০৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

ইতিহাসের এইদিনে যা ঘটেছিল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:০৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৪২৫০ বার দেখা হয়েছে

ফাইল ফটো

আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। এই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ঘটনাবলি:

১৩৮ – রোমান সম্রাট হাড্রিয়ান কর্তৃক এন্টোনিয়াস পাইয়াসকে দত্তক নেওয়া হয়।

৬২৮ – দ্বিতীয় খসরু তার পুত্র দ্বিতীয় কাভাদ কর্তৃক ক্ষমতাচ্যুত হন।১৫৮৬ – সম্রাট আকবরের সভাকবি বীরবল নিহত হন।
১৭৫৩ – বৃটিশ চিকিৎসক রিচার্ড হকিস্টি এস্কোরবেট রোগ নিরাময়ের উপায় আবিস্কার করেন।
১৭৭৪ – ক্রিকেট খেলার আইন-কানুন সূত্রবদ্ধ হয়।
১৮৩৬ – স্যামুয়েল কোল্ট রিভলবারের পেটেন্ট পান।
১৮৪৭ – স্টেট ইউনিভার্সিটি অব আইওয়া প্রতিষ্ঠিত হয়।
১৮৬২ – মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম কাগজের মুদ্রা চালু হয়।
১৯০৮ – হাডসন নদীর নিচ দিয়ে প্রথম টানেল খুলে দেওয়া হয়।
১৯১৬ – প্রথম বিশ্বযুদ্ধে জার্মানরা ফোর্ট ডোয়ামন্ট দখল করে নেয়।
১৯২৬ – ফ্রান্সিসকো ফ্রাঙ্কো ফ্রান্সের জেনারেল মনোনীত হন।
১৯৩২ – এডলফ হিটলার জার্মানের নাগরিকত্ব লাভ করেন।
১৯৩৩ – জাপান লীগ অফ নেশনস্ পরিত্যাগ করে।
১৯৩৮ – লর্ড হ্যালিফ্যাঙ্ ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী হন।
১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে তুরস্ক জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯৪৫ – মার্কিন বিমান টোকিও আক্রমণ করে।
১৯৫৪ – জামাল আবদেল নাসের মিশরের প্রধানমন্ত্রী হন।
১৯৫৪ – সিরিয়ায় প্রেসিডেন্ট আদিব আল শিশাকলির স্বৈরাচারি সরকারের বিরুদ্ধে গণ-বিদ্রোহ শুরু হয়।
১৯৭২ – বাংলাদেশকে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া স্বীকৃতি দান করে।
১৯৭৭ – কুমিল্লার ময়নামতিতে ১৩শ’ বছর আগের স্বর্ণমুদ্রার সন্ধান পাওয়া যায়।
১৯৮৬ – ফিলিপাইনের স্বৈরাচারি শাসক ও ‘আজীবন প্রেসিডেন্ট’ ফার্ডিনান্ড মার্কোস সপরিবারে দেশ থেকে পালিয়ে যান।
১৯৮৬ – কোরাজন অ্যাকুইনো ফিলিপাইনের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
১৯৯১ – উপসাগরীয় যুদ্ধে ইরাকি স্কাড ক্ষেপনাস্ত্র সৌদি আরবের দাহরানে আমেরিকান সামরিক ঘাঁটিতে আঘাত করে ফলে ২৮জন আমেরিকান সেনা নিহত হয়।
১৯৯১ – মার্কিন নেতৃত্বাধীন মিত্র বাহিনীর হাতে ২০ হাজার ইরাকি সেনা বন্দী হয়।
১৯৯১ – ন্যাটো জোটের প্রতিদ্বন্দ্বী ওয়ারশো জোটের দেশগুলো এই সামরিক জোটকে বিলুপ্ত ঘোষণা করেন।
১৯৯৪ – অধিকৃত ফিলিস্তিনের আলখলিল শহরে হযরত ইব্রাহীমের (আ.) মাজারে একজন উগ্র ইহুদিবাদী নামাজরত রোজাদারদের ওপর গুলি চালালে ২৯ জন শহীদ এবং আরও অনেক ফিলিস্তিনিআহত হন।
২০০৯ – ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের কারণে প্রাণ হারান ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন।

আরও পড়ুন: জিবে ঘা দূর করার ঘরোয়া উপায়

জন্ম:
১৬৪৩ – দ্বিতীয় আহমেদ, তিনি ছিলেন অটোমানের সুলতান জন্মগ্রহণ করেন ।
১৬৪৪ – ইংরেজ উদ্ভাবক টমাস নিউকমেন জন্মগ্রহণ করেন ।
১৭৭৮ – আর্জেন্টাইন জেনারেল, রাজনীতিবিদ ও পেরুর ১ম রাষ্ট্রপতি হোজে ফ্রান্সিসকো দে সান মার্টিন জন্মগ্রহণ করেন।
১৮৪১ – ফরাসি চিত্রশিল্পী ও ভাস্কর পিয়ের-অগ্যুস্ত রেনোয়া জন্মগ্রহণ করেন।
১৮৪২ – জার্মান লেখক কবি ও নাট্যকার কার্ল মে জন্মগ্রহণ করেন।
১৮৫৫ – অস্ট্রেলীয় ক্রিকেটার জর্জ জন বোনর জন্মগ্রহণ করেন।
১৮৬৬ – ইতালীয় দার্শনিক ও রাজনীতিবিদ বেনেডেটো ক্রকে জন্মগ্রহণ করেন।
১৮৭৩ – ইতালিয়ান আমেরিকান অভিনেতা এনরিকো কারুসো জন্মগ্রহণ করেন।
১৯০৭ – তুর্কি সাংবাদিক, লেখক ও কবি সাবাহাতিন আলী জন্মগ্রহণ করেন।
১৯১৭ – ইংরেজ লেখক, কবি, নাট্যকার ও সমালোচক অ্যান্থনি বার্জেস জন্মগ্রহণ করেন।
১৯২৪ – ইংরেজ-আমেরিকান জীববিজ্ঞানী হিউ হাক্সলি জন্মগ্রহণ করেন।
১৯৪৩ – বিংশ শতাব্দীর অত্যন্ত প্রতিভাবান একজন জনপ্রিয় গায়ক ও গিটারিস্ট জর্জ হ্যারিসন জন্মগ্রহণ করেন।
১৯৪৮ – ইতালিয়ান লেখক আলডো বুসি জন্মগ্রহণ করেন।
১৯৫৩ – স্পেনীয় শিক্ষাবিদ, রাজনীতিবিদ হোসে মারিয়া আযনার জন্মগ্রহণ করেন।
১৯৫৫ – হলিউড অভিনেত্রী লিয়ান হানলেই জন্মগ্রহণ করেন।
১৯৭১ – আমেরিকান অভিনেতা, পরিচালক ও প্রযোজক সেয়ান আস্টিন জন্মগ্রহণ করেন।
১৯৭৪ – আমেরিকান অভিনেত্রী লরি ফর্টিয়েই জন্মগ্রহণ করেন।
১৯৮১ – দক্ষিণ কোরীয় ফুটবল খেলোয়াড় পার্ক জি-সুং জন্মগ্রহণ করেন।
১৯৮১ – বলিউড অভিনেতা শহীদ কাপুর জন্মগ্রহণ করেন।
১৯৮৬ – হ্যারি পটার খ্যাত অভিনেতা অলিভার ফেলপস জন্মগ্রহণ করেন।
১৯৮৭ – হলিউড অভিনেত্রী নাটালি ড্রেইফেস জন্মগ্রহণ করেন।
১৯৯০ – ব্রাজিলিয়ান ফুটবল খেলোয়াড় জেফারসন আল্ভেস অলিভেইরা জন্মগ্রহণ করেন।
১৯৯৭ – আমেরিকান অভিনেত্রী ইসাবেল ফুহরমান জন্মগ্রহণ করেন।

আরও পড়ুন: শিশুদের যে বিপদের কারণ হচ্ছে ইনস্ট্যান্ট নুডলস

মৃত্যু:
১৪৯৫ – উসমানীয় রাজনীতিবিদ সুলতান জেম মৃত্যুবরণ করেন।
১৬৩৪ – অস্ট্রীয় সাধারণ ও রাজনীতিবিদ আলব্রেশট ভন ওয়ালেন্সটেইন মৃত্যুবরণ করেন।
১৭১৩ – প্রুশিয়ার রাজা প্রথম ফ্রেডরিক মৃত্যুবরণ করেন।
১৭২৩ – ইংরেজ স্থপতি ক্রিস্টোফার রেন মৃত্যুবরণ করেন।
১৮৬৪ – মাকির্ন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উইলিয়াম হেনরি হ্যারিসনের সহধর্মীণি ও মার্কিন রাষ্ট্রপতি বেনজামিন হ্যারিসনের নানী অ্যানা হ্যারিসন মৃত্যুবরণ করেন।
১৮৬৬ – ইতালীয় দার্শনিক বেনোদেত্তো ক্রোচে মৃত্যুবরণ করেন।
১৯৫০ – নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ডাক্তার জর্জ রিচার্ডস মিনট মৃত্যুবরণ করেন।
১৯৫৩ – ইউক্রেনীয়-রুশ অণুজীববিজ্ঞানী ও বাস্তুতন্ত্রবিদ সের্গেই উইনোগ্রাডস্কি মৃত্যুবরণ করেন।
১৯৫৬ – ইরানের বিখ্যাত শিক্ষাবিদ ও কবি আলী আকবর দেহখোদা ইন্তেকাল করেন।
১৯৫৭ – কবি সুনির্মল বসু পরলোকগমন করেন।
১৯৬৫ – ব্রিটিশ বিমান বাহিনীর অফিসার ফিলিপ বেবিংটন মৃত্যুবরণ করেন।
১৯৬৬ – আমেরিকান ব্যবসায়ী জেমস ডি. নরিস মৃত্যুবরণ করেন।
১৯৭১ – নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ রসায়নবিদ থিওডোর সভেডবার্গ মৃত্যুবরণ করেন।
১৯৮৩ – নাট্যকার টেনেসি উইলিয়াম মৃত্যুবরণ করেন।
১৯৭৫ – আমেরিকান ধর্মীয় নেতা এলাইজা মুহাম্মদ মৃত্যুবরণ করেন।
১৯৯৩ – ইরানের প্রখ্যাত আলেম ও ধর্মতত্ত্ববিদ আয়াতুল্লাহ মির্যা হাশেম আমোলী মারা যান।
১৯৯৭ – আমেরিকান বেসবল খেলোয়াড় ক্যাল আব্রামস মৃত্যুবরণ করেন।
১৯৯৭ – রয়টার্স সংবাদ সংস্থার প্রতিষ্ঠাতা পল জুলিয়াস মৃত্যুবরণ করেন।
১৯৯৯ – নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ গ্লেন থিওডোর সিবোর্গ মৃত্যুবরণ করেন।
২০০৩ – ইতালিয়ান অভিনেতা আলবার্তো সরডি মৃত্যুবরণ করেন।
২০০৯ – আমেরিকান লেখক ফিলিপ হোসে ফার্মের মৃত্যুবরণ করেন।
২০১২ – আমেরিকান অভিনেত্রী মার্থা স্টুয়ার্ট মৃত্যুবরণ করেন।
২০১২ – সুইডিশ অভিনেতা ও পরিচালক এরলান্দ জোসেফসন মৃত্যুবরণ করেন।
২০১৪ – স্প্যানিশ গিটার, গীতিকার ও প্রযোজক পাকো ডে লুসিয়া মৃত্যুবরণ করেন।
২০১৫ – আমেরিকান জীববিজ্ঞানী ইউজেন ক্লার্ক মৃত্যুবরণ করেন।
২০১৯ – বাংলাদেশের একজন প্রতিথযশা নাট্যকার ও সংস্কৃতিকর্মী নিখিল সেন মৃত্যুবরণ করেন।

দিবস:
জাতীয় দিবস (কুয়েত), সোভিয়েত দখল দিবস (জর্জিয়া), বিপ্লব দিবস (সুরিনাম)

ঢাকা/এসএম

শেয়ার করুন

x
English Version

ইতিহাসের এইদিনে যা ঘটেছিল

আপডেট: ১০:০৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩

আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। এই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ঘটনাবলি:

১৩৮ – রোমান সম্রাট হাড্রিয়ান কর্তৃক এন্টোনিয়াস পাইয়াসকে দত্তক নেওয়া হয়।

৬২৮ – দ্বিতীয় খসরু তার পুত্র দ্বিতীয় কাভাদ কর্তৃক ক্ষমতাচ্যুত হন।১৫৮৬ – সম্রাট আকবরের সভাকবি বীরবল নিহত হন।
১৭৫৩ – বৃটিশ চিকিৎসক রিচার্ড হকিস্টি এস্কোরবেট রোগ নিরাময়ের উপায় আবিস্কার করেন।
১৭৭৪ – ক্রিকেট খেলার আইন-কানুন সূত্রবদ্ধ হয়।
১৮৩৬ – স্যামুয়েল কোল্ট রিভলবারের পেটেন্ট পান।
১৮৪৭ – স্টেট ইউনিভার্সিটি অব আইওয়া প্রতিষ্ঠিত হয়।
১৮৬২ – মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম কাগজের মুদ্রা চালু হয়।
১৯০৮ – হাডসন নদীর নিচ দিয়ে প্রথম টানেল খুলে দেওয়া হয়।
১৯১৬ – প্রথম বিশ্বযুদ্ধে জার্মানরা ফোর্ট ডোয়ামন্ট দখল করে নেয়।
১৯২৬ – ফ্রান্সিসকো ফ্রাঙ্কো ফ্রান্সের জেনারেল মনোনীত হন।
১৯৩২ – এডলফ হিটলার জার্মানের নাগরিকত্ব লাভ করেন।
১৯৩৩ – জাপান লীগ অফ নেশনস্ পরিত্যাগ করে।
১৯৩৮ – লর্ড হ্যালিফ্যাঙ্ ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী হন।
১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে তুরস্ক জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯৪৫ – মার্কিন বিমান টোকিও আক্রমণ করে।
১৯৫৪ – জামাল আবদেল নাসের মিশরের প্রধানমন্ত্রী হন।
১৯৫৪ – সিরিয়ায় প্রেসিডেন্ট আদিব আল শিশাকলির স্বৈরাচারি সরকারের বিরুদ্ধে গণ-বিদ্রোহ শুরু হয়।
১৯৭২ – বাংলাদেশকে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া স্বীকৃতি দান করে।
১৯৭৭ – কুমিল্লার ময়নামতিতে ১৩শ’ বছর আগের স্বর্ণমুদ্রার সন্ধান পাওয়া যায়।
১৯৮৬ – ফিলিপাইনের স্বৈরাচারি শাসক ও ‘আজীবন প্রেসিডেন্ট’ ফার্ডিনান্ড মার্কোস সপরিবারে দেশ থেকে পালিয়ে যান।
১৯৮৬ – কোরাজন অ্যাকুইনো ফিলিপাইনের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
১৯৯১ – উপসাগরীয় যুদ্ধে ইরাকি স্কাড ক্ষেপনাস্ত্র সৌদি আরবের দাহরানে আমেরিকান সামরিক ঘাঁটিতে আঘাত করে ফলে ২৮জন আমেরিকান সেনা নিহত হয়।
১৯৯১ – মার্কিন নেতৃত্বাধীন মিত্র বাহিনীর হাতে ২০ হাজার ইরাকি সেনা বন্দী হয়।
১৯৯১ – ন্যাটো জোটের প্রতিদ্বন্দ্বী ওয়ারশো জোটের দেশগুলো এই সামরিক জোটকে বিলুপ্ত ঘোষণা করেন।
১৯৯৪ – অধিকৃত ফিলিস্তিনের আলখলিল শহরে হযরত ইব্রাহীমের (আ.) মাজারে একজন উগ্র ইহুদিবাদী নামাজরত রোজাদারদের ওপর গুলি চালালে ২৯ জন শহীদ এবং আরও অনেক ফিলিস্তিনিআহত হন।
২০০৯ – ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের কারণে প্রাণ হারান ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন।

আরও পড়ুন: জিবে ঘা দূর করার ঘরোয়া উপায়

জন্ম:
১৬৪৩ – দ্বিতীয় আহমেদ, তিনি ছিলেন অটোমানের সুলতান জন্মগ্রহণ করেন ।
১৬৪৪ – ইংরেজ উদ্ভাবক টমাস নিউকমেন জন্মগ্রহণ করেন ।
১৭৭৮ – আর্জেন্টাইন জেনারেল, রাজনীতিবিদ ও পেরুর ১ম রাষ্ট্রপতি হোজে ফ্রান্সিসকো দে সান মার্টিন জন্মগ্রহণ করেন।
১৮৪১ – ফরাসি চিত্রশিল্পী ও ভাস্কর পিয়ের-অগ্যুস্ত রেনোয়া জন্মগ্রহণ করেন।
১৮৪২ – জার্মান লেখক কবি ও নাট্যকার কার্ল মে জন্মগ্রহণ করেন।
১৮৫৫ – অস্ট্রেলীয় ক্রিকেটার জর্জ জন বোনর জন্মগ্রহণ করেন।
১৮৬৬ – ইতালীয় দার্শনিক ও রাজনীতিবিদ বেনেডেটো ক্রকে জন্মগ্রহণ করেন।
১৮৭৩ – ইতালিয়ান আমেরিকান অভিনেতা এনরিকো কারুসো জন্মগ্রহণ করেন।
১৯০৭ – তুর্কি সাংবাদিক, লেখক ও কবি সাবাহাতিন আলী জন্মগ্রহণ করেন।
১৯১৭ – ইংরেজ লেখক, কবি, নাট্যকার ও সমালোচক অ্যান্থনি বার্জেস জন্মগ্রহণ করেন।
১৯২৪ – ইংরেজ-আমেরিকান জীববিজ্ঞানী হিউ হাক্সলি জন্মগ্রহণ করেন।
১৯৪৩ – বিংশ শতাব্দীর অত্যন্ত প্রতিভাবান একজন জনপ্রিয় গায়ক ও গিটারিস্ট জর্জ হ্যারিসন জন্মগ্রহণ করেন।
১৯৪৮ – ইতালিয়ান লেখক আলডো বুসি জন্মগ্রহণ করেন।
১৯৫৩ – স্পেনীয় শিক্ষাবিদ, রাজনীতিবিদ হোসে মারিয়া আযনার জন্মগ্রহণ করেন।
১৯৫৫ – হলিউড অভিনেত্রী লিয়ান হানলেই জন্মগ্রহণ করেন।
১৯৭১ – আমেরিকান অভিনেতা, পরিচালক ও প্রযোজক সেয়ান আস্টিন জন্মগ্রহণ করেন।
১৯৭৪ – আমেরিকান অভিনেত্রী লরি ফর্টিয়েই জন্মগ্রহণ করেন।
১৯৮১ – দক্ষিণ কোরীয় ফুটবল খেলোয়াড় পার্ক জি-সুং জন্মগ্রহণ করেন।
১৯৮১ – বলিউড অভিনেতা শহীদ কাপুর জন্মগ্রহণ করেন।
১৯৮৬ – হ্যারি পটার খ্যাত অভিনেতা অলিভার ফেলপস জন্মগ্রহণ করেন।
১৯৮৭ – হলিউড অভিনেত্রী নাটালি ড্রেইফেস জন্মগ্রহণ করেন।
১৯৯০ – ব্রাজিলিয়ান ফুটবল খেলোয়াড় জেফারসন আল্ভেস অলিভেইরা জন্মগ্রহণ করেন।
১৯৯৭ – আমেরিকান অভিনেত্রী ইসাবেল ফুহরমান জন্মগ্রহণ করেন।

আরও পড়ুন: শিশুদের যে বিপদের কারণ হচ্ছে ইনস্ট্যান্ট নুডলস

মৃত্যু:
১৪৯৫ – উসমানীয় রাজনীতিবিদ সুলতান জেম মৃত্যুবরণ করেন।
১৬৩৪ – অস্ট্রীয় সাধারণ ও রাজনীতিবিদ আলব্রেশট ভন ওয়ালেন্সটেইন মৃত্যুবরণ করেন।
১৭১৩ – প্রুশিয়ার রাজা প্রথম ফ্রেডরিক মৃত্যুবরণ করেন।
১৭২৩ – ইংরেজ স্থপতি ক্রিস্টোফার রেন মৃত্যুবরণ করেন।
১৮৬৪ – মাকির্ন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উইলিয়াম হেনরি হ্যারিসনের সহধর্মীণি ও মার্কিন রাষ্ট্রপতি বেনজামিন হ্যারিসনের নানী অ্যানা হ্যারিসন মৃত্যুবরণ করেন।
১৮৬৬ – ইতালীয় দার্শনিক বেনোদেত্তো ক্রোচে মৃত্যুবরণ করেন।
১৯৫০ – নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ডাক্তার জর্জ রিচার্ডস মিনট মৃত্যুবরণ করেন।
১৯৫৩ – ইউক্রেনীয়-রুশ অণুজীববিজ্ঞানী ও বাস্তুতন্ত্রবিদ সের্গেই উইনোগ্রাডস্কি মৃত্যুবরণ করেন।
১৯৫৬ – ইরানের বিখ্যাত শিক্ষাবিদ ও কবি আলী আকবর দেহখোদা ইন্তেকাল করেন।
১৯৫৭ – কবি সুনির্মল বসু পরলোকগমন করেন।
১৯৬৫ – ব্রিটিশ বিমান বাহিনীর অফিসার ফিলিপ বেবিংটন মৃত্যুবরণ করেন।
১৯৬৬ – আমেরিকান ব্যবসায়ী জেমস ডি. নরিস মৃত্যুবরণ করেন।
১৯৭১ – নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ রসায়নবিদ থিওডোর সভেডবার্গ মৃত্যুবরণ করেন।
১৯৮৩ – নাট্যকার টেনেসি উইলিয়াম মৃত্যুবরণ করেন।
১৯৭৫ – আমেরিকান ধর্মীয় নেতা এলাইজা মুহাম্মদ মৃত্যুবরণ করেন।
১৯৯৩ – ইরানের প্রখ্যাত আলেম ও ধর্মতত্ত্ববিদ আয়াতুল্লাহ মির্যা হাশেম আমোলী মারা যান।
১৯৯৭ – আমেরিকান বেসবল খেলোয়াড় ক্যাল আব্রামস মৃত্যুবরণ করেন।
১৯৯৭ – রয়টার্স সংবাদ সংস্থার প্রতিষ্ঠাতা পল জুলিয়াস মৃত্যুবরণ করেন।
১৯৯৯ – নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ গ্লেন থিওডোর সিবোর্গ মৃত্যুবরণ করেন।
২০০৩ – ইতালিয়ান অভিনেতা আলবার্তো সরডি মৃত্যুবরণ করেন।
২০০৯ – আমেরিকান লেখক ফিলিপ হোসে ফার্মের মৃত্যুবরণ করেন।
২০১২ – আমেরিকান অভিনেত্রী মার্থা স্টুয়ার্ট মৃত্যুবরণ করেন।
২০১২ – সুইডিশ অভিনেতা ও পরিচালক এরলান্দ জোসেফসন মৃত্যুবরণ করেন।
২০১৪ – স্প্যানিশ গিটার, গীতিকার ও প্রযোজক পাকো ডে লুসিয়া মৃত্যুবরণ করেন।
২০১৫ – আমেরিকান জীববিজ্ঞানী ইউজেন ক্লার্ক মৃত্যুবরণ করেন।
২০১৯ – বাংলাদেশের একজন প্রতিথযশা নাট্যকার ও সংস্কৃতিকর্মী নিখিল সেন মৃত্যুবরণ করেন।

দিবস:
জাতীয় দিবস (কুয়েত), সোভিয়েত দখল দিবস (জর্জিয়া), বিপ্লব দিবস (সুরিনাম)

ঢাকা/এসএম