০৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

আয়কর দেওয়া যাবে পাঁচ ধরনের রিটার্ন ফরমে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:১৭:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
  • / ৪১৩১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: একজন করদাতার বার্ষিক আয়, ব্যয় ও সম্পদের তথ্য নির্ধারিত ফরমে উপস্থাপন করার মাধ্যম হচ্ছে আয়কর রিটার্ন। আয়কর আইন অনুযায়ী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্ধারিত ফরমে আয়কর রিটার্ন দাখিল করতে হয়।

এনবিআরের ২০২১-২০২২ অর্থবছরের আয়কর নির্দেশিকা অনুসারে, মোট ২২ কারণে আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। একজন করদাতার আয়ের খাত, আয়ের পরিমাণ এবং সম্পদের পরিমাণ বিবেচনায় এনবিআর পাঁচ ধরনের আয়কর রিটার্ন চালু করেছে।

সবগুলো যেহেতু সবার জন্য প্রযোজ্য নয়, তাই একজন করদাতা আয়ের খাত, আয়ের পরিমাণ এবং সম্পদের পরিমাণের ওপর নির্ভর করে ঠিক করবেন তার জন্য কোন আয়কর রিটার্ন ফরম প্রযোজ্য। রিটার্ন ফরমগুলো হলো-

এক পাতার আয়কর রিটার্ন ফরম

যেকোনো পেশার ব্যক্তি করদাতা যার বার্ষিক আয় চার লাখ টাকার কম এবং মোট সম্পদ ৪০ লাখ টাকার নিচে তার জন্য এক পাতার আয়কর রিটার্ন ফরম প্রযোজ্য। তবে যার নামে মোটর গাড়ি আছে অথবা সিটি করপোরেশন এলাকায় বাড়ি কিংবা অ্যাপার্টমেন্ট আছে, তিনি এটি ব্যাবহার করতে পারবেন না।

চাকরিজীবীদের জন্য আয়কর রিটার্ন ফরম

এ আয়কর রিটার্ন ফরমটি শুধুমাত্র চাকরিজীবী করদাতার জন্য প্রযোজ্য। করদাতার আয়ের পরিমাণ যাই হোক না কেন, শুধুমাত্র বেতন খাতের আয় রয়েছে এমন ব্যক্তিই এটি ব্যবহার করতে পারবেন।

ব্যবসায়ী ও পেশাজীবীর জন্য আয়কর রিটার্ন ফরম

ব্যবসায়ী ও পেশাজীবীর জন্য প্রযোজ্য আয়কর রিটার্ন ফরম সেই সব ব্যবসায়ী কিংবা পেশাজীবীরা ব্যবহার করবেন, যাদের বার্ষিক আয় তিন লাখ টাকার বেশি নয়।

ব্যক্তি করদাতার জন্য আয়কর রিটার্ন ফরম

ব্যক্তি করদাতার জন্য ব্যবহারযোগ্য দুই ধরনের আয়কর রিটার্ন ফরম রয়েছে। যা পুরাতন ও নতুন রিটার্ন ফরম নামে পরিচিত।

পুরাতন আয়কর রিটার্ন ফরম- আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য এ ফরমটি (IT – 11GA) এখন পুরাতন রিটার্ন ফরম নামেই পরিচিত। যেকোনো পেশার ব্যক্তি করদাতা এখনও এ ফরমটি ব্যবহার করতে পারেন।

পুরাতন আয়কর রিটার্ন ফরম- ২০১৬ সালে ব্যক্তি করদাতার জন্য নতুন একটি আয়কর রিটার্ন ফরম চালু করে এনবিআর। যা নতুন আয়কর রিটার্ন ফরম (T – 11GA2016) নামে পরিচিত। যেকোনো পেশার ব্যক্তি করদাতার জন্য ২০১৬ সাল থেকে চালু হওয়া এ রিটার্ন ফরমটিকে সবচেয়ে আদর্শ রিটার্ন ফরম হিসেবে বিবেচনা করা হয়।

একজন ব্যক্তি করদাতা তার আয়, আয়ের খাত এবং সম্পদের পরিমাণ বিবেচনায় ফরমগুলো ব্যবহার করতে পারেন। তবে কোনো করদাতা তার আয়কর রিটার্নে পর্যাপ্ত তথ্য ও তথ্যর ধারাবাহিকতা বজায় রাখতে চাইলে ৪ ও ৫ নম্বর আয়কর রিটার্ন ফরম ব্যবহার করা শ্রেয় বলে মনে করে এনবিআর।

কোনো ব্যক্তি করদাতার আয় যদি বছরে তিন লাখ টাকার বেশি হয়; তৃতীয় লিঙ্গের ব্যক্তি, নারী ও ৬৫ বছর বা তার বেশি বয়সের করদাতার আয় যদি বছরে সাড়ে তিন লাখ টাকার বেশি হয়, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার আয় যদি বছরে চার লাখ ৭৫ হাজার টাকার বেশি হয় এবং প্রতিবন্ধী করদাতার আয় সাড়ে চার লাখ টাকার বেশি হলে রিটার্ন দাখিল বাধ্যতামূলক। এছাড়া আরও অনেক কারণে ব্যক্তিকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হয়।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

x
English Version

আয়কর দেওয়া যাবে পাঁচ ধরনের রিটার্ন ফরমে

আপডেট: ০১:১৭:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: একজন করদাতার বার্ষিক আয়, ব্যয় ও সম্পদের তথ্য নির্ধারিত ফরমে উপস্থাপন করার মাধ্যম হচ্ছে আয়কর রিটার্ন। আয়কর আইন অনুযায়ী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্ধারিত ফরমে আয়কর রিটার্ন দাখিল করতে হয়।

এনবিআরের ২০২১-২০২২ অর্থবছরের আয়কর নির্দেশিকা অনুসারে, মোট ২২ কারণে আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। একজন করদাতার আয়ের খাত, আয়ের পরিমাণ এবং সম্পদের পরিমাণ বিবেচনায় এনবিআর পাঁচ ধরনের আয়কর রিটার্ন চালু করেছে।

সবগুলো যেহেতু সবার জন্য প্রযোজ্য নয়, তাই একজন করদাতা আয়ের খাত, আয়ের পরিমাণ এবং সম্পদের পরিমাণের ওপর নির্ভর করে ঠিক করবেন তার জন্য কোন আয়কর রিটার্ন ফরম প্রযোজ্য। রিটার্ন ফরমগুলো হলো-

এক পাতার আয়কর রিটার্ন ফরম

যেকোনো পেশার ব্যক্তি করদাতা যার বার্ষিক আয় চার লাখ টাকার কম এবং মোট সম্পদ ৪০ লাখ টাকার নিচে তার জন্য এক পাতার আয়কর রিটার্ন ফরম প্রযোজ্য। তবে যার নামে মোটর গাড়ি আছে অথবা সিটি করপোরেশন এলাকায় বাড়ি কিংবা অ্যাপার্টমেন্ট আছে, তিনি এটি ব্যাবহার করতে পারবেন না।

চাকরিজীবীদের জন্য আয়কর রিটার্ন ফরম

এ আয়কর রিটার্ন ফরমটি শুধুমাত্র চাকরিজীবী করদাতার জন্য প্রযোজ্য। করদাতার আয়ের পরিমাণ যাই হোক না কেন, শুধুমাত্র বেতন খাতের আয় রয়েছে এমন ব্যক্তিই এটি ব্যবহার করতে পারবেন।

ব্যবসায়ী ও পেশাজীবীর জন্য আয়কর রিটার্ন ফরম

ব্যবসায়ী ও পেশাজীবীর জন্য প্রযোজ্য আয়কর রিটার্ন ফরম সেই সব ব্যবসায়ী কিংবা পেশাজীবীরা ব্যবহার করবেন, যাদের বার্ষিক আয় তিন লাখ টাকার বেশি নয়।

ব্যক্তি করদাতার জন্য আয়কর রিটার্ন ফরম

ব্যক্তি করদাতার জন্য ব্যবহারযোগ্য দুই ধরনের আয়কর রিটার্ন ফরম রয়েছে। যা পুরাতন ও নতুন রিটার্ন ফরম নামে পরিচিত।

পুরাতন আয়কর রিটার্ন ফরম- আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য এ ফরমটি (IT – 11GA) এখন পুরাতন রিটার্ন ফরম নামেই পরিচিত। যেকোনো পেশার ব্যক্তি করদাতা এখনও এ ফরমটি ব্যবহার করতে পারেন।

পুরাতন আয়কর রিটার্ন ফরম- ২০১৬ সালে ব্যক্তি করদাতার জন্য নতুন একটি আয়কর রিটার্ন ফরম চালু করে এনবিআর। যা নতুন আয়কর রিটার্ন ফরম (T – 11GA2016) নামে পরিচিত। যেকোনো পেশার ব্যক্তি করদাতার জন্য ২০১৬ সাল থেকে চালু হওয়া এ রিটার্ন ফরমটিকে সবচেয়ে আদর্শ রিটার্ন ফরম হিসেবে বিবেচনা করা হয়।

একজন ব্যক্তি করদাতা তার আয়, আয়ের খাত এবং সম্পদের পরিমাণ বিবেচনায় ফরমগুলো ব্যবহার করতে পারেন। তবে কোনো করদাতা তার আয়কর রিটার্নে পর্যাপ্ত তথ্য ও তথ্যর ধারাবাহিকতা বজায় রাখতে চাইলে ৪ ও ৫ নম্বর আয়কর রিটার্ন ফরম ব্যবহার করা শ্রেয় বলে মনে করে এনবিআর।

কোনো ব্যক্তি করদাতার আয় যদি বছরে তিন লাখ টাকার বেশি হয়; তৃতীয় লিঙ্গের ব্যক্তি, নারী ও ৬৫ বছর বা তার বেশি বয়সের করদাতার আয় যদি বছরে সাড়ে তিন লাখ টাকার বেশি হয়, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার আয় যদি বছরে চার লাখ ৭৫ হাজার টাকার বেশি হয় এবং প্রতিবন্ধী করদাতার আয় সাড়ে চার লাখ টাকার বেশি হলে রিটার্ন দাখিল বাধ্যতামূলক। এছাড়া আরও অনেক কারণে ব্যক্তিকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হয়।

ঢাকা/এনইউ

আরও পড়ুন: