আবারও হলিউডে দেখা যাবে দীপিকাকে?
- আপডেট: ০৪:২১:৪৫ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
- / ১০২৪৬ বার দেখা হয়েছে
বলিউডের অন্যতম সেরা অভিনেত্রীদের মধ্যে বর্তমানে প্রথমেই যাদের নাম উঠে আসে তারমধ্যে অন্যতম দীপিকা পাডুকোন। বিভিন্ন রকমের চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন।
শুধু বলিউড নয়, হলিউডেও ভিন ডিজেলের বিপরীতে অভিনয় করেছেন। এদিকে আবারও হলিউডে নতুন সিনেমায় কাজ করতে চলেছেন বলে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানা গেছে।
এই সম্ভাব্য সহযোগিতা ভক্ত এবং শিল্প জগতের মানুষদের মধ্যে আগ্রহের সঞ্চার করেছে। যদিও সিনেমা সম্পর্কে বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে, যে আন্তর্জাতিক তারকার সঙ্গে এবার জুটি বাধতে চলেছেন তা বেশ প্রশংসিত হবে বলে আশা করা যাচ্ছে।
আরও পড়ুন: গায়ের রঙ নিয়ে কটাক্ষ করতেন বন্ধুরা, কেঁদে ফেলেন প্রিয়াঙ্কা
দীপিকার আন্তর্জাতিক উদ্যোগগুলো সর্বদা দর্শকদের আকর্ষণ করেছে, তার বহুমুখীতা এবং প্রতিভা প্রদর্শন করেছে। নতুন সিনেমাতে কাজ করা নিয়ে ভারতীয় এবং বিশ্বব্যাপী সিনেমার একজন প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে অভিনেত্রীর অবস্থানকে আরো জোরদার করে।
অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরা প্রযোজনা সংস্থা ও সিনেমার বিষয়ে জানার জন্য অপেক্ষা করছেন। পাশাপাশি এ সিনেমা সম্পর্কে প্রত্যাশা করছেন যে, বরাবরের মতো এবারও দর্শক ও ভক্ত-অনুরাগীদের ভালো কিছু উপহার দিতে চলেছেন।
ঢাকা/এসএইচ