০৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

আর্থিক হিসাব মান লঙ্ঘন করেছে ঢাকা ডায়িং

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৯:৪৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
  • / ৪১৮০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিংয়ের আর্থিক হিসাব নিয়ে আপত্তি উঠেছে। কোম্পানির ২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০১৯-২০ হিসাব বছরের আর্থিক হিসাব বিবরণী নিরীক্ষায় এ আপত্তি জানিয়েছে সংশ্লিষ্ট নিরীক্ষক। আজ মঙ্গলবার (১৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আপত্তি হিসেবে নিরীক্ষক জানিয়েছে, ঢাকা ডাইং কর্তৃপক্ষ ২০১০ সাল স্থায়ী সম্পদ পুন:মূল্যায়ন করে। কিন্তু আন্তর্জাতিক হিসাব মান (আইএএস)-১৬ অনুযায়ী স্থায়ী সম্পদের হিসাব বহির দর ও বাজার দরের মধ্যে যখন উল্লেখযোগ্য পার্থক্য বা ব্যবধান হয়, তখন পুন:মূল্যায়ন (রিভ্যালুয়েশন) করতে হয়। কিন্তু ঢাকা ডাইংয়ের এ জাতীয় পার্থক্য হওয়া সত্ত্বেও সম্পদ পুন:মূল্যায়ন করা হয়নি।

এছাড়া কোম্পানিতেই স্থায়ী সম্পদের রেজিস্ট্রার ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয়নি বলেও জানিয়েছে নিরীক্ষক।

ঢাকা/এসআর

শেয়ার করুন

x
English Version

আর্থিক হিসাব মান লঙ্ঘন করেছে ঢাকা ডায়িং

আপডেট: ০৯:৪৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিংয়ের আর্থিক হিসাব নিয়ে আপত্তি উঠেছে। কোম্পানির ২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০১৯-২০ হিসাব বছরের আর্থিক হিসাব বিবরণী নিরীক্ষায় এ আপত্তি জানিয়েছে সংশ্লিষ্ট নিরীক্ষক। আজ মঙ্গলবার (১৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আপত্তি হিসেবে নিরীক্ষক জানিয়েছে, ঢাকা ডাইং কর্তৃপক্ষ ২০১০ সাল স্থায়ী সম্পদ পুন:মূল্যায়ন করে। কিন্তু আন্তর্জাতিক হিসাব মান (আইএএস)-১৬ অনুযায়ী স্থায়ী সম্পদের হিসাব বহির দর ও বাজার দরের মধ্যে যখন উল্লেখযোগ্য পার্থক্য বা ব্যবধান হয়, তখন পুন:মূল্যায়ন (রিভ্যালুয়েশন) করতে হয়। কিন্তু ঢাকা ডাইংয়ের এ জাতীয় পার্থক্য হওয়া সত্ত্বেও সম্পদ পুন:মূল্যায়ন করা হয়নি।

এছাড়া কোম্পানিতেই স্থায়ী সম্পদের রেজিস্ট্রার ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয়নি বলেও জানিয়েছে নিরীক্ষক।

ঢাকা/এসআর