১২:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

ইনস্টাগ্রামে প্রাইভেট হলো কম বয়সিরা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:১০:৫০ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১
  • / ৪১৪৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ফেসবুক মালিকানাধীন ফটোশেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম অনূর্ধ্ব ১৬ বছর বয়সিদের জন্য নতুন নিয়ম করেছে। এখন থেকে ১৬ বছরের কম বয়সিদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে ‘প্রাইভেট’ করে দেওয়া হয়েছে সোশ্যাল প্লাটফর্মটি জানিয়েছে। ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ ব্যবহারকারীদের একটি বিশেষ নোটিফিকেশন পাঠাচ্ছে। এতে অ্যাকাউন্ট ‘প্রাইভেট’ করার সুবিধাদি নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাকাউন্ট প্রাইভেট করার ব্যাপারে উৎসাহ পাবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। প্রাইভেট করা এসব অ্যাকাউন্টের কোনো পোস্ট তাদের সঙ্গে যুক্ত হওয়া ফলোয়ার ছাড়া অন্য কেউ দেখতে, লাইক ও কমেন্ট করতে পারবে না। এর পাশাপাশি অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের অ্যাকাউন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে শনাক্ত ও মুছে ফেলার উদ্যোগও নিয়েছে ফেসবুকের মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি। গত মার্চ থেকে ইনস্টাগ্রাম কম বয়সিদের অ্যাকাউন্টে বার্তা পাঠানোর সুযোগ সীমিত করে দিয়েছে। কম বয়সিদের অ্যাকাউন্টে যুক্ত না থাকলে তাদের অ্যাকাউন্টে কোনো প্রাপ্তবয়স্ক বার্তা পাঠাতে পারবে না।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

x
English Version

ইনস্টাগ্রামে প্রাইভেট হলো কম বয়সিরা

আপডেট: ০৪:১০:৫০ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: ফেসবুক মালিকানাধীন ফটোশেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম অনূর্ধ্ব ১৬ বছর বয়সিদের জন্য নতুন নিয়ম করেছে। এখন থেকে ১৬ বছরের কম বয়সিদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে ‘প্রাইভেট’ করে দেওয়া হয়েছে সোশ্যাল প্লাটফর্মটি জানিয়েছে। ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ ব্যবহারকারীদের একটি বিশেষ নোটিফিকেশন পাঠাচ্ছে। এতে অ্যাকাউন্ট ‘প্রাইভেট’ করার সুবিধাদি নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাকাউন্ট প্রাইভেট করার ব্যাপারে উৎসাহ পাবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। প্রাইভেট করা এসব অ্যাকাউন্টের কোনো পোস্ট তাদের সঙ্গে যুক্ত হওয়া ফলোয়ার ছাড়া অন্য কেউ দেখতে, লাইক ও কমেন্ট করতে পারবে না। এর পাশাপাশি অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের অ্যাকাউন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে শনাক্ত ও মুছে ফেলার উদ্যোগও নিয়েছে ফেসবুকের মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি। গত মার্চ থেকে ইনস্টাগ্রাম কম বয়সিদের অ্যাকাউন্টে বার্তা পাঠানোর সুযোগ সীমিত করে দিয়েছে। কম বয়সিদের অ্যাকাউন্টে যুক্ত না থাকলে তাদের অ্যাকাউন্টে কোনো প্রাপ্তবয়স্ক বার্তা পাঠাতে পারবে না।

ঢাকা/এনইউ

আরও পড়ুন: