০৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

শস্য বীমা সম্প্রসারনে আগ্রহী এডিবি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৫৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮
  • / ৪৩৭৩ বার দেখা হয়েছে

শস্য বীমা কার্যক্রম সম্প্রসারণ করতে আর্থিক সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে পরীক্ষামূলক শস্য বীমা কার্যক্রম সম্প্রসারণ করতে আর্থিক সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশে কৃষির ঝুঁকি মোকাবেলায় আর্থিক সুরক্ষা শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে এমন আগ্রহ প্রকাশ করেছে সংস্থাটি। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী। সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য দেন এডিবি ঢাকা আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অরজিত চৌধুরী ও আইডিআরএ’র সদস্য গোকুল চাঁদ দাস। দুই দিনের সেমিনারে বাংলাদেশ ছাড়াও ভারত, স্পেন ও তুরস্কের বিশেষজ্ঞরা অংশ নেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকল্পটির আওতায় সরকার তিন জেলায় পরীক্ষামূলক শস্য বীমা চালু করা হয়েছে। প্রাথমিক অবস্থায় খরাপ্রবণ রাজশাহী, বন্যাপ্রবণ সিরাজগঞ্জ ও ঘূর্ণিঝড়প্রবণ নোয়াখালী জেলায় শস্যবীমার প্রচলন করা হয়েছে।

শেয়ার করুন

x
English Version

শস্য বীমা সম্প্রসারনে আগ্রহী এডিবি

আপডেট: ০৭:৫৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে পরীক্ষামূলক শস্য বীমা কার্যক্রম সম্প্রসারণ করতে আর্থিক সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশে কৃষির ঝুঁকি মোকাবেলায় আর্থিক সুরক্ষা শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে এমন আগ্রহ প্রকাশ করেছে সংস্থাটি। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী। সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য দেন এডিবি ঢাকা আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অরজিত চৌধুরী ও আইডিআরএ’র সদস্য গোকুল চাঁদ দাস। দুই দিনের সেমিনারে বাংলাদেশ ছাড়াও ভারত, স্পেন ও তুরস্কের বিশেষজ্ঞরা অংশ নেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকল্পটির আওতায় সরকার তিন জেলায় পরীক্ষামূলক শস্য বীমা চালু করা হয়েছে। প্রাথমিক অবস্থায় খরাপ্রবণ রাজশাহী, বন্যাপ্রবণ সিরাজগঞ্জ ও ঘূর্ণিঝড়প্রবণ নোয়াখালী জেলায় শস্যবীমার প্রচলন করা হয়েছে।