০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ নারায়নগঞ্জ পুলিশ সুপারের

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:১১:৪০ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১
  • / ৪১৫৯ বার দেখা হয়েছে

‘সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নারায়ণগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলমের বরাত দিয়ে হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। এ ঘটনায় সোমবার দুপুরে এক বিবৃতি দিয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানিয়েছেন, প্রকৃতপক্ষে তিনি এ ধরনের কোনো বিবৃতি প্রদান করেননি। সংশ্লিষ্ট সকলকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি।’

সোমবার (৫ এপ্রিল) দুপুরে এই বিবৃতি নারায়ণগঞ্জ জেলা পুলিশের ফেসবুক পেজে পোস্ট করে প্রতিবাদ জানানো হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কে বা কারা এসব বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা তাদের চিহ্নিত করার চেষ্টা করছি। সাধারণ মানুষকে এ রকম বিভ্রান্তিকর তথ্য যাচাই না করে মন্তব্য বা শেয়ার করা থেকে বিরত থাকার অনুরোধ করছি।

প্রসঙ্গত, রোববার (৪ এপ্রিল) রাত থেকে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জায়েদুল আলমের নাম দিয়ে একটি মিথ্যা বিবৃতি ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

বিজনেসজার্নাল/এসএ

শেয়ার করুন

x
English Version

অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ নারায়নগঞ্জ পুলিশ সুপারের

আপডেট: ০৬:১১:৪০ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১

‘সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নারায়ণগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলমের বরাত দিয়ে হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। এ ঘটনায় সোমবার দুপুরে এক বিবৃতি দিয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানিয়েছেন, প্রকৃতপক্ষে তিনি এ ধরনের কোনো বিবৃতি প্রদান করেননি। সংশ্লিষ্ট সকলকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি।’

সোমবার (৫ এপ্রিল) দুপুরে এই বিবৃতি নারায়ণগঞ্জ জেলা পুলিশের ফেসবুক পেজে পোস্ট করে প্রতিবাদ জানানো হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কে বা কারা এসব বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা তাদের চিহ্নিত করার চেষ্টা করছি। সাধারণ মানুষকে এ রকম বিভ্রান্তিকর তথ্য যাচাই না করে মন্তব্য বা শেয়ার করা থেকে বিরত থাকার অনুরোধ করছি।

প্রসঙ্গত, রোববার (৪ এপ্রিল) রাত থেকে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জায়েদুল আলমের নাম দিয়ে একটি মিথ্যা বিবৃতি ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

বিজনেসজার্নাল/এসএ