০২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

রংপুর সিটি নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষদিন ২৯ নভেম্বর

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:১৬:০০ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
  • / ৪১৭১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ২৯ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম। আজ সোমবার (৭ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই সিটি নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেন ইসি সচিব।

তিনি জানান, রংপুর সিটিতে মনোনয়নপত্র দাখিলের শেষদিন ২৯ নভেম্বর, বাছাই ১ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ দিন ৮ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৯ ডিসেম্বর এবং ভোটগ্রহণ করা হবে ২৭ ডিসেম্বর।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ সিটিতে ভোটগ্রহণ চলবে বলেও জানান তিনি।

সর্বশেষ ২০১৭ সালের ২১ ডিসেম্বর এই সিটিতে নির্বাচন হয়েছিল। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা হয়েছিল ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি। যেহেতু কোনো সিটির মেয়াদ ধরা হয় প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর, তাই এ সিটিতে নির্বাচিতদের মেয়াদ শেষ হবে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি।

আরও পড়ুন: একসঙ্গে ১০০ সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিটি করপোরেশন নির্বাচন আইন অনুযায়ী, কোনো সিটির মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোটগ্রহণ করতে হয়। এক্ষেত্রে এই সিটি নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে গত ১৯ আগস্ট।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x
English Version

রংপুর সিটি নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষদিন ২৯ নভেম্বর

আপডেট: ০৪:১৬:০০ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ২৯ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম। আজ সোমবার (৭ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই সিটি নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেন ইসি সচিব।

তিনি জানান, রংপুর সিটিতে মনোনয়নপত্র দাখিলের শেষদিন ২৯ নভেম্বর, বাছাই ১ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ দিন ৮ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৯ ডিসেম্বর এবং ভোটগ্রহণ করা হবে ২৭ ডিসেম্বর।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ সিটিতে ভোটগ্রহণ চলবে বলেও জানান তিনি।

সর্বশেষ ২০১৭ সালের ২১ ডিসেম্বর এই সিটিতে নির্বাচন হয়েছিল। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা হয়েছিল ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি। যেহেতু কোনো সিটির মেয়াদ ধরা হয় প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর, তাই এ সিটিতে নির্বাচিতদের মেয়াদ শেষ হবে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি।

আরও পড়ুন: একসঙ্গে ১০০ সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিটি করপোরেশন নির্বাচন আইন অনুযায়ী, কোনো সিটির মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোটগ্রহণ করতে হয়। এক্ষেত্রে এই সিটি নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে গত ১৯ আগস্ট।

ঢাকা/এসএ