০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

মুমিনুলদের মনোবিদের কাছে নিচ্ছে বিসিবি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
  • / ৪১২০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: গত ৮ মে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বৈঠকে বসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। সেদিন তার সঙ্গে ছিলেন জাতীয় দলের বিদেশি কোচিং স্টাফের সদস্যরা। সেই বৈঠক সেরে বের হয়ে সংবাদমাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেন পাপন। কোচিং প্যানালের সদস্যদের বরাত দিয়ে জানান, টানা দুই টেস্ট অর্থাৎ ১০ দিন ক্রিকেট খেলার মানসিকতা নেই বাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সে সময় পাপন বলেন, ‘একটা জিনিস ওরা (কোচিং স্টাফ) মনে করে, ১০ দিন খেলার মানসিকতা নেই। টানা ১০ দিন যে খেলতে হবে এই মানসিকতা অনেক খেলোয়াড়ের নাই। এটা একটা মাইন্ডসেটের ব্যাপার। এটা নিয়ে কাজ করতে হবে।’

পাপনের বলা মন্তব্যের সঙ্গে ভিন্নমত পোষণ করেননি বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান। গত ২৬ মে নিজেদেরকে শারীরিকভাবে ফিট দাবি করা বাঁহাতি অলরাউন্ডার নিজেও জানিয়েছেন, টেস্টে মানসিকভাবে পিছিয়ে আছেন তারা।

মুমিনুল হকদের মানসিক শক্তি বাড়াতে এবার মনোবিদের শরণাপন্ন হচ্ছে বিসিবি। শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্ট ১০ উইকেটে হারের পর এই তথ্য জানান পাপন।

পাপন বলছিলেন, ‘অনেক খেলোয়াড়কে ক্লান্ত মনে হচ্ছে। শুরুর দিকে ভালোই খেলে। দ্বিতীয় টেস্টে ৩ দিন পর্যন্ত ভালো খেলে, তারপর পারে না। লোক একই, টেকনিক একই, স্কিলও আছে, একই ট্রেনিং দেওয়া হয়েছে- তাহলে এই সময়ে এসে পারে না কেন? নিশ্চয়ই মানসিক কিছু হওয়ার সম্ভাবনা। টেস্টের মাইন্ডসেটের ঘাটতি আছে।’

সঙ্গে যোগ করেন পাপন, ‘অবশ্যই মনোবিদ নিয়ে কাজ করতে হবে। আমরা ইতোমধ্যে কাজ করেছি। আমার জানামতে একটা হয়ে যাওয়ার কথা। পরিকল্পনা করা আছে ইতোমধ্যে।

শ্রীলঙ্কা সিরিজের মধ্যেই মনোবিদ এনে কাউন্সিলিং করার কথা থাকলেও দুই টেস্টের মাঝে খুব বেশি সময় ছিল না জন্য এই সিরিজে এটি সম্ভব হয়নি বলে জানালেন বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। জালাল বললেন, ‘কম সময় ছিল বলে চট্টগ্রাম থেকে আসার সময় করা হয়নি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এর আগেও কয়েক ধাপে মনোবিদের শরণাপন্ন হয়েছে।

ঢাকা/এসএম

শেয়ার করুন

x
English Version

মুমিনুলদের মনোবিদের কাছে নিচ্ছে বিসিবি

আপডেট: ০১:০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: গত ৮ মে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বৈঠকে বসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। সেদিন তার সঙ্গে ছিলেন জাতীয় দলের বিদেশি কোচিং স্টাফের সদস্যরা। সেই বৈঠক সেরে বের হয়ে সংবাদমাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেন পাপন। কোচিং প্যানালের সদস্যদের বরাত দিয়ে জানান, টানা দুই টেস্ট অর্থাৎ ১০ দিন ক্রিকেট খেলার মানসিকতা নেই বাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সে সময় পাপন বলেন, ‘একটা জিনিস ওরা (কোচিং স্টাফ) মনে করে, ১০ দিন খেলার মানসিকতা নেই। টানা ১০ দিন যে খেলতে হবে এই মানসিকতা অনেক খেলোয়াড়ের নাই। এটা একটা মাইন্ডসেটের ব্যাপার। এটা নিয়ে কাজ করতে হবে।’

পাপনের বলা মন্তব্যের সঙ্গে ভিন্নমত পোষণ করেননি বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান। গত ২৬ মে নিজেদেরকে শারীরিকভাবে ফিট দাবি করা বাঁহাতি অলরাউন্ডার নিজেও জানিয়েছেন, টেস্টে মানসিকভাবে পিছিয়ে আছেন তারা।

মুমিনুল হকদের মানসিক শক্তি বাড়াতে এবার মনোবিদের শরণাপন্ন হচ্ছে বিসিবি। শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্ট ১০ উইকেটে হারের পর এই তথ্য জানান পাপন।

পাপন বলছিলেন, ‘অনেক খেলোয়াড়কে ক্লান্ত মনে হচ্ছে। শুরুর দিকে ভালোই খেলে। দ্বিতীয় টেস্টে ৩ দিন পর্যন্ত ভালো খেলে, তারপর পারে না। লোক একই, টেকনিক একই, স্কিলও আছে, একই ট্রেনিং দেওয়া হয়েছে- তাহলে এই সময়ে এসে পারে না কেন? নিশ্চয়ই মানসিক কিছু হওয়ার সম্ভাবনা। টেস্টের মাইন্ডসেটের ঘাটতি আছে।’

সঙ্গে যোগ করেন পাপন, ‘অবশ্যই মনোবিদ নিয়ে কাজ করতে হবে। আমরা ইতোমধ্যে কাজ করেছি। আমার জানামতে একটা হয়ে যাওয়ার কথা। পরিকল্পনা করা আছে ইতোমধ্যে।

শ্রীলঙ্কা সিরিজের মধ্যেই মনোবিদ এনে কাউন্সিলিং করার কথা থাকলেও দুই টেস্টের মাঝে খুব বেশি সময় ছিল না জন্য এই সিরিজে এটি সম্ভব হয়নি বলে জানালেন বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। জালাল বললেন, ‘কম সময় ছিল বলে চট্টগ্রাম থেকে আসার সময় করা হয়নি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এর আগেও কয়েক ধাপে মনোবিদের শরণাপন্ন হয়েছে।

ঢাকা/এসএম