০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

উইন্ডোজ সেভেনে বন্ধ হচ্ছে গুগল ক্রোম

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৪২:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০
  • / ৪১৭২ বার দেখা হয়েছে

এখনও বিশ্বের ২০ দশমিক ৯৩ শতাংশ কম্পিউটারে ব্যবহার করা হয় উইন্ডোজ সেভেন। তবে ২০২২ সালের জানুয়ারি থেকে উইন্ডোজ সেভেনে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে গুগল ক্রোমের পরিষেবা। ফলে সমস্যায় পড়বেন উইন্ডোজ সেভেন ব্যবহারকারীরা।

দ্যা সান এর প্রতিবেদন অনুসারে, গুগল ২০২১ সালের জুন থেকে নিজের পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেয়। কিন্তু বৈশ্বিক মহামারি করোনার কারণে গুগল ক্রোমের পরিষেবা ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকছে।

গুগলের এমন পদক্ষেপ কোটি কোটি ব্যবহারকারীকে প্রভাবিত করবে বলে নেটমার্কেট শেয়ারের এক প্রতিবেদন উঠে এসেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এখন থেকে গুগল ক্রোম শুধুমাত্র উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেমে চলবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে গুগল। ফলে ব্রাউজারটি ব্যবহার করতে অপারেটিং সিস্টেমটি আপগ্রেড করতে হবে ব্যবহারকারীদের।

শেয়ার করুন

x
English Version

উইন্ডোজ সেভেনে বন্ধ হচ্ছে গুগল ক্রোম

আপডেট: ১২:৪২:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০

এখনও বিশ্বের ২০ দশমিক ৯৩ শতাংশ কম্পিউটারে ব্যবহার করা হয় উইন্ডোজ সেভেন। তবে ২০২২ সালের জানুয়ারি থেকে উইন্ডোজ সেভেনে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে গুগল ক্রোমের পরিষেবা। ফলে সমস্যায় পড়বেন উইন্ডোজ সেভেন ব্যবহারকারীরা।

দ্যা সান এর প্রতিবেদন অনুসারে, গুগল ২০২১ সালের জুন থেকে নিজের পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেয়। কিন্তু বৈশ্বিক মহামারি করোনার কারণে গুগল ক্রোমের পরিষেবা ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকছে।

গুগলের এমন পদক্ষেপ কোটি কোটি ব্যবহারকারীকে প্রভাবিত করবে বলে নেটমার্কেট শেয়ারের এক প্রতিবেদন উঠে এসেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এখন থেকে গুগল ক্রোম শুধুমাত্র উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেমে চলবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে গুগল। ফলে ব্রাউজারটি ব্যবহার করতে অপারেটিং সিস্টেমটি আপগ্রেড করতে হবে ব্যবহারকারীদের।