০২:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

শিগগিরই বাজারে আসছে মটো জি৯ প্লাস

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৪৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
  • / ৪১৭৯ বার দেখা হয়েছে

জি সিরিজের নতুন আরও একটি স্মার্টফোন ‘মটো জি৯ প্লাস’ বাজারে আনার ঘোষণা দিয়েছে মটোরোলা। ২৭ হাজার ৯৯৯ টাকায় দারাজের টুয়েলভ টুয়েলভ সেল ডেট ১২ ডিসেম্বর রাত ১২টার পর থেকে পাওয়া যাবে।

দেশীয় বাজারে মটোরোলার অত্যাধুনিক প্রযুক্তির ও বিশ্ববাজারে সফল পণ্যগুলো আনার পরিকল্পনার অংশ হিসেবে ‘মটো জি৯ প্লাস’ ফোনটি আনা হচ্ছে বলে জানান বাংলাদেশে মটোরোলার ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত। 

তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি মটোরোলার এই ফোনটি ব্যবহার করে বাংলাদেশের স্মার্টফোনপ্রেমীরা আনন্দিত হবে।’

নেভি ব্লু  রঙের স্মার্ট ফোনটিতে থাকছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩০জি, ৫০০০ মিলিঅ্যাম্পহার্জ ব্যাটারি ও ৬.৮ ইঞ্চি এইচডিআর১০ ডিসপ্লে। ক্যামেরায় কোয়াড পিক্সেল প্রযুক্তি ব্যবহার করা হয়েছ, যা যেকোনও ধরনের আলোয় ছবি তুলতে ও স্মৃতি ধরে রাখতে সহায়তা করবে।  

৩০ ওয়াটের টার্বো চার্জিং সুবিধাসহ টানা দুইদিন পাওয়ার ব্যাকআপ দেবে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের এই ব্যাটারি। ফোনটিতে ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম ব্যবহার করা হয়েছে। এছাড়াও রয়েছে মাইক্রো এসডি কার্ড স্লট যা বাড়ানো যাবে স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত।

শেয়ার করুন

x
English Version

শিগগিরই বাজারে আসছে মটো জি৯ প্লাস

আপডেট: ১২:৪৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০

জি সিরিজের নতুন আরও একটি স্মার্টফোন ‘মটো জি৯ প্লাস’ বাজারে আনার ঘোষণা দিয়েছে মটোরোলা। ২৭ হাজার ৯৯৯ টাকায় দারাজের টুয়েলভ টুয়েলভ সেল ডেট ১২ ডিসেম্বর রাত ১২টার পর থেকে পাওয়া যাবে।

দেশীয় বাজারে মটোরোলার অত্যাধুনিক প্রযুক্তির ও বিশ্ববাজারে সফল পণ্যগুলো আনার পরিকল্পনার অংশ হিসেবে ‘মটো জি৯ প্লাস’ ফোনটি আনা হচ্ছে বলে জানান বাংলাদেশে মটোরোলার ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত। 

তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি মটোরোলার এই ফোনটি ব্যবহার করে বাংলাদেশের স্মার্টফোনপ্রেমীরা আনন্দিত হবে।’

নেভি ব্লু  রঙের স্মার্ট ফোনটিতে থাকছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩০জি, ৫০০০ মিলিঅ্যাম্পহার্জ ব্যাটারি ও ৬.৮ ইঞ্চি এইচডিআর১০ ডিসপ্লে। ক্যামেরায় কোয়াড পিক্সেল প্রযুক্তি ব্যবহার করা হয়েছ, যা যেকোনও ধরনের আলোয় ছবি তুলতে ও স্মৃতি ধরে রাখতে সহায়তা করবে।  

৩০ ওয়াটের টার্বো চার্জিং সুবিধাসহ টানা দুইদিন পাওয়ার ব্যাকআপ দেবে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের এই ব্যাটারি। ফোনটিতে ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম ব্যবহার করা হয়েছে। এছাড়াও রয়েছে মাইক্রো এসডি কার্ড স্লট যা বাড়ানো যাবে স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত।