০৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

সূচকের পতন, দর বেড়েছে ১৭ কোম্পানির

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৪০:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩
  • / ৪২২৩ বার দেখা হয়েছে

ফাইল ফটো

হাতেগোনা কয়েকটি কোম্পানির শেয়ারে নির্ভর করে চলছে বর্তমান পুঁজিবাজার। লেনদেনের মতো ঘুরেফিরে ১০ থেকে ১৫ কোম্পানি দরবৃদ্ধির শীর্ষে থাকছে। আজ বুধবার (২১ মার্চ) সপ্তাহের চতুর্থ কার্যদিবস দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এর ব্যতয় হয়নি। ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩২৫ কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৭ বা ৫ শতাংশ কোম্পানির। বিপরীতে দর কমেছে ২৬ শতাংশ আর অপরিবর্তিত ৬৮ শতাংশ কোম্পানির শেয়ার। আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩২৮ কোটি টাকা। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের সাথে কমেছে লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

যেসব কোম্পানিগুলোর দর বেড়েছে তার মধ্যে রয়েছে, লিগ্যাসি ফুটওয়্যার, আরডি ফুড, আলহাজ টেক্সটাইল, মুন্নু এগ্রো, রতনপুর স্টিল, শমরিতা হসপিটাল, সোনালী পেপার, আনলিমায়ার্ন, মনোস্পুল পেপার, ইউনিয়ন ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, এমারেল্ড ওয়েল, সমতা লেদার, আনলিমা ডায়িং, রেনউইক যজ্ঞেশ্বর ও প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিজনেস জার্নালকে বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতায় বড় বিনিয়োগকারীরা সাইড লাইনে থাকায় লেনদেন কমছে।

বাজার বিশ্লেষকদের মতে, দেশে উচ্চ মূল্যস্ফীতি এবং বৈদেশিক মুদ্রার সংকটে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রয়োজনীয় কাঁচামাল পর্যন্ত আমদানিতে হিমশিম খাচ্ছে। ইতিমধ্যে প্রতিষ্ঠানগুলোর আয়েও এর প্রভাব পড়েছে। ফলে দিনদিন লেনদেন তলানিতে নেমে আসছে।

আজ ডিএসইতে ৩১২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭টির বা ৫.৪৪ শতাংশ, কমেছে ৮২টির বা ২৬.২৮ শতাংশ এবং অপরিবর্তিত রয়েছে ২১৩টির ৬৮.২৬ বা শতাংশ।

ডিএসইতে ৩২৮ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ২১ কোটি ১৩ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৩৪৯ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আরও পড়ুন: বিনিয়োগকারীদের মাঝে আস্থার সংকট চলছে: ড. হাফিজ মুহম্মদ হাসান

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২০৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২১৫ পয়েন্টে।

অপরদিকে, সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৪৯ পয়েন্টে। এদিন সিএসইতে ৭ কোটি ৯৭ লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ৪ কোটি ৩২ লাখ টাকা কম। গত কার্যদিবসে সিএসইতে ১২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সিএসইতে লেনদেনে অংশ নেয়া হওয়া ১২৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৮টি, কমেছে ৪৩টি এবং অপরিবর্তিত ছিল ৬৩টির।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x
English Version

সূচকের পতন, দর বেড়েছে ১৭ কোম্পানির

আপডেট: ০৪:৪০:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩

হাতেগোনা কয়েকটি কোম্পানির শেয়ারে নির্ভর করে চলছে বর্তমান পুঁজিবাজার। লেনদেনের মতো ঘুরেফিরে ১০ থেকে ১৫ কোম্পানি দরবৃদ্ধির শীর্ষে থাকছে। আজ বুধবার (২১ মার্চ) সপ্তাহের চতুর্থ কার্যদিবস দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এর ব্যতয় হয়নি। ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩২৫ কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৭ বা ৫ শতাংশ কোম্পানির। বিপরীতে দর কমেছে ২৬ শতাংশ আর অপরিবর্তিত ৬৮ শতাংশ কোম্পানির শেয়ার। আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩২৮ কোটি টাকা। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের সাথে কমেছে লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

যেসব কোম্পানিগুলোর দর বেড়েছে তার মধ্যে রয়েছে, লিগ্যাসি ফুটওয়্যার, আরডি ফুড, আলহাজ টেক্সটাইল, মুন্নু এগ্রো, রতনপুর স্টিল, শমরিতা হসপিটাল, সোনালী পেপার, আনলিমায়ার্ন, মনোস্পুল পেপার, ইউনিয়ন ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, এমারেল্ড ওয়েল, সমতা লেদার, আনলিমা ডায়িং, রেনউইক যজ্ঞেশ্বর ও প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিজনেস জার্নালকে বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতায় বড় বিনিয়োগকারীরা সাইড লাইনে থাকায় লেনদেন কমছে।

বাজার বিশ্লেষকদের মতে, দেশে উচ্চ মূল্যস্ফীতি এবং বৈদেশিক মুদ্রার সংকটে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রয়োজনীয় কাঁচামাল পর্যন্ত আমদানিতে হিমশিম খাচ্ছে। ইতিমধ্যে প্রতিষ্ঠানগুলোর আয়েও এর প্রভাব পড়েছে। ফলে দিনদিন লেনদেন তলানিতে নেমে আসছে।

আজ ডিএসইতে ৩১২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭টির বা ৫.৪৪ শতাংশ, কমেছে ৮২টির বা ২৬.২৮ শতাংশ এবং অপরিবর্তিত রয়েছে ২১৩টির ৬৮.২৬ বা শতাংশ।

ডিএসইতে ৩২৮ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ২১ কোটি ১৩ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৩৪৯ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আরও পড়ুন: বিনিয়োগকারীদের মাঝে আস্থার সংকট চলছে: ড. হাফিজ মুহম্মদ হাসান

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২০৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২১৫ পয়েন্টে।

অপরদিকে, সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৪৯ পয়েন্টে। এদিন সিএসইতে ৭ কোটি ৯৭ লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ৪ কোটি ৩২ লাখ টাকা কম। গত কার্যদিবসে সিএসইতে ১২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সিএসইতে লেনদেনে অংশ নেয়া হওয়া ১২৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৮টি, কমেছে ৪৩টি এবং অপরিবর্তিত ছিল ৬৩টির।

ঢাকা/এসএ