০৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

হৃতিকের বাড়িতে পবনদীপ-অরুণিতার আড্ডা!

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৪৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
  • / ১০৪০২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ভারতের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’সিজন ১২-এর বিজয়ী পবনদীপ রাজন ও দ্বিতীয় হওয়া অরুণিতা কাঞ্জিলাল ডাক পেলেন বলিউড তারকা হৃতিক রোশন কাছ থেকে।

সম্প্রতি, আমন্ত্রণে সাড়া দিয়ে বলিউডের ‘গ্রিক গড’-এর বাড়িতে হাজির হয়েছিলেন এই জুটি। সেখানে শুধু হৃতিকই নন, বরং গোটা রোশন পরিবারের সঙ্গে দেদার সময় কাটান তারা। জমিয়ে আড্ডা দেওয়ার পাশাপাশি চলে গান-বাজনাও।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

হৃতিক থেকে শুরু করে রাকেশ রোশন, সবার সঙ্গেও সেলফি তুলতে দেখা গেছে পবনদীপ-অরুণিতাকে। সেইসব ছবি নেটমাধ্যমে আসতেই হয়েছে ভাইরাল। নেটপাড়ায় জোর ফিসফাস, তবে কি ‘ক্রিস’ এর পরের কোনও সিনেমায় গান গাইতে দেখা যাবে এই জুটিকে?

প্রসঙ্গত উল্লেখ্য, ইন্ডিয়ান আইডল শেষ হয়ে গেলেও ব্যস্ততা একচুলও কমেনি এই রিয়্যালিটি শোয়ের প্রতিযোগীদের। একাধিক প্রমোশন্যাল ইভেন্টে অংশ নিচ্ছেন ইন্ডিয়ান আইডল ফাইনালিস্টরা। সম্প্রতি, মুম্বইয়ে অক্টোপাস এন্টারটেনমেন্ট এবং রেনী প্রোডাকশনসের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ইন্ডিয়ান আইডলের তিন প্রতিযোগী অরুণিতা-পবনদীপ এবং শনমুখাপ্রিয়া। এবার পবনদীপ-অরুণিতা হাজির হলেন হৃতিক রোশনের বাড়িতে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

ট্যাগঃ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

হৃতিকের বাড়িতে পবনদীপ-অরুণিতার আড্ডা!

আপডেট: ০৬:৪৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: ভারতের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’সিজন ১২-এর বিজয়ী পবনদীপ রাজন ও দ্বিতীয় হওয়া অরুণিতা কাঞ্জিলাল ডাক পেলেন বলিউড তারকা হৃতিক রোশন কাছ থেকে।

সম্প্রতি, আমন্ত্রণে সাড়া দিয়ে বলিউডের ‘গ্রিক গড’-এর বাড়িতে হাজির হয়েছিলেন এই জুটি। সেখানে শুধু হৃতিকই নন, বরং গোটা রোশন পরিবারের সঙ্গে দেদার সময় কাটান তারা। জমিয়ে আড্ডা দেওয়ার পাশাপাশি চলে গান-বাজনাও।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

হৃতিক থেকে শুরু করে রাকেশ রোশন, সবার সঙ্গেও সেলফি তুলতে দেখা গেছে পবনদীপ-অরুণিতাকে। সেইসব ছবি নেটমাধ্যমে আসতেই হয়েছে ভাইরাল। নেটপাড়ায় জোর ফিসফাস, তবে কি ‘ক্রিস’ এর পরের কোনও সিনেমায় গান গাইতে দেখা যাবে এই জুটিকে?

প্রসঙ্গত উল্লেখ্য, ইন্ডিয়ান আইডল শেষ হয়ে গেলেও ব্যস্ততা একচুলও কমেনি এই রিয়্যালিটি শোয়ের প্রতিযোগীদের। একাধিক প্রমোশন্যাল ইভেন্টে অংশ নিচ্ছেন ইন্ডিয়ান আইডল ফাইনালিস্টরা। সম্প্রতি, মুম্বইয়ে অক্টোপাস এন্টারটেনমেন্ট এবং রেনী প্রোডাকশনসের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ইন্ডিয়ান আইডলের তিন প্রতিযোগী অরুণিতা-পবনদীপ এবং শনমুখাপ্রিয়া। এবার পবনদীপ-অরুণিতা হাজির হলেন হৃতিক রোশনের বাড়িতে।

সূত্র : হিন্দুস্তান টাইমস