০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

শ্রীলঙ্কাকে ২০ কোটি ডলার দেবে বাংলাদেশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:১০:২০ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
  • / ৪২৭৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: শ্রীলঙ্কার অর্থনীতির মূল চালিকাশক্তি পর্যটন খাত। কিন্তু করোনাভাইরাসের কারণে দেশটির এ খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। ফলে তাদের স্থানীয় মুদ্রা রুপি বৈদেশিক বিনিময়ে প্রতিনিয়ত মান হারাচ্ছে। এ কারণে কমতে শুরু করেছে তাদের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভ।

এমন পরিস্থিতিতে বিভিন্ন দেশ থেকে ডলার ধার করছে শ্রীলঙ্কা। প্রতিবেশী দেশটির অর্থনৈতিক সংকট মোকাবেলায় সহযোগিতা করতে চায় বাংলাদেশও। এরই অংশ হিসেবে শ্রীলঙ্কাকে ২০ কোটি ডলার দেওয়ার আশ্বাস দেয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে এই ডলার দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্টরা জানান, ধার হিসেবে নয়, মূলত ডলার ও শ্রীলঙ্কার রুপি অদল-বদল বা সোয়াপ করা হবে। এর বিপরীতে কিছু মুনাফাও পাবে বাংলাদেশ। গত রোববার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় রিজার্ভ থেকে শ্রীলঙ্কাকে ডলার জোগান দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, শ্রীলঙ্কার আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের ২০০ মিলিয়ন (২০ কোটি ডলার) ডলার দেওয়ার প্রাথমিকভাবে বোর্ড নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আমাদের এখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৪৫ বিলিয়ন ডলার। এখান থেকে আমরা অর্থ দিতে পারি। এরপর বেশ কিছু প্রক্রিয়ার রয়েছে। তা চূড়ান্ত হলেই দেওয়া হবে। যেমন- আমরা বিষয়টি সরকারকে জানাব, তারা যদি মনে করে দেওয়া যাবে তাহলে দেব, আর না হলে দেব না।

মুজিব চিরন্তন অনুষ্ঠানে যোগ দিতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে গত ১৯ মার্চ ঢাকায় আসেন। ওই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে আনুষ্ঠানিক বৈঠক করেন মাহিন্দা রাজাপক্ষে। সেই বৈঠকের পরিপ্রেক্ষিতে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডব্লিউ ডি লক্ষ্মণ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে ডলার চেয়ে সম্প্রতি চিঠি দেন।

এরপর গত রোববার পরিচালনা পর্ষদের সভায় বিবিধ আলোচনায় বিষয়টি উত্থাপন করা হয়। জানানো হয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৪ হাজার ৪৮০ কোটি ডলার। এই রিজার্ভ থেকে ২০ কোটি ডলার দেওয়ার সিদ্ধান্ত হয়।

পর্ষদে জানানো হয়, শ্রীলঙ্কা ২০ কোটি ডলারের সমপরিমাণ রুপি বাংলাদেশকে দেবে। এর বিনিময়ে বাংলাদেশ ২০ কোটি ডলার দেশটিকে দেবে। ফলে রিজার্ভের পরিমাণে কোনো প্রভাব পড়বে না। এর বিপরীতে দেড় থেকে দুই শতাংশ মুনাফা পাবে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেন, স্বল্প সময়ের জন্য শ্রীলঙ্কাকে ডলার দেওয়া হবে। এর আগেও দেশটিকে এমন সহায়তা করেছিল বাংলাদেশ। তাদের কাছে শর্ত তুলে ধরে প্রস্তাব পাঠানো হবে। তারা রাজি হলে দ্রুতই প্রক্রিয়া সম্পন্ন হবে।

ঢাকা/এসআর

শেয়ার করুন

x
English Version

শ্রীলঙ্কাকে ২০ কোটি ডলার দেবে বাংলাদেশ

আপডেট: ০৩:১০:২০ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: শ্রীলঙ্কার অর্থনীতির মূল চালিকাশক্তি পর্যটন খাত। কিন্তু করোনাভাইরাসের কারণে দেশটির এ খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। ফলে তাদের স্থানীয় মুদ্রা রুপি বৈদেশিক বিনিময়ে প্রতিনিয়ত মান হারাচ্ছে। এ কারণে কমতে শুরু করেছে তাদের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভ।

এমন পরিস্থিতিতে বিভিন্ন দেশ থেকে ডলার ধার করছে শ্রীলঙ্কা। প্রতিবেশী দেশটির অর্থনৈতিক সংকট মোকাবেলায় সহযোগিতা করতে চায় বাংলাদেশও। এরই অংশ হিসেবে শ্রীলঙ্কাকে ২০ কোটি ডলার দেওয়ার আশ্বাস দেয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে এই ডলার দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্টরা জানান, ধার হিসেবে নয়, মূলত ডলার ও শ্রীলঙ্কার রুপি অদল-বদল বা সোয়াপ করা হবে। এর বিপরীতে কিছু মুনাফাও পাবে বাংলাদেশ। গত রোববার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় রিজার্ভ থেকে শ্রীলঙ্কাকে ডলার জোগান দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, শ্রীলঙ্কার আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের ২০০ মিলিয়ন (২০ কোটি ডলার) ডলার দেওয়ার প্রাথমিকভাবে বোর্ড নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আমাদের এখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৪৫ বিলিয়ন ডলার। এখান থেকে আমরা অর্থ দিতে পারি। এরপর বেশ কিছু প্রক্রিয়ার রয়েছে। তা চূড়ান্ত হলেই দেওয়া হবে। যেমন- আমরা বিষয়টি সরকারকে জানাব, তারা যদি মনে করে দেওয়া যাবে তাহলে দেব, আর না হলে দেব না।

মুজিব চিরন্তন অনুষ্ঠানে যোগ দিতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে গত ১৯ মার্চ ঢাকায় আসেন। ওই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে আনুষ্ঠানিক বৈঠক করেন মাহিন্দা রাজাপক্ষে। সেই বৈঠকের পরিপ্রেক্ষিতে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডব্লিউ ডি লক্ষ্মণ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে ডলার চেয়ে সম্প্রতি চিঠি দেন।

এরপর গত রোববার পরিচালনা পর্ষদের সভায় বিবিধ আলোচনায় বিষয়টি উত্থাপন করা হয়। জানানো হয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৪ হাজার ৪৮০ কোটি ডলার। এই রিজার্ভ থেকে ২০ কোটি ডলার দেওয়ার সিদ্ধান্ত হয়।

পর্ষদে জানানো হয়, শ্রীলঙ্কা ২০ কোটি ডলারের সমপরিমাণ রুপি বাংলাদেশকে দেবে। এর বিনিময়ে বাংলাদেশ ২০ কোটি ডলার দেশটিকে দেবে। ফলে রিজার্ভের পরিমাণে কোনো প্রভাব পড়বে না। এর বিপরীতে দেড় থেকে দুই শতাংশ মুনাফা পাবে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেন, স্বল্প সময়ের জন্য শ্রীলঙ্কাকে ডলার দেওয়া হবে। এর আগেও দেশটিকে এমন সহায়তা করেছিল বাংলাদেশ। তাদের কাছে শর্ত তুলে ধরে প্রস্তাব পাঠানো হবে। তারা রাজি হলে দ্রুতই প্রক্রিয়া সম্পন্ন হবে।

ঢাকা/এসআর