০৪:১১ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪

২৩ আগস্ট: ইতিহাসে এই দিনে যা ঘটেছিল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৯:৫১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
  • / ১০২৬৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: আজ সোমবার, ২৩ আগস্ট ২০২১। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়।

ঘটনাবলি:
১৩২৮ –  ফ্রান্সের রাজা ষষ্ঠ ফিলিপ সিংহাসনে অভিষিক্ত হন।

১৬১৭ –  লন্ডনে প্রথম ওয়ানওয়ে রাস্তা চালু হয়।

১৭৯৯ –  নেপোলিয়ন মিসর ত্যাগ করে ফ্রান্সের উদ্দেশে যাত্রা করেন।
১৮২১ –  মেক্সিকো স্বাধীনতা ঘোষণা করে।
১৮২৫ –  বেঙ্গল চেম্বার অব কমার্স প্রতিষ্ঠিত হয়।

১৮৩৩ –  ব্রিটেন তার উপনিবেশগুলোতে ক্রীতদাস প্রথা বাতিল করে। ফলে ৭০ লাখ ক্রীতদাস মুক্ত হয়।
১৮৩৯ –  ব্রিটেন চীনের কাছ থেকে হংকং দখল করে নেয়।
১৮৬৬ –  প্রুশিয়া এবং অষ্ট্রিয়ার মধ্যে ঐতিহাসিক প্রাগ চুক্তি স্বাক্ষরিত হয়।
১৮৭৫ –  বাংলার প্রথম অভিনেত্রী-নাট্যকার গোলাপের (সুকুমারী দত্ত) সাহায্যার্থে তার রচিত ‘অপূর্ব সতি’ মঞ্চস্থ হয়। এটিই বাংলার প্রথম ফিল্মি-সহায়তা অভিনয় রজনী।
১৯১৪ –  জাপান জার্মানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯২১ –  প্রথম ফয়সল ইরাকের বাদশা পদে অভিষিক্ত হন ।
১৯২৫ –  বেঙ্গল চেম্বার অব কমার্স প্রতিষ্ঠিত হয়।
১৯৩৯ –  হিটলারের নেতৃত্বে জার্মানি এবং স্টালিনের নেতৃত্বে রাশিয়ার মধ্যে যুদ্ধ বিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৪২ –  স্তালিনগ্রাদের ঐতিহাসিক যুদ্ধ শুরু হয়।
১৯৪৪ –  রুমানিয়ার সামরিক শাসক উৎখাত।
১৯৬২ –  বাংলাদেশে প্রথম প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া যায়।
১৯৮৬ –  পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের জন্য মস্কো ওয়াশিংটন চুক্তি স্বাক্ষরিত হয়
১৯৯১ –  রুশ প্রজাতন্ত্রে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করেন।
১৯৯১ –  সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রাসাদ ষড়যন্ত্র ব্যর্থ হয় এবং গর্বাচেভ পুনরায় ক্ষমতা ফিরে পান।
 
জন্ম:
১৭৪০ –  রুশ সম্রাট ষষ্ঠ আইভানের জন্ম।
১৭৭০ –  দার্শনিক হেগেলের জন্ম।
১৭৭৩ –  জার্মান দার্শনিক জ্যাকব এফ ফ্রাইসের জন্ম।
১৮৯৮ –  কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম।
১৯০৮ –  রুশ-ফরাসি নাট্যকার আর্থার আদমভের জন্ম।
১৯৭৮ –  প্রখ্যাত মার্কিন বাস্কেটবল খেলোয়াড় কোবি ব্রায়ান্ট জন্মগ্রহণ করেন।
মৃত্যু:
৬৩৪ –  ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক (রা.) ইন্তেকাল করেন।
১৮০৬ –  ফরাসি পদার্থবিজ্ঞানী চার্লস অগাস্টিন কুলম্ব মৃত্যুবরণ করেন।
১৯২৩ –  ইংরেজ কম্পিউটার বিজ্ঞানী এডগার কড জন্মগ্রহণ করেন।
১৯৩১ –  নোবেলজয়ী (১৯৭৮) মার্কিন অণুজীববিজ্ঞানী হ্যামিলটন ও থানেল স্মিথের জন্ম।
১৯৭৫ –  বাঙালি সাংবাদিক এবং সাহিত্যিক অমল হোম মৃত্যুবরণ করেন।
১৯৮৭ –  কবি, সাংবাদিক সমর সেনের মৃত্যু।
ঢাকা/এনইউ
আরও পড়ুন:
ট্যাগঃ

শেয়ার করুন

x

২৩ আগস্ট: ইতিহাসে এই দিনে যা ঘটেছিল

আপডেট: ০৯:৫১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: আজ সোমবার, ২৩ আগস্ট ২০২১। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়।

ঘটনাবলি:
১৩২৮ –  ফ্রান্সের রাজা ষষ্ঠ ফিলিপ সিংহাসনে অভিষিক্ত হন।

১৬১৭ –  লন্ডনে প্রথম ওয়ানওয়ে রাস্তা চালু হয়।

১৭৯৯ –  নেপোলিয়ন মিসর ত্যাগ করে ফ্রান্সের উদ্দেশে যাত্রা করেন।
১৮২১ –  মেক্সিকো স্বাধীনতা ঘোষণা করে।
১৮২৫ –  বেঙ্গল চেম্বার অব কমার্স প্রতিষ্ঠিত হয়।

১৮৩৩ –  ব্রিটেন তার উপনিবেশগুলোতে ক্রীতদাস প্রথা বাতিল করে। ফলে ৭০ লাখ ক্রীতদাস মুক্ত হয়।
১৮৩৯ –  ব্রিটেন চীনের কাছ থেকে হংকং দখল করে নেয়।
১৮৬৬ –  প্রুশিয়া এবং অষ্ট্রিয়ার মধ্যে ঐতিহাসিক প্রাগ চুক্তি স্বাক্ষরিত হয়।
১৮৭৫ –  বাংলার প্রথম অভিনেত্রী-নাট্যকার গোলাপের (সুকুমারী দত্ত) সাহায্যার্থে তার রচিত ‘অপূর্ব সতি’ মঞ্চস্থ হয়। এটিই বাংলার প্রথম ফিল্মি-সহায়তা অভিনয় রজনী।
১৯১৪ –  জাপান জার্মানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯২১ –  প্রথম ফয়সল ইরাকের বাদশা পদে অভিষিক্ত হন ।
১৯২৫ –  বেঙ্গল চেম্বার অব কমার্স প্রতিষ্ঠিত হয়।
১৯৩৯ –  হিটলারের নেতৃত্বে জার্মানি এবং স্টালিনের নেতৃত্বে রাশিয়ার মধ্যে যুদ্ধ বিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৪২ –  স্তালিনগ্রাদের ঐতিহাসিক যুদ্ধ শুরু হয়।
১৯৪৪ –  রুমানিয়ার সামরিক শাসক উৎখাত।
১৯৬২ –  বাংলাদেশে প্রথম প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া যায়।
১৯৮৬ –  পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের জন্য মস্কো ওয়াশিংটন চুক্তি স্বাক্ষরিত হয়
১৯৯১ –  রুশ প্রজাতন্ত্রে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করেন।
১৯৯১ –  সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রাসাদ ষড়যন্ত্র ব্যর্থ হয় এবং গর্বাচেভ পুনরায় ক্ষমতা ফিরে পান।
 
জন্ম:
১৭৪০ –  রুশ সম্রাট ষষ্ঠ আইভানের জন্ম।
১৭৭০ –  দার্শনিক হেগেলের জন্ম।
১৭৭৩ –  জার্মান দার্শনিক জ্যাকব এফ ফ্রাইসের জন্ম।
১৮৯৮ –  কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম।
১৯০৮ –  রুশ-ফরাসি নাট্যকার আর্থার আদমভের জন্ম।
১৯৭৮ –  প্রখ্যাত মার্কিন বাস্কেটবল খেলোয়াড় কোবি ব্রায়ান্ট জন্মগ্রহণ করেন।
মৃত্যু:
৬৩৪ –  ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক (রা.) ইন্তেকাল করেন।
১৮০৬ –  ফরাসি পদার্থবিজ্ঞানী চার্লস অগাস্টিন কুলম্ব মৃত্যুবরণ করেন।
১৯২৩ –  ইংরেজ কম্পিউটার বিজ্ঞানী এডগার কড জন্মগ্রহণ করেন।
১৯৩১ –  নোবেলজয়ী (১৯৭৮) মার্কিন অণুজীববিজ্ঞানী হ্যামিলটন ও থানেল স্মিথের জন্ম।
১৯৭৫ –  বাঙালি সাংবাদিক এবং সাহিত্যিক অমল হোম মৃত্যুবরণ করেন।
১৯৮৭ –  কবি, সাংবাদিক সমর সেনের মৃত্যু।
ঢাকা/এনইউ
আরও পড়ুন: