০৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

সূচকের উত্থানে লেনদেন বেড়েছে ২৮৩ কোটি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:২৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
  • / ৪২৪৩ বার দেখা হয়েছে

ফাইল ফটো

সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্য সূচকের উত্থানে বেড়েছে লেনদেন। আজ ডিএসইতে মোট ৬৬৬ কোটি টাকা লেনদেন হয়েছে, গত কার্যদিবস থেকে ২৮৩ কোটি বেশি। যা গত ১৫ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের নামমাত্র উত্থান হলেও ব্যাপক লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বাজারসংশ্লিষ্টদের মতে, দীর্ঘ সময় ধরে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীদের একটি অংশ নিষ্ক্রিয় হয়ে পড়েছে। নিষ্ক্রিয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয় করতে নানাভাবে চেষ্টা চালাচ্ছে বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এতে গতকাল ও আজ বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ সামান্য বেড়েছে, যার প্রভাব দেখা যাচ্ছে লেনদেনে।

আজ সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জেমিনী সী ফুডের। এদিন কোম্পানিটির ৪৭ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির শুরুর দর ছিল ৪৯৮ টাকা। কোম্পানিটি লেনদেন শেষ করে ৫২৮.২ টাকায়। অর্থাৎ কোম্পানিটির দর বেড়েছে ৪২.২ টাকা বা ৮.৭৫ শতাংশ।

দ্বিতীয় স্থানে থাকা ইউনিক হোটেলের মোট শেয়ার লেনদেন হয়েছে ৪১ কোটি ৭৯ লাখ ৩৮ হাজার টাকার। কোম্পানিটির শুরুর দর ছিল ৭২.৫ টাকা। কোম্পানিটি লেনদেন শেষ করে ৭৬ টাকায়। অর্থাৎ কোম্পানিটির দর বেড়েছে ৩.৬ টাকা বা ৪.৯৭ শতাংশ।

এর পরের স্থানে থাকা ইস্টার্ন হাউজিংয়ের মোট লেনদেন ৩৪ কোটি ৫১ লাখ টাকা। কোম্পানিটির শুরুর দর ছিল ১০৫ টাকা। কোম্পানিটি লেনদেন শেষ করে ১০৮.৭ টাকায়। অর্থাৎ কোম্পানিটির দর বেড়েছে ৩.৮ টাকা বা ৩.৬২ শতাংশ।

আরও পড়ুন: গেইনারের শীর্ষে যেসব কোম্পানি

এছাড়াও লেনদেনের শীর্ষে তাকা অপর কোম্পানিগওলেঅ হলো বাংলাদেশ শিপিং করপোরেশন, সি পার্ল হোটেল, আমরা নেটওয়ার্কস, এডিএন টেলিকম, রূপালী লাইফ ইন্সুরেন্স এবং এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আজ ডিএসইতে ৬৬৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৮৩ কোটি ১৫ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৩৮২ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এর আগে গত ৬ মার্চ ৭২৭ কোটি ৩৮ লাখ লাখ টাকা লেনদেন হয়েছিল। এর পর টানা লেনদেন কমতে কমতে দুই’শ কোটিতে ঠেঁকেছে।

আজ ডিএসইর ২২টি খাতের মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইটি খাতে। এদিন ডিএসইর মোট লেনদেনের ১৭.৫৪ শতাংশ বা ৬০ কোটি ৫৬ লাখ টাকা লেনদেন হয়েছে এ খাতে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এডিএন টেলিকমে। আজ কোম্পানিটিতে ২১ কোটি ২৮ লাখ টাকা লেনদেন হয়েছে। কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১৬৪.৭ টাকা। গত কার্যদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১৫৪.২০ টাকা। অর্থাৎ কোম্পানিটির দর বেড়েছে ১০.৫ টাকা বা ৬.৮১ শতাংশ।

আরও পড়ুন: ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ইজিএম সম্পন্ন

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২০৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০৯ পয়েন্টে।

অপরদিকে, সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৮৬ পয়েন্টে। এদিন সিএসইতে ৯৬ কোটি ১১ লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ৯০ কোটি ৯৭ লাখ টাকা বেশি। গত কার্যদিবসে সিএসইতে ৫ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সিএসইতে লেনদেনে অংশ নেয়া হওয়া ১২৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪৪টি, কমেছে ২৩টি এবং অপরিবর্তিত ছিল ৬০টির।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x
English Version

সূচকের উত্থানে লেনদেন বেড়েছে ২৮৩ কোটি

আপডেট: ০২:২৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্য সূচকের উত্থানে বেড়েছে লেনদেন। আজ ডিএসইতে মোট ৬৬৬ কোটি টাকা লেনদেন হয়েছে, গত কার্যদিবস থেকে ২৮৩ কোটি বেশি। যা গত ১৫ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের নামমাত্র উত্থান হলেও ব্যাপক লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বাজারসংশ্লিষ্টদের মতে, দীর্ঘ সময় ধরে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীদের একটি অংশ নিষ্ক্রিয় হয়ে পড়েছে। নিষ্ক্রিয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয় করতে নানাভাবে চেষ্টা চালাচ্ছে বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এতে গতকাল ও আজ বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ সামান্য বেড়েছে, যার প্রভাব দেখা যাচ্ছে লেনদেনে।

আজ সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জেমিনী সী ফুডের। এদিন কোম্পানিটির ৪৭ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির শুরুর দর ছিল ৪৯৮ টাকা। কোম্পানিটি লেনদেন শেষ করে ৫২৮.২ টাকায়। অর্থাৎ কোম্পানিটির দর বেড়েছে ৪২.২ টাকা বা ৮.৭৫ শতাংশ।

দ্বিতীয় স্থানে থাকা ইউনিক হোটেলের মোট শেয়ার লেনদেন হয়েছে ৪১ কোটি ৭৯ লাখ ৩৮ হাজার টাকার। কোম্পানিটির শুরুর দর ছিল ৭২.৫ টাকা। কোম্পানিটি লেনদেন শেষ করে ৭৬ টাকায়। অর্থাৎ কোম্পানিটির দর বেড়েছে ৩.৬ টাকা বা ৪.৯৭ শতাংশ।

এর পরের স্থানে থাকা ইস্টার্ন হাউজিংয়ের মোট লেনদেন ৩৪ কোটি ৫১ লাখ টাকা। কোম্পানিটির শুরুর দর ছিল ১০৫ টাকা। কোম্পানিটি লেনদেন শেষ করে ১০৮.৭ টাকায়। অর্থাৎ কোম্পানিটির দর বেড়েছে ৩.৮ টাকা বা ৩.৬২ শতাংশ।

আরও পড়ুন: গেইনারের শীর্ষে যেসব কোম্পানি

এছাড়াও লেনদেনের শীর্ষে তাকা অপর কোম্পানিগওলেঅ হলো বাংলাদেশ শিপিং করপোরেশন, সি পার্ল হোটেল, আমরা নেটওয়ার্কস, এডিএন টেলিকম, রূপালী লাইফ ইন্সুরেন্স এবং এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আজ ডিএসইতে ৬৬৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৮৩ কোটি ১৫ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৩৮২ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এর আগে গত ৬ মার্চ ৭২৭ কোটি ৩৮ লাখ লাখ টাকা লেনদেন হয়েছিল। এর পর টানা লেনদেন কমতে কমতে দুই’শ কোটিতে ঠেঁকেছে।

আজ ডিএসইর ২২টি খাতের মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইটি খাতে। এদিন ডিএসইর মোট লেনদেনের ১৭.৫৪ শতাংশ বা ৬০ কোটি ৫৬ লাখ টাকা লেনদেন হয়েছে এ খাতে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এডিএন টেলিকমে। আজ কোম্পানিটিতে ২১ কোটি ২৮ লাখ টাকা লেনদেন হয়েছে। কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১৬৪.৭ টাকা। গত কার্যদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১৫৪.২০ টাকা। অর্থাৎ কোম্পানিটির দর বেড়েছে ১০.৫ টাকা বা ৬.৮১ শতাংশ।

আরও পড়ুন: ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ইজিএম সম্পন্ন

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২০৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০৯ পয়েন্টে।

অপরদিকে, সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৮৬ পয়েন্টে। এদিন সিএসইতে ৯৬ কোটি ১১ লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ৯০ কোটি ৯৭ লাখ টাকা বেশি। গত কার্যদিবসে সিএসইতে ৫ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সিএসইতে লেনদেনে অংশ নেয়া হওয়া ১২৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪৪টি, কমেছে ২৩টি এবং অপরিবর্তিত ছিল ৬০টির।

ঢাকা/এসএ