবার। সেখানে পাকিস্তানকে ভিসা দেওয়ার নিশ্চয়তা সম্পর্কে জানানো হয়।

সভায় বিসিসিআই সচিব জয় শাহ জানান, বিশ্বকাপের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে ভিসা দেওয়া হবে বলে আশ্বস্ত করেছে সরকার।

মহামারির মধ্যে যেভাবে আইপিএল চলছে, ঠিক সেভাবেই ১৬টি দেশ নিয়ে টি২০ বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিসিসিআই।

বৈঠকে সিদ্ধান্ত হয়, বিশ্বকাপের খেলাগুলো ভারতের ৯টি ভেন্যুতে হবে। এরমধ্যে শিরোপা নির্ধারণী ফাইনাল হবে গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। অন্য ম্যাচগুলো হবে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ, ধর্মশালা ও লক্ষ্ণৌয়ে।

ঢাকা/এনইউ