০৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:০৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
  • / ৪১৬৮ বার দেখা হয়েছে

বিশ্বকাপের মূল পর্ব শুরুর পূর্বে শেষ অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সোমবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় আড়াইটায় শুরু হবে ম্যাচটি। এদিন একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামবে টাইগাররা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ইংল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচেও খেলবেন না অধিনায়ক সাকিব আল হাসান। আগে থেকে নেওয়া সিদ্ধান্ত, দুটি প্রস্তুতি ম্যাচেই তিনি বিশ্রামে থাকবেন। সাকিব ছাড়াও এদিন বিশ্রামে থাকতে পারেন লিটন দাস কিংবা তানজিদ তামিমের একজন। ঘামে শরীর থেকে অতিরিক্ত জল ঝরে যাওয়ায় তানজিদ ও লিটনের পেশিতে টান পড়েছিল। ইনজুরিমুক্ত রাখতে তাদের যে কোনো একজনকে বিশ্রামে রাখতে পারে টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: প্রিমিয়ার লিগে প্রথম হার ম্যানসিটির

সোমবার (২ অক্টোবর) বাংলাদেশের ম্যাচ ভেন্যুতে ২৫-৩৩ ডিগ্রি তাপমাত্রা থাকার কথা হয়েছে। তবে তার মধ্যেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আকাশ মেঘলা থাকবে। বজ্রপাতের সঙ্গে রয়েছে তীব্র বৃষ্টিপাতের আশঙ্কাও। গুয়াহাটিতে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৮৭ শতাংশ। ১৮.৮ মিলিমিটার বৃষ্টি হতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ তামিম/লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব।

ঢাকা/এসএম

শেয়ার করুন

x
English Version

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

আপডেট: ০২:০৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩

বিশ্বকাপের মূল পর্ব শুরুর পূর্বে শেষ অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সোমবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় আড়াইটায় শুরু হবে ম্যাচটি। এদিন একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামবে টাইগাররা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ইংল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচেও খেলবেন না অধিনায়ক সাকিব আল হাসান। আগে থেকে নেওয়া সিদ্ধান্ত, দুটি প্রস্তুতি ম্যাচেই তিনি বিশ্রামে থাকবেন। সাকিব ছাড়াও এদিন বিশ্রামে থাকতে পারেন লিটন দাস কিংবা তানজিদ তামিমের একজন। ঘামে শরীর থেকে অতিরিক্ত জল ঝরে যাওয়ায় তানজিদ ও লিটনের পেশিতে টান পড়েছিল। ইনজুরিমুক্ত রাখতে তাদের যে কোনো একজনকে বিশ্রামে রাখতে পারে টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: প্রিমিয়ার লিগে প্রথম হার ম্যানসিটির

সোমবার (২ অক্টোবর) বাংলাদেশের ম্যাচ ভেন্যুতে ২৫-৩৩ ডিগ্রি তাপমাত্রা থাকার কথা হয়েছে। তবে তার মধ্যেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আকাশ মেঘলা থাকবে। বজ্রপাতের সঙ্গে রয়েছে তীব্র বৃষ্টিপাতের আশঙ্কাও। গুয়াহাটিতে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৮৭ শতাংশ। ১৮.৮ মিলিমিটার বৃষ্টি হতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ তামিম/লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব।

ঢাকা/এসএম