০৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে টাইগাররা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৪২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১
  • / ৪১৫৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দুটিতে জয়ের ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ এখন ২-০ ব্যবধানে এগিয়ে। শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টায় সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে তৃতীয় ম্যাচে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে নামছে টাইগাররা।

প্রথম দুটি ম্যাচে হারায় টাইগারদের বিপক্ষে অনেকটাই ব্যাকফুটে অজি শিবির। পিছিয়ে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে শুক্রবার জয় দিয়ে দুই ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে বদ্ধপরিকর মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনী।

এক্ষেত্রে সাকিব আল হাসান ও মাহমুদউল্লার পাশাপাশি বাংলাদেশের বড় শক্তি হতে পারেন দলের তরুণ ক্রিকেটাররা। কেউ কেউ তো বলছেনই- সিরিজ জয় কেন, বাংলাদেশের পক্ষে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশও করা সম্ভব এই সিরিজে। আসলেই কি অজিদের হোয়াইট ওয়াশের স্বাদ দিতে পারবে লাল-সবুজের প্রতিনিধি দল?

দ্বিতীয় ম্যাচে জয়ের পর আফিফ বলেছিলেন, ‘আমাদের প্রতি ম্যাচ নিয়ে চিন্তা থাকে। এখন তৃতীয় ম্যাচ নিয়ে চিন্তা করছি। ওই ম্যাচ জিতলে সিরিজটাও আমাদের পক্ষে আসবে। ইনশাআল্লাহ ওই ম্যাচও জেতার চেষ্টা থাকবে। আর এখানে যেহেতু আমাদের হোম কন্ডিশন, অবশ্যই বোলিংয়ের একটা সুবিধা থাকে। আমাদের বোলাররা সেই হোম কন্ডিশনের সুবিধাটা ভালোভাবে কাজে লাগাচ্ছে। মুস্তাফিজ ভাই ও শরিফুল, উইকেটের যে কন্ডিশন তার সঙ্গে খুব ভাল অ্যাসেস করতে পেরেছে। উইকেটের কন্ডিশন অনুযায়ী বোলিং করায় তারা খুব ভালো করেছে। এছাড়া আমাদের ফিল্ডিং, ব্যাটিংও খুব ভাল হচ্ছে বলে পুরো টিম এফোর্ট হচ্ছে।’

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্য প্রথমবারের মতো দ্বিপাক্ষিক কোনো টি-টোয়েন্টি সিরিজ এটি। এর আগে দুদল সংক্ষিপ্ত ফরম্যাটের চারটি ম্যাচ খেললেও সেগুলো ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে। যার প্রত্যেকটিতেই হেরেছিল বাংলাদেশ। এবার দুই দেশের মধ্যকার সিরিজের প্রথম দুই ম্যাচেই জয় পেল টাইগাররা। এটি আবার অজিদের বিপক্ষে বাংলাদেশের টানা দুটি জয়ের রেকর্ডও। সব মিলিয়ে ক্রিকেটের তিন ফরম্যাটেই অস্ট্রেলিয়াকে হারের স্বাদ দিল বাংলাদেশ। এর মধ্য টেস্ট ও ওয়ানডেতে জয় একটি করে।

এই সিরিজের প্রথম ম্যাচে ২৩ রানে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। শুরতে ব্যাট করে সফরকারী দলকে ১৩২ রানের টার্গেট দিয়ে নাসুম আহমেদের ঘূর্ণিতে পার পায় টাইগাররা। ১৯ রান দিয়ে একাই ৪ উইকেট তুলে নেন সিলেট থেকে বেড়ে ওঠা নাসুম। ব্যাট হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ম্যাচসেরা হন নাসুম।

দ্বিতীয় ম্যাচে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা জয় পায় ৫ উইকেটে। এবার অস্ট্রেলিয়ার দেওয়া ১২২ রানের টার্গেটে খেলতে নেমে আফিফ হোসেন ও নুরুল হাসান সোহানের ব্যাটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। আফিফ করেন ৩৭ রান। সাকিব ও নুরুল হাসান করেন যথাক্রমে ২৬ ও ২২ রান।

ঢাকা/এনইউ

শেয়ার করুন

x
English Version

সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে টাইগাররা

আপডেট: ১১:৪২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১

বিজনেস জার্নাল ডেস্ক: পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দুটিতে জয়ের ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ এখন ২-০ ব্যবধানে এগিয়ে। শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টায় সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে তৃতীয় ম্যাচে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে নামছে টাইগাররা।

প্রথম দুটি ম্যাচে হারায় টাইগারদের বিপক্ষে অনেকটাই ব্যাকফুটে অজি শিবির। পিছিয়ে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে শুক্রবার জয় দিয়ে দুই ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে বদ্ধপরিকর মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনী।

এক্ষেত্রে সাকিব আল হাসান ও মাহমুদউল্লার পাশাপাশি বাংলাদেশের বড় শক্তি হতে পারেন দলের তরুণ ক্রিকেটাররা। কেউ কেউ তো বলছেনই- সিরিজ জয় কেন, বাংলাদেশের পক্ষে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশও করা সম্ভব এই সিরিজে। আসলেই কি অজিদের হোয়াইট ওয়াশের স্বাদ দিতে পারবে লাল-সবুজের প্রতিনিধি দল?

দ্বিতীয় ম্যাচে জয়ের পর আফিফ বলেছিলেন, ‘আমাদের প্রতি ম্যাচ নিয়ে চিন্তা থাকে। এখন তৃতীয় ম্যাচ নিয়ে চিন্তা করছি। ওই ম্যাচ জিতলে সিরিজটাও আমাদের পক্ষে আসবে। ইনশাআল্লাহ ওই ম্যাচও জেতার চেষ্টা থাকবে। আর এখানে যেহেতু আমাদের হোম কন্ডিশন, অবশ্যই বোলিংয়ের একটা সুবিধা থাকে। আমাদের বোলাররা সেই হোম কন্ডিশনের সুবিধাটা ভালোভাবে কাজে লাগাচ্ছে। মুস্তাফিজ ভাই ও শরিফুল, উইকেটের যে কন্ডিশন তার সঙ্গে খুব ভাল অ্যাসেস করতে পেরেছে। উইকেটের কন্ডিশন অনুযায়ী বোলিং করায় তারা খুব ভালো করেছে। এছাড়া আমাদের ফিল্ডিং, ব্যাটিংও খুব ভাল হচ্ছে বলে পুরো টিম এফোর্ট হচ্ছে।’

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্য প্রথমবারের মতো দ্বিপাক্ষিক কোনো টি-টোয়েন্টি সিরিজ এটি। এর আগে দুদল সংক্ষিপ্ত ফরম্যাটের চারটি ম্যাচ খেললেও সেগুলো ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে। যার প্রত্যেকটিতেই হেরেছিল বাংলাদেশ। এবার দুই দেশের মধ্যকার সিরিজের প্রথম দুই ম্যাচেই জয় পেল টাইগাররা। এটি আবার অজিদের বিপক্ষে বাংলাদেশের টানা দুটি জয়ের রেকর্ডও। সব মিলিয়ে ক্রিকেটের তিন ফরম্যাটেই অস্ট্রেলিয়াকে হারের স্বাদ দিল বাংলাদেশ। এর মধ্য টেস্ট ও ওয়ানডেতে জয় একটি করে।

এই সিরিজের প্রথম ম্যাচে ২৩ রানে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। শুরতে ব্যাট করে সফরকারী দলকে ১৩২ রানের টার্গেট দিয়ে নাসুম আহমেদের ঘূর্ণিতে পার পায় টাইগাররা। ১৯ রান দিয়ে একাই ৪ উইকেট তুলে নেন সিলেট থেকে বেড়ে ওঠা নাসুম। ব্যাট হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ম্যাচসেরা হন নাসুম।

দ্বিতীয় ম্যাচে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা জয় পায় ৫ উইকেটে। এবার অস্ট্রেলিয়ার দেওয়া ১২২ রানের টার্গেটে খেলতে নেমে আফিফ হোসেন ও নুরুল হাসান সোহানের ব্যাটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। আফিফ করেন ৩৭ রান। সাকিব ও নুরুল হাসান করেন যথাক্রমে ২৬ ও ২২ রান।

ঢাকা/এনইউ