০১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:২৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
  • / ৪১৩৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: নানা প্রয়োজনে মানুষ জানতে চায় ইতিহাস। আজ সোমবার ১৪ মার্চ ২০২২। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ঘটনাবলি:

১৮৬৪ – স্যার স্যামুয়েল বেকার এ্যালবার্ট আফ্রিকার হ্রদ আবিষ্কার ও নামকরণ করেন।

১৯২৫ – প্রথম ট্রান্স আটলান্টিক রেডিও সম্প্রচার সম্পন্ন হয়।

১৯৩৯ – কলকাতায় ‘নাট্যনিকেতন’ রঙ্গমঞ্চের উদ্বোধন হয়।

১৯৫৫ – ভিয়েতনামে ঐতিহাসিক দিয়েন বিয়েন ফুয়ের যুদ্ধ শুরু হয়।

১৯৭৫ – রোম সম্রাট প্রথম কার্দিনান্দ পোপের অনুমতি ছাড়াই অভিষেক অনুষ্ঠান করেন।

১৯৭৫ – রাষ্ট্রীয় সফরে আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ দাউদ ঢাকায় আগমন করেন।

১৯৭৮ – ইসরাইল মহড়ার অজুহাতে সৈন্য বাহিনীকে জড়ো করে এবং লেবাননের ওপর আগ্রাসন চালায়।

১৯৮০ – ইসলামি ইরানের সংসদ মজলিসে শুরার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

১৯৮৫ – তেহরানের জুমআর নামাজের সমাবেশে বিদেশিদের অনুচররা বোমা হামলা চালিয়েছিল।

১৯৯০ – মিখাইল গর্বাচেভ সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৯২ – সোভিয়েত ইউনিয়নের ‘প্রাভদা’ পত্রিকার প্রকাশ বন্ধ হয়ে যায়।

২০০৭ – নন্দীগ্রাম গণহত্যার ঘটনায় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে পুলিশের গুলিচালনায় ১৪ জন গ্রামবাসী নিহত হন।

জন্ম:

১৮৭৯ – আলবার্ট আইনস্টাইন, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থ বিজ্ঞানী।

১৯৬৫ – আমির খান, ভারতীয় হিন্দি চলচ্চিত্রের অভিনেতা।

মৃত্যু:

১৬৮২ – ইয়াকব ভ্যান রাইসডেল, সপ্তদশ শতকের প্রখ্যাত ওলন্দাজ চিত্রশিল্পী।

১৮৮৩ – কার্ল মার্কস, প্রভাবশালী জার্মান সমাজ বিজ্ঞানী ও মার্কসবাদের প্রবক্তা।

১৮৯৯ – হের্মান স্টাইন্‌টল, জার্মান ভাষাতাত্ত্বিক ও দার্শনিক ছিলেন।

১৯৮১ – কেন ব্যারিংটন, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার।

১৯৯৫ – উইলিয়াম আলফ্রেড ফোলার, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।

২০১৮ – বিশ্বখ্যাত পদার্থবিদ স্টিফেন উইলিয়াম হকিং। কোয়ান্টাম বিজ্ঞানের তত্ত্ব কৃষ্ণগহ্বর ও আপেক্ষিকতাবাদের জন্য তিনি জগৎজোড়া কিংবদন্তি বিজ্ঞানীর মর্যাদায় আসীন ছিলেন।

দিবস:

বিশ্ব পাই দিবস,

বিশ্ব ভোক্তা অধিকার দিবস।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

আপডেট: ১০:২৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: নানা প্রয়োজনে মানুষ জানতে চায় ইতিহাস। আজ সোমবার ১৪ মার্চ ২০২২। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ঘটনাবলি:

১৮৬৪ – স্যার স্যামুয়েল বেকার এ্যালবার্ট আফ্রিকার হ্রদ আবিষ্কার ও নামকরণ করেন।

১৯২৫ – প্রথম ট্রান্স আটলান্টিক রেডিও সম্প্রচার সম্পন্ন হয়।

১৯৩৯ – কলকাতায় ‘নাট্যনিকেতন’ রঙ্গমঞ্চের উদ্বোধন হয়।

১৯৫৫ – ভিয়েতনামে ঐতিহাসিক দিয়েন বিয়েন ফুয়ের যুদ্ধ শুরু হয়।

১৯৭৫ – রোম সম্রাট প্রথম কার্দিনান্দ পোপের অনুমতি ছাড়াই অভিষেক অনুষ্ঠান করেন।

১৯৭৫ – রাষ্ট্রীয় সফরে আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ দাউদ ঢাকায় আগমন করেন।

১৯৭৮ – ইসরাইল মহড়ার অজুহাতে সৈন্য বাহিনীকে জড়ো করে এবং লেবাননের ওপর আগ্রাসন চালায়।

১৯৮০ – ইসলামি ইরানের সংসদ মজলিসে শুরার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

১৯৮৫ – তেহরানের জুমআর নামাজের সমাবেশে বিদেশিদের অনুচররা বোমা হামলা চালিয়েছিল।

১৯৯০ – মিখাইল গর্বাচেভ সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৯২ – সোভিয়েত ইউনিয়নের ‘প্রাভদা’ পত্রিকার প্রকাশ বন্ধ হয়ে যায়।

২০০৭ – নন্দীগ্রাম গণহত্যার ঘটনায় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে পুলিশের গুলিচালনায় ১৪ জন গ্রামবাসী নিহত হন।

জন্ম:

১৮৭৯ – আলবার্ট আইনস্টাইন, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থ বিজ্ঞানী।

১৯৬৫ – আমির খান, ভারতীয় হিন্দি চলচ্চিত্রের অভিনেতা।

মৃত্যু:

১৬৮২ – ইয়াকব ভ্যান রাইসডেল, সপ্তদশ শতকের প্রখ্যাত ওলন্দাজ চিত্রশিল্পী।

১৮৮৩ – কার্ল মার্কস, প্রভাবশালী জার্মান সমাজ বিজ্ঞানী ও মার্কসবাদের প্রবক্তা।

১৮৯৯ – হের্মান স্টাইন্‌টল, জার্মান ভাষাতাত্ত্বিক ও দার্শনিক ছিলেন।

১৯৮১ – কেন ব্যারিংটন, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার।

১৯৯৫ – উইলিয়াম আলফ্রেড ফোলার, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।

২০১৮ – বিশ্বখ্যাত পদার্থবিদ স্টিফেন উইলিয়াম হকিং। কোয়ান্টাম বিজ্ঞানের তত্ত্ব কৃষ্ণগহ্বর ও আপেক্ষিকতাবাদের জন্য তিনি জগৎজোড়া কিংবদন্তি বিজ্ঞানীর মর্যাদায় আসীন ছিলেন।

দিবস:

বিশ্ব পাই দিবস,

বিশ্ব ভোক্তা অধিকার দিবস।

ঢাকা/এসএ