০৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

উত্তাপ ছড়ানোর অপেক্ষায় ম্যানইউ-আর্সেনাল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৩৭:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
  • / ৪১৩০ বার দেখা হয়েছে

হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার মিশন রেড ডেভিলদের সামনে। এমিরেটসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়। আরেক ম্যাচে, শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে লড়বে ম্যানচেস্টার সিটি। এ ম্যাচটি মাঠে গড়াবে রাত ৯টায়।

রোমাঞ্চকর এক রাতের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। হাইভোল্টেজ এক ম্যাচ নিয়ে মাঠ নামার প্রস্তুতি নিচ্ছেন দুই জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। ভেন্যু এমিরেটস। চেনা মাঠে রেড ডেভিলদের বধ করতে চাইবে আর্সেনাল। ইউনাইটেডের লক্ষ্য জয়ে ফেরা।

ইপিএলে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের দুঃসহ স্মৃতি কোনভাবেই মন থেকে তাড়াতে পারছেন না ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকরা। এফ এ কাপের চতুর্থ রাউন্ডে লিভারপুলকে হারানোর পরের ম্যাচেই ছন্দপতন সোলশায়ার শিষ্যদের। শেফিল্ডের কাছে ২-১ গোলে হেরে শীর্ষস্থান হারিয়েছে ইউনাইটেড। রাজত্ব ফিরে পেতে হলে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে লড়াইয়ে নামতে হবে তাদের মাঠেই। আর্সেনালের বিপক্ষে পেতে হবে জয়।

তবে, পরিসংখ্যান বলছে কাজটা মোটেও সহজ নয়। দু’দলের শেষ দেখা গেল বছর নভেম্বরে। সেখানে অবামেয়াং নৈপুণ্যে রেড ডেভিলদের হারিয়েছিলো গানাররা। শুধু কি তাই। ২০১৮ সালের এপ্রিলের পর লিগে গানারদের বিপক্ষে আর জয় পায়নি ইউনাইটেড। মুখোমুখি জয়ে অবশ্য ৮১ জয় নিয়ে এগিয়ে আছে রেড ডেভিল। ৬৬ জয় আর্সেনালের। ৪৬টি ম্যাচ হয়েছে ড্র।

দুর্দান্ত ফর্মে আছেন ব্রুনো ফার্নান্দেস। এ মৌসুমে লিগে চার গোল করেছেন পর্তুগিজ তারকা। এ ম্যাচেও তার দিকেই তাকিয়ে আছেন সমর্থকরা। ইনজুরির কারণে অনিশ্চয়তা আছে এরিক বেইলি ও ভিক্টর লিন্ডলফের খেলা নিয়ে।

প্রতিপক্ষ আর্সেনাল লিগে শুরুর ব্যর্থতা কাটিয়ে ফিরে আসার চেষ্টা করছে। শেষ ম্যাচে সাউদাম্পটনকে হারিয়ে ছন্দে আছে আর্টেটার দল। এ ম্যাচেও সে ধারাবাহিকতা ধরে রাখতে চায় গানাররা।

এই দিন দুই নগর প্রতিদ্বন্দ্বীর ম্যাচ দেখার সুযোগ পাবে ফুটবলপ্রেমীরা। শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে লড়বে ম্যানচেস্টার সিটি। ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিটিজেনরা। এ ম্যাচে শেফিল্ডকে হারাতে পারেই দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেডের সঙ্গে ব্যবধান বাড়াতে পারবে গার্দিওলার শিষ্যরা। ইনজুরি আছে ডি ব্রুইনা ও নাথান অ্যাকের। শেফিল্ডের বিপক্ষে এর আগের ১২৪ বারের দেখায় ৫২ জয় নিয়ে এগিয়ে আছে সিটিজেনরা।

শেয়ার করুন

x
English Version

উত্তাপ ছড়ানোর অপেক্ষায় ম্যানইউ-আর্সেনাল

আপডেট: ০৩:৩৭:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১

হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার মিশন রেড ডেভিলদের সামনে। এমিরেটসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়। আরেক ম্যাচে, শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে লড়বে ম্যানচেস্টার সিটি। এ ম্যাচটি মাঠে গড়াবে রাত ৯টায়।

রোমাঞ্চকর এক রাতের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। হাইভোল্টেজ এক ম্যাচ নিয়ে মাঠ নামার প্রস্তুতি নিচ্ছেন দুই জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। ভেন্যু এমিরেটস। চেনা মাঠে রেড ডেভিলদের বধ করতে চাইবে আর্সেনাল। ইউনাইটেডের লক্ষ্য জয়ে ফেরা।

ইপিএলে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের দুঃসহ স্মৃতি কোনভাবেই মন থেকে তাড়াতে পারছেন না ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকরা। এফ এ কাপের চতুর্থ রাউন্ডে লিভারপুলকে হারানোর পরের ম্যাচেই ছন্দপতন সোলশায়ার শিষ্যদের। শেফিল্ডের কাছে ২-১ গোলে হেরে শীর্ষস্থান হারিয়েছে ইউনাইটেড। রাজত্ব ফিরে পেতে হলে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে লড়াইয়ে নামতে হবে তাদের মাঠেই। আর্সেনালের বিপক্ষে পেতে হবে জয়।

তবে, পরিসংখ্যান বলছে কাজটা মোটেও সহজ নয়। দু’দলের শেষ দেখা গেল বছর নভেম্বরে। সেখানে অবামেয়াং নৈপুণ্যে রেড ডেভিলদের হারিয়েছিলো গানাররা। শুধু কি তাই। ২০১৮ সালের এপ্রিলের পর লিগে গানারদের বিপক্ষে আর জয় পায়নি ইউনাইটেড। মুখোমুখি জয়ে অবশ্য ৮১ জয় নিয়ে এগিয়ে আছে রেড ডেভিল। ৬৬ জয় আর্সেনালের। ৪৬টি ম্যাচ হয়েছে ড্র।

দুর্দান্ত ফর্মে আছেন ব্রুনো ফার্নান্দেস। এ মৌসুমে লিগে চার গোল করেছেন পর্তুগিজ তারকা। এ ম্যাচেও তার দিকেই তাকিয়ে আছেন সমর্থকরা। ইনজুরির কারণে অনিশ্চয়তা আছে এরিক বেইলি ও ভিক্টর লিন্ডলফের খেলা নিয়ে।

প্রতিপক্ষ আর্সেনাল লিগে শুরুর ব্যর্থতা কাটিয়ে ফিরে আসার চেষ্টা করছে। শেষ ম্যাচে সাউদাম্পটনকে হারিয়ে ছন্দে আছে আর্টেটার দল। এ ম্যাচেও সে ধারাবাহিকতা ধরে রাখতে চায় গানাররা।

এই দিন দুই নগর প্রতিদ্বন্দ্বীর ম্যাচ দেখার সুযোগ পাবে ফুটবলপ্রেমীরা। শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে লড়বে ম্যানচেস্টার সিটি। ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিটিজেনরা। এ ম্যাচে শেফিল্ডকে হারাতে পারেই দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেডের সঙ্গে ব্যবধান বাড়াতে পারবে গার্দিওলার শিষ্যরা। ইনজুরি আছে ডি ব্রুইনা ও নাথান অ্যাকের। শেফিল্ডের বিপক্ষে এর আগের ১২৪ বারের দেখায় ৫২ জয় নিয়ে এগিয়ে আছে সিটিজেনরা।