০৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

আরও সতর্ক থাকা উচিত ছিল: ওবায়দুল কাদের

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:১৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
  • / ৪১২৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্ধকারের শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে দাবি করে সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া সাম্প্রদায়িক ঘটনা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা ভাবতে পারিনি এ রকম ঘটনা ঘটবে। আমাদের আরও বেশি সতর্ক থাকা উচিত ছিল।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুর্গাপূজায় সাম্প্রদায়িক হামলার কথা ভাবতেই পারেনি সরকার। আরও সতর্ক থাকা উচিত ছিল। রবিবার সকালে রাজধানীর ল্যাবরেটরি স্কুলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন তিনি। এসময় তিনি অভিযোগ করেন, সাম্প্রদায়িক শক্তির মূলে আছে বিএনপি। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, ‘৭৫ পরবর্তী পরাজিতরা আজ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা চালাচ্ছে। তাদের ষড়যন্ত্র সফল হবে না।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আলোচনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম বলেন, আজকে যারা বাংলাদেশে বারবার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে তাদের ক্ষমা করা হবে না। বিএনপি-জামায়াত অশুভ শক্তি নিজেরাই মন্দিরে কোরআন রেখে ফেসবুকে লাইভ করে ছড়িয়ে দিয়েছে। তারা লন্ডন থেকে ষড়যন্ত্র করছে। সবাইকে সাথে নিয়ে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, অতি স্বল্প সময়ের মধ্যেই হামলাকারীদের চিহ্নিত করে শাস্তি দেয়া হবে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, রাসেলকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের সম্ভাবনাকে নষ্ট করার ষড়যন্ত্র করা হয়েছিল। যে জাতি, যে দেশ স্বপ্ন দেখতে ভুলে গিয়েছিল সেই দেশকে শেখ হাসিনা স্বপ্ন দেখতে শিখিয়েছে। সাম্প্রদায়িক শক্তি ব্যর্থ হবে। তারা তলানিতে চলে যাবে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সফল হবে।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

x
English Version

আরও সতর্ক থাকা উচিত ছিল: ওবায়দুল কাদের

আপডেট: ০৪:১৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্ধকারের শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে দাবি করে সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া সাম্প্রদায়িক ঘটনা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা ভাবতে পারিনি এ রকম ঘটনা ঘটবে। আমাদের আরও বেশি সতর্ক থাকা উচিত ছিল।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুর্গাপূজায় সাম্প্রদায়িক হামলার কথা ভাবতেই পারেনি সরকার। আরও সতর্ক থাকা উচিত ছিল। রবিবার সকালে রাজধানীর ল্যাবরেটরি স্কুলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন তিনি। এসময় তিনি অভিযোগ করেন, সাম্প্রদায়িক শক্তির মূলে আছে বিএনপি। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, ‘৭৫ পরবর্তী পরাজিতরা আজ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা চালাচ্ছে। তাদের ষড়যন্ত্র সফল হবে না।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আলোচনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম বলেন, আজকে যারা বাংলাদেশে বারবার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে তাদের ক্ষমা করা হবে না। বিএনপি-জামায়াত অশুভ শক্তি নিজেরাই মন্দিরে কোরআন রেখে ফেসবুকে লাইভ করে ছড়িয়ে দিয়েছে। তারা লন্ডন থেকে ষড়যন্ত্র করছে। সবাইকে সাথে নিয়ে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, অতি স্বল্প সময়ের মধ্যেই হামলাকারীদের চিহ্নিত করে শাস্তি দেয়া হবে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, রাসেলকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের সম্ভাবনাকে নষ্ট করার ষড়যন্ত্র করা হয়েছিল। যে জাতি, যে দেশ স্বপ্ন দেখতে ভুলে গিয়েছিল সেই দেশকে শেখ হাসিনা স্বপ্ন দেখতে শিখিয়েছে। সাম্প্রদায়িক শক্তি ব্যর্থ হবে। তারা তলানিতে চলে যাবে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সফল হবে।

ঢাকা/এমটি