১২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ :
১ সেপ্টেম্বর: ইতিহাসের এই দিনে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১০:১৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
- / ১০৩৮৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আজ বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়।
ঘটনাবলি:
১১৭৪ – ইতালীর পিসা শহরে বিখ্যাত পিসার হেলান টাওয়ার নির্মাণ কাজ শুরু হয়।
১৬৪৪ – ফ্রান্সের রাজা চতুর্দশ লুইস ৭২ বছর বয়সে মৃত্যু বরণ করেণ।
১৮৫৩ – উত্তমাশা অন্তরীন থেকে পৃথিবীর প্রথম ত্রিকোণ ডাকটিকিট ইস্যু করা হয়।
১৯০৫ – ব্রিটিশরাজ বঙ্গভঙ্গের নির্দেশ জারি করে।
১৯১৪ – রাশিয়ার সেন্ট. পিটার্সবুর্গের নাম পরিবর্তন করে রাখা হয় পেট্রোগার্ড়।
১৯২৩ – জাপানের টোকিও ও ইয়াকোহামায় ভয়াবহ ভূমিকম্পে দুই লক্ষ লোক নিহত হয়।
১৯২৮ – আলবেনিয়া রাজ্যে পরিণত হয়।
১৯৩৯ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজি জার্মানি পোল্যান্ড আক্রমণ করে, যুদ্ধের সূচনা করে।
১৯৬১ – সাবেক ইউগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে ২৫টি দেশের প্রতিনিধিদের অংশ গ্রহণে জোট নিরপেক্ষ দেশগুলোর প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়।
১৯৬৯ – বাদশাহ ইদ্রিসকে ক্ষমতাচ্যুত করে মুয়াম্মর গাদ্দাফি ক্ষমতায় আসেন।
১৯৭৮ – বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল’ বা বিএনপি প্রতিষ্ঠার ঘোষণা দেন।
১৯৮৫ – ১৯১২ সালে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার।
১৯৯১ – উজবেকিস্তান সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণা করে।
১৯৯২ – জাকার্তায় দশম জোটনিরপেক্ষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
২০০৪ – রাশিয়ায় বেলসান স্কুলে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের অপহরণ করে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জন্ম:
১৮৫৬ – সার্গেই উইনোগার্ডস্কি রুশ অণুজীব বিজ্ঞানী।
১৮৭৭ – নোবেলজয়ী [১৯২২] ইংরেজ রসায়নবিদ ফ্র্যান্সিস অ্যাস্টন।
১৮৮৪ – হেনরি ফোরেল, সুইজারল্যান্ডীয় এন্টোমলজিস্ট।
১৮৯৬ অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ গৌড়ীয় বৈষ্ণব ধর্মগুরু এবং ইসকন তথা আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ, হরেকৃষ্ণ আন্দোলনের প্রতিষ্ঠাতা-আচার্য।
১৮৯৭ – পরিমল গোস্বামী বাঙালি সাহিত্যিকে।
১৯০৮ – আমির ইলাহি, পাকিস্তানি ক্রিকেটার।
১৯১১ – দেবেশ দাশ বাঙালি কথাসাহিত্যিক।
১৯১৪ – মৈত্রেয়ী দেবী সাহিত্য আকাদেমি পুরস্কারপ্রাপ্ত বাঙালি কবি, লেখক ও ঔপন্যাসিক।
১৯১৮ – মুহাম্মদ আতাউল গণি ওসমানী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর সর্বাধিনায়ক।
১৯২০ – রিচার্ড ফার্নসওয়ার্থ, মার্কিন অভিনেতা ও স্টান্ট।
১৯২৪ – শৈলেন মান্না ভারতের পশ্চিমবঙ্গের প্রাক্তন খ্যাতিমান ফুটবল খেলোয়াড়।
১৯৩৫ -ড.সরোজ ঘোষ বাঙালী সংগ্রহালয় সংস্থাপক ও বিজ্ঞানকে জনসাধারণ্যে লোকায়িত করণের অন্যতম ব্যক্তিত্ব। এবং মুস্তফা মনোয়ার, বাংলাদেশি চিত্রশিল্পী।
১৯৩৯ – লিলি টমলিন, মার্কিন অভিনেত্রী, কৌতুকাভিনেত্রী, লেখিকা, গায়িকা ও প্রযোজক।
১৯৬২ – কফিল আহমেদ, বাংলাদেশী কবি, গায়ক এবং চিত্রশিল্পী।
১৯৬৫ – নচিকেতা চক্রবর্তী, ভারতীয় গায়ক, গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক।
১৯৭১ – হাকান শুকুর, তুর্কি ফুটবলার যিনি স্ট্রাইকার অবস্থানে খেলেন।
১৯৯০ – টম ব্লান্ডেল, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার।
মৃত্যু:
১১৫৯ – পোপ চতুর্থ অ্যাড্রেইন
১৫৫৭ – জ্যাকস কার্টিয়ার, ফরাসি অভিযাত্রী। তাকে কানাডার অন্যতম আবিস্কারক মনে করা হয়।
১৫৭৪ – গুরু অমর দাস তৃতীয়।
১৫৮১ – গুরু অমর দাস চতুর্থ।
১৬৪৪ – ফ্রান্সের রাজা চতুর্দশ লুইস।
১৬৪৮ – মারাঁ মের্সেন, ফরাসি ধর্মযাজক, দার্শনিক, গণিতবিদ ও সঙ্গীতজ্ঞ।
১৬৮৭ – হেনরি মুর, ইংরেজ দার্শনিক।
১৭১৫ – চতুর্দশ লুই, ফ্রান্সের রাজা।
১৯০৪ – আলফ্রেড রিচার্ডস, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
১৯৩০ – জীবন ঘোষাল, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
১৯৫০ – ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
১৯৭০ – নোবেলজয়ী [১৯৫২] ফরাসি সাহিত্যিক ফ্রাঁসোয়া মরিয়াক।
১৯৭৫ – প্রখ্যাত কণ্ঠশিল্পী ও সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তী।(জ.১৯০৯)
১৯৮১ – অ্যান হার্ডিং, মার্কিন মঞ্চ, চলচ্চিত্র, বেতার ও টেলিভিশন অভিনেত্রী। (জ. ১৯০২)
১৯৮২ – হার্সেল কুরি মার্কিন গণিতবিদ।
২০০৪ – মুফতি আহমেদ কুফতার, সিরিয়ার গ্রান্ড।
ঢাকা/এনইউ
আরও পড়ুন:
ট্যাগঃ
১ সেপ্টেম্বর: ইতিহাসের এই দিনে AGM all bangla news all share news arthosuchak arthosuchak share newspaper arthosuchak.com bdstock businesshoure24 cse cittagong stock exchange dhaka stock exchange dhaka stock exchange dhaka bangladesh dse dse ipo dse monitor dse news dse news 24 dse news archive dse stock mobi EGM IPO news jugantor.com আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক latest news latest share price by change latest update marekt data today market update of dse orthokotha orthokotha.com prothomalo.com share bazar share biz online sharebarta sharebarta.com sharebazar news sharebazarnews sharebiz sharenews sharenews24.com stock mareket bd up comining ipo অগ্নি সিস্টেমস অনিয়ম অরিয়ন ফার্মা অলিম্পিক ইন্ডাস্ট্রিজ অলেম্পিক এক্সেসরিজ লিমিটেড অ্যাকটিভ ফাইন ক্যামিকালস্ অ্যাডভান্সড ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ অ্যাপেক্স ট্যানারী অ্যাপেক্স স্পিনিং এন্ড নিটিং মিলস্ অ্যাপোলো ইস্পাত আই পি ও আইপিও আবেদন আইপিও লটারি আইপিও লটারি শুরু আগামী সপ্তাহে ডিভিডেন্ড দিবে আজকের খবর আজকের সর্বশেষ সংবাদ আনোয়ার গ্যালভানাইজিং আমরা টেকনোলজিস আমরা নেটওর্য়াকস আমান ফিড আর এ কে সিরামিকস্ (বিডি) আর এন স্পিনিং মিলস্ আরামিট আরামিট সিমেন্ট আর্গন ডেনিমস লিমিটেড ইউনাইটডে পাওয়ার জেনারশেন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ইনটেক ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস্ ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ ইয়াকিন পলিমার ইর্স্টান ক্যাবলস ইসলামী ইন্সুরেন্স বাংলাদেশ ইসলামী ফাইনান্স এন্ড ইনভেস্টমেন্ট ইসলামী ব্যাংক বাংলাদেশ ইস্টার্ন হাউজিং লিমিটেড এইচ. আর. টেক্সটাইলস্ মিলস্ এইচডব্লিউএ ওয়েল টেক্সটাইলস (বিডি) এএফসি এগ্রো বায়োটেক এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বিডি এজিএম/ইজিএম এমজেএল বাংলাদেশ ওয়াটা কেমিক্যালস্ কারসাজি চক্র কাশেম ইন্ডাসট্রিজ কেডিএস এক্সেসরিজ কোম্পানি সংবাদ কোম্পানী সংবাদ কোহিনুর ক্যামিকাল কো. (বিডি) ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারী খাতওয়ারী সংবাদ খান ব্রাদারস পিপি ওভেন ব্যাগ ইন্ডাসট্রিজ খায়রুল খুলনা পাওয়ার কো. খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং গ্রামীনফোন লিমিটেড গ্লোবাল হ্যাভি ক্যামিকালস জাতীয় খবর জাহিন স্পিনিং লিমিটেড জিকিউ বলপনে ইন্ডাস্ট্রিজ জিবিবি পাওয়ার জেনারেশসনস্ নেক্সট ফ্যাশনস্ ডিএসই সংবাদ ডিভিডেন্ড ডিভিডেন্ড ঘোষণার অপেক্ষায় ডেল্টা স্পিনারস লিমিটেড ডোরিন পাওয়ার জেনারেশসনস এন্ড সিস্টেমস্ ড্যাফোডিল কম্পিউটারস্ ড্রাগন সোয়োটার এন্ড স্পিনিং কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কো. তশরিফা ইন্ডাস্ট্রিজ তাকাফুল ইসলামী ইন্সুরেন্স তালিকাভুক্তির অপেক্ষায় তিতাস গ্যাস ট্রান্স. এন্ড ডিস্ট্রি. কো. তুং হাই নিটিং এন্ড ডাইং দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস্ দি ঢাকা ডাইং এন্ড ম্যানুফ্যাকচারিং কো. দূনীতি নাহি আলুমনিয়িাম কম্পোজিট প্যানলে নো ডিভিডেন্ড ন্যাশনাল টি কেম্পানি ন্যাশনাল ফিড মিলস পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স পুঁজিবাজারের সর্বশেষ খবর প্রচ্ছদ প্রথম আলো প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস ফরচুন সুজ ফাইন ফুডস ফার ইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ ফার ক্যামিকাল ইন্ডাস্ট্রিজ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ফু-ওয়াং ফুডস্ ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি ফ্যামিলি টেক্স (বিডি) বঙ্গজ বাজার প্রতিদিন বাটা শু কোম্পানী (বিডি) বার্জার পেইন্টস্ বাংলাদেশ বাংলাদেশ ল্যাম্পস বাংলাদেশ সাবমেরিন কেবল কো. লি. বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি চেয়ারম্যান বিডি ওয়েলন্ডিং ইলেকট্রোডস বিডি থাই অ্যালুমিনিয়াম বিডিকম অনলাইন বিনিয়োগকারী বিনিয়োগকারীর কথা বিনিয়োগকারীরা অর্থ আত্মসাৎ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস্ বেক্সিমকো সিনথেটিক্স লি: বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকস মার্ক বাংলাদেশ শেয়ার কেলেঙ্কারী মামলায় ২ জনের সাক্ষ্যগ্রহণ মালেক স্পিনিং মিলস্ মিথুন নিটিং এন্ড ডাইং এন্ড (সিইপিজেড) মুন্নু সিরামিক মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস্ ম্যারিকো বাংলাদেশ রতনপুর স্টিল রি-রোলিং মিলস্ রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস রাজনীতি রেকিট বেনকিজার (বিডি) লাফার্জ হোলসমি সিমেন্ট লিন্ডে বাংলাদেশ লিবরা ইনফিউশনস লেনদেন তথ্য লেনদেন শুরু হবে শমরিতা হস্পিটাল লিমিটেড শাইনপুকুর সিরামিকস্ শাকিল রিজভী শাহজালাল ইসলামী ব্যাংক বাংলাদেশ শাহজিবাজার পাওয়ার শুরিদ ইন্ডাসট্রিজ শেয়ার মার্কেট সমতা লেদার কমপ্লেক্স সাইহাম টেক্সটাইলস্ মিলস সাক্ষাৎকার সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড সামিট পাওয়ার সি এন্ড এ টেক্সটাইলস লি: সিএসই সংবাদ সিঙ্গার বাংলাদেশ সিনোবংলা ইন্ডাস্ট্রিজ সিভিও পেট্রোক্যামিকাল রিফাইনারী সিমটেক্স ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস্ স্কয়ার টেক্সটাইলস্ স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ স্ট্যান্ডার্ড সিরামিকস্ ইন্ডাস্ট্রিজ স্যালভো ক্যামিকাল ইন্ডাস্ট্রিজ স্যোশাল ইসলামী ব্যাংক হল্টেড হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ হাক্কানী পাল্প এন্ড পেপার মিলস্