০৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

২০২৩ বিশ্বকাপে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করতে চান তামিম

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
  • / ১০৪২৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট তার হামাগুড়ি দেওয়া দিনটাকে পার করে ফেলেছে সেই কবেই। হোক ঘরের মাটিতে, তবু র‍্যাঙ্কিংয়ের উঁচু সারির দলগুলোকে এখন লাল সবুজের প্রতিনিধিরা হারাচ্ছে অনেকটা বলে কয়েই। কিন্তু আইসিসি ইভেন্টে শিরোপাটা যেন রয়ে গেছে অধরাই। সেই অধরা শিরোপাটাই দলকে এনে দিতে চান বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। 

শিরোপা তো অধরাই, বাংলাদেশ তো কোনো ফাইনালেই এখন পর্যন্ত খেলতে পারেনি। সর্বোচ্চ সাফল্যটাও সেমিফাইনাল, সেটা এসেছে ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আর ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ সাফল্যটা ২০১৫ এর কোয়ার্টার ফাইনাল, টি-টোয়েন্টির বিশ্বআসরে সেই সাফল্যটা ২০০৭ বিশ্বকাপে সুপার এইটে খেলার। এই ধারাটাই ভাঙতে চান তামিম। জানালেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে যদি তিনি অধিনায়ক থাকেন, তাহলে তার দল যাবে চ্যাম্পিয়ন হওয়ার ঘোষণা দিয়েই। 

সম্প্রতি রাসেল আরনল্ডের এক ফেসবুক লাইভে তিনি এ কথা জানালেন। বললেন, ‘ওয়ানডে দলকে আমি নেতৃত্ব দিচ্ছি। আমি, সাকিব, মুশফিক এবং অবশ্যই মাহমুদউল্লাহ, আমরা অনেক বছর ধরে খেলছি বাংলাদেশের হয়ে। তবে এখনও আমাদের ক্রিকেটে আমরা বড় কিছু অর্জন করতে পারিনি। ম্যাচ-সিরিজ জিতছি বটে, কিন্তু আইসিসি ইভেন্টে বড় কিছু জিততে পারিনি এখনো।’  

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব 

সেই আক্ষেপ ঘোচানোর জন্য ২০২৩ বিশ্বকাপকেই পাখির চোখ করছেন তামিম। করবেনই না কেন? সে সময়ে অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশেলটা যে জমে যাওয়ার কথা ভালোভাবেই। দেশসেরা এই ওপেনারের কথা, ‘আমি মনে করি, ২০২৩ বিশ্বকাপে আমাদের দারুণ সুযোগ আছে। আমরা আমাদের ক্যারিয়ারের প্রায় শেষ দিকে। তিন-চার-পাঁচ বছর আছে আমাদের। আমরা এমন কিছু করে ক্যারিয়ার শেষ করতে চাই যা বাংলাদেশ সবসময় মনে রাখবে। আমাদের চারজনের অভিজ্ঞতা, পাশাপাশি তরুণ যে ক্রিকেটাররা আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের অবশ্যই ভালো সুযোগ আছে।’

বিশ্বক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসরে বাংলাদেশ যতবারই গিয়েছে, ভালো খেলা, কিংবা বড়জোর সেমিফাইনালের লক্ষ্য নিয়ে গিয়েছে বাংলাদেশ। কখনো শিরোপার শপথ ঝরে পড়েনি কোনো অধিনায়কের কণ্ঠে। জাতীয় দলের ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক তামিম। বড় কোনো পরিবর্তন না এলে হয়তো ২০২৩ বিশ্বকাপেও দলকে নেতৃত্ব দেবেন তিনিই। সেটা যদি হয়েই যায়, তাহলে তামিম জানালেন, বিশ্বকাপে তিনি যাবেন শিরোপা জেতার ঘোষণা দিয়েই। 

সেই লাইভ অনুষ্ঠানে তামিম বললেন, ‘এর আগে প্রতিটি বিশ্বকাপেই আমরা যখন গিয়েছি, বিভিন্ন অধিনায়করা বলেছেন যে ‘আমরা ভালো করতে চাই বা সেমি-ফাইনাল খেলতে চাই কিংবা হারাতে চাই’, এমন সব কথা। তবে ২০২৩ বিশ্বকাপে যদি আমিই দলকে নেতৃত্ব দেই, এই ঘোষণা দিয়ে বিশ্বকাপে যেতে চাই যে, শিরোপা জিততে এসেছি। নেহায়েত খেলতে বা লড়াই করতে নয়, আমি চাইব শিরোপা জিততে। আপাতত এটাই ভাবছি আমি।’

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

সর্বোচ্চ দামেও মিলছে না তিন কোম্পানির শেয়ার

মহেশখালীতে নির্বাচনী সহিংসতায় নিহত ২

পুঁজিবাজার স্থিতিশীলতা তহবিলে আরও ১শ’ কোটি টাকা

কাল স্পট মার্কেটে যাচ্ছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স

চার সিকিউরিটিজ হাউজকে বিএসইসির সতর্কবার্তা

ট্যাগঃ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

২০২৩ বিশ্বকাপে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করতে চান তামিম

আপডেট: ০১:০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট তার হামাগুড়ি দেওয়া দিনটাকে পার করে ফেলেছে সেই কবেই। হোক ঘরের মাটিতে, তবু র‍্যাঙ্কিংয়ের উঁচু সারির দলগুলোকে এখন লাল সবুজের প্রতিনিধিরা হারাচ্ছে অনেকটা বলে কয়েই। কিন্তু আইসিসি ইভেন্টে শিরোপাটা যেন রয়ে গেছে অধরাই। সেই অধরা শিরোপাটাই দলকে এনে দিতে চান বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। 

শিরোপা তো অধরাই, বাংলাদেশ তো কোনো ফাইনালেই এখন পর্যন্ত খেলতে পারেনি। সর্বোচ্চ সাফল্যটাও সেমিফাইনাল, সেটা এসেছে ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আর ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ সাফল্যটা ২০১৫ এর কোয়ার্টার ফাইনাল, টি-টোয়েন্টির বিশ্বআসরে সেই সাফল্যটা ২০০৭ বিশ্বকাপে সুপার এইটে খেলার। এই ধারাটাই ভাঙতে চান তামিম। জানালেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে যদি তিনি অধিনায়ক থাকেন, তাহলে তার দল যাবে চ্যাম্পিয়ন হওয়ার ঘোষণা দিয়েই। 

সম্প্রতি রাসেল আরনল্ডের এক ফেসবুক লাইভে তিনি এ কথা জানালেন। বললেন, ‘ওয়ানডে দলকে আমি নেতৃত্ব দিচ্ছি। আমি, সাকিব, মুশফিক এবং অবশ্যই মাহমুদউল্লাহ, আমরা অনেক বছর ধরে খেলছি বাংলাদেশের হয়ে। তবে এখনও আমাদের ক্রিকেটে আমরা বড় কিছু অর্জন করতে পারিনি। ম্যাচ-সিরিজ জিতছি বটে, কিন্তু আইসিসি ইভেন্টে বড় কিছু জিততে পারিনি এখনো।’  

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব 

সেই আক্ষেপ ঘোচানোর জন্য ২০২৩ বিশ্বকাপকেই পাখির চোখ করছেন তামিম। করবেনই না কেন? সে সময়ে অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশেলটা যে জমে যাওয়ার কথা ভালোভাবেই। দেশসেরা এই ওপেনারের কথা, ‘আমি মনে করি, ২০২৩ বিশ্বকাপে আমাদের দারুণ সুযোগ আছে। আমরা আমাদের ক্যারিয়ারের প্রায় শেষ দিকে। তিন-চার-পাঁচ বছর আছে আমাদের। আমরা এমন কিছু করে ক্যারিয়ার শেষ করতে চাই যা বাংলাদেশ সবসময় মনে রাখবে। আমাদের চারজনের অভিজ্ঞতা, পাশাপাশি তরুণ যে ক্রিকেটাররা আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের অবশ্যই ভালো সুযোগ আছে।’

বিশ্বক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসরে বাংলাদেশ যতবারই গিয়েছে, ভালো খেলা, কিংবা বড়জোর সেমিফাইনালের লক্ষ্য নিয়ে গিয়েছে বাংলাদেশ। কখনো শিরোপার শপথ ঝরে পড়েনি কোনো অধিনায়কের কণ্ঠে। জাতীয় দলের ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক তামিম। বড় কোনো পরিবর্তন না এলে হয়তো ২০২৩ বিশ্বকাপেও দলকে নেতৃত্ব দেবেন তিনিই। সেটা যদি হয়েই যায়, তাহলে তামিম জানালেন, বিশ্বকাপে তিনি যাবেন শিরোপা জেতার ঘোষণা দিয়েই। 

সেই লাইভ অনুষ্ঠানে তামিম বললেন, ‘এর আগে প্রতিটি বিশ্বকাপেই আমরা যখন গিয়েছি, বিভিন্ন অধিনায়করা বলেছেন যে ‘আমরা ভালো করতে চাই বা সেমি-ফাইনাল খেলতে চাই কিংবা হারাতে চাই’, এমন সব কথা। তবে ২০২৩ বিশ্বকাপে যদি আমিই দলকে নেতৃত্ব দেই, এই ঘোষণা দিয়ে বিশ্বকাপে যেতে চাই যে, শিরোপা জিততে এসেছি। নেহায়েত খেলতে বা লড়াই করতে নয়, আমি চাইব শিরোপা জিততে। আপাতত এটাই ভাবছি আমি।’

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

সর্বোচ্চ দামেও মিলছে না তিন কোম্পানির শেয়ার

মহেশখালীতে নির্বাচনী সহিংসতায় নিহত ২

পুঁজিবাজার স্থিতিশীলতা তহবিলে আরও ১শ’ কোটি টাকা

কাল স্পট মার্কেটে যাচ্ছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স

চার সিকিউরিটিজ হাউজকে বিএসইসির সতর্কবার্তা