০১:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪

‘রুশ আগ্রাসনে ইউক্রেনে নিহত ১০ হাজারের বেশি সাধারণ মানুষ’

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:০৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
  • / ৪১৪৮ বার দেখা হয়েছে

রাশিয়ার আক্রমণে এখন পর্যন্ত ইউক্রেনে অন্তত ১০ হাজার ৭৪৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অফিসের যুদ্ধাপরাধ বিভাগের প্রধান ইউরি বেলোসভ এ দাবি করেছেন।

বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স-ইউক্রেনকে দেওয়া এক সাক্ষাৎকারে বেলোসভ বলেন, রুশ হামলায় নিহতদের মধ্যে ৪৯৯ জন শিশু রয়েছে। এখন পর্যন্ত আহত হয়েছেন ১৫ হাজার ৫৯৯ জন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বেলোসভ আরও জানান, ইউক্রেনে রাশিয়ান বাহিনীর দ্বারা সংঘটিত ৯৮ হাজার যুদ্ধাপরাধের রেকর্ড রয়েছে তাদের হাতে।

এর আগে ৭ জুলাই রুশ হামলায় ইউক্রনে নিহত মানুষের সংখ্যা প্রকাশ করে জাতিসংঘ। আন্তর্জাতিক সংস্থাটি জানায়, পাঁচ শতাধিক শিশুসহ ৯ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে অধিকৃত দক্ষিণ ইউক্রেনের অস্থায়ী কারাগারে আটক বিপুলসংখ্যক বন্দির ওপর নির্যাতন ও যৌন সহিংসতা চালাচ্ছে রুশ বাহিনী।

আরও পড়ুন: শর্তপূরণ হলে শস্যচুক্তিতে ফিরবে রাশিয়া: পুতিন

আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একটি দল তাদের সর্বশেষ অনুসন্ধানের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। তারা বলছে, রুশ বাহিনীর এ কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

মোবাইল জাস্টিস টিমের সর্বশেষ প্রতিবেদন অনুসারে, খেরসন অঞ্চলের ৩৫টি স্থানে ৩২০টি মামলা এবং সাক্ষীর বিবরণ বিশ্লেষণ করেছে এ আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এসব বিশেষজ্ঞদের অর্থ দিয়েছে ওই প্রতিবেদন তৈরির জন্য।

ঢাকা/টিএ

শেয়ার করুন

x
English Version

‘রুশ আগ্রাসনে ইউক্রেনে নিহত ১০ হাজারের বেশি সাধারণ মানুষ’

আপডেট: ০৭:০৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩

রাশিয়ার আক্রমণে এখন পর্যন্ত ইউক্রেনে অন্তত ১০ হাজার ৭৪৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অফিসের যুদ্ধাপরাধ বিভাগের প্রধান ইউরি বেলোসভ এ দাবি করেছেন।

বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স-ইউক্রেনকে দেওয়া এক সাক্ষাৎকারে বেলোসভ বলেন, রুশ হামলায় নিহতদের মধ্যে ৪৯৯ জন শিশু রয়েছে। এখন পর্যন্ত আহত হয়েছেন ১৫ হাজার ৫৯৯ জন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বেলোসভ আরও জানান, ইউক্রেনে রাশিয়ান বাহিনীর দ্বারা সংঘটিত ৯৮ হাজার যুদ্ধাপরাধের রেকর্ড রয়েছে তাদের হাতে।

এর আগে ৭ জুলাই রুশ হামলায় ইউক্রনে নিহত মানুষের সংখ্যা প্রকাশ করে জাতিসংঘ। আন্তর্জাতিক সংস্থাটি জানায়, পাঁচ শতাধিক শিশুসহ ৯ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে অধিকৃত দক্ষিণ ইউক্রেনের অস্থায়ী কারাগারে আটক বিপুলসংখ্যক বন্দির ওপর নির্যাতন ও যৌন সহিংসতা চালাচ্ছে রুশ বাহিনী।

আরও পড়ুন: শর্তপূরণ হলে শস্যচুক্তিতে ফিরবে রাশিয়া: পুতিন

আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একটি দল তাদের সর্বশেষ অনুসন্ধানের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। তারা বলছে, রুশ বাহিনীর এ কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

মোবাইল জাস্টিস টিমের সর্বশেষ প্রতিবেদন অনুসারে, খেরসন অঞ্চলের ৩৫টি স্থানে ৩২০টি মামলা এবং সাক্ষীর বিবরণ বিশ্লেষণ করেছে এ আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এসব বিশেষজ্ঞদের অর্থ দিয়েছে ওই প্রতিবেদন তৈরির জন্য।

ঢাকা/টিএ