০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

আ.লীগ সরকার বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিয়েছে: পরিবেশমন্ত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৫০:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২
  • / ৪২২৮ বার দেখা হয়েছে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তানরা মারা গেলে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চাল, আটা, তেল, চিনিসহ মাসে ৫০ হাজার টাকা ভাতা দেওয়া হয়। শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে এত সম্মান দেওয়ার কথা চিন্তাও করা যেত না।’

আজ শনিবার (৩১ ডিসেম্বর) মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ২৫টি বীর নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মন্ত্রী বলেন, ‘বড়লেখায় ২৫ বীর মুক্তিযোদ্ধার জন্য ঘর নির্মাণ করা হচ্ছে। এতে ব্যয় হয়েছে ১৪ লাখ ১০ হাজার টাকা। আরও ২৩টি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ডাইনিং রুম, বসার রুম, দুটি বাথরুম, কিচেন, দুটি বেডরুম, বেলকনি, বিদ্যুৎ ও পানির সুব্যবস্থাসহ আধুনিক সুযোগ-সুবিধা থাকছে তাতে। মুক্তিযোদ্ধারা বেঁচে না থাকলেও তাদের এসব ঘর দেখে ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবে।’

আরও পড়ুন: মিনিকেট জমিতে চাষ হয়: কৃষিমন্ত্রী

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দীন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান প্রমুখ।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x
English Version

আ.লীগ সরকার বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিয়েছে: পরিবেশমন্ত্রী

আপডেট: ০৬:৫০:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তানরা মারা গেলে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চাল, আটা, তেল, চিনিসহ মাসে ৫০ হাজার টাকা ভাতা দেওয়া হয়। শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে এত সম্মান দেওয়ার কথা চিন্তাও করা যেত না।’

আজ শনিবার (৩১ ডিসেম্বর) মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ২৫টি বীর নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মন্ত্রী বলেন, ‘বড়লেখায় ২৫ বীর মুক্তিযোদ্ধার জন্য ঘর নির্মাণ করা হচ্ছে। এতে ব্যয় হয়েছে ১৪ লাখ ১০ হাজার টাকা। আরও ২৩টি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ডাইনিং রুম, বসার রুম, দুটি বাথরুম, কিচেন, দুটি বেডরুম, বেলকনি, বিদ্যুৎ ও পানির সুব্যবস্থাসহ আধুনিক সুযোগ-সুবিধা থাকছে তাতে। মুক্তিযোদ্ধারা বেঁচে না থাকলেও তাদের এসব ঘর দেখে ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবে।’

আরও পড়ুন: মিনিকেট জমিতে চাষ হয়: কৃষিমন্ত্রী

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দীন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান প্রমুখ।

ঢাকা/এসএ