১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

এনার্জিপ্যাকের আইপিও’র বৈধতা চ্যালেঞ্জ রিটের শুনানী শুরু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:১২:০৬ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
  • / ৪২১২ বার দেখা হয়েছে

প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের আইপিও’র বৈধতাকে চ্যালেঞ্জ করে আদালতে দাখিল করা রিট আবেদনের শুনানী শুরু হয়েছে। গতকাল ৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রীম কোর্টের মূল ভবনের ২৭নং কোর্টে বিচারপতি মো: খসরুজ্জামান এবং বিচারপতি মো: মাহমুদ হাসান তালুকদার এর যৌথ বেঞ্চে এ শুনানী অনুষ্ঠিত হয়। রিট পিটিশন নং: ৯৩৯৭/২০২০। আগামী ১৩ ডিসেম্বর রোববার শুনানীর পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড। কিন্তু কোম্পানি আইন,১৯৯৪ এর ৫৭ ধারা ভঙ্গ করে এনার্জিপ্যাকের আইপিও অনুমোদন দেওয়ায়- এর বৈধতাকে চ্যালেঞ্জ করে গত ৩ ডিসেম্বর আদালতে রিট আবেদন দাখিল কর‍া হয়।

বিএসইসির সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মো: সাজিদ হোসেন এবং মো: আখতারুজ্জামানের পক্ষে হাইকোর্টে এ সংক্রান্ত রিট দাখিল করেছেন বাংলাদেশ সু্প্রিম কোর্টের আইনজীবী ব্যারিষ্টার মোহাম্মদ এনাম।

শেয়ার করুন

x
English Version

এনার্জিপ্যাকের আইপিও’র বৈধতা চ্যালেঞ্জ রিটের শুনানী শুরু

আপডেট: ০৫:১২:০৬ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০

প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের আইপিও’র বৈধতাকে চ্যালেঞ্জ করে আদালতে দাখিল করা রিট আবেদনের শুনানী শুরু হয়েছে। গতকাল ৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রীম কোর্টের মূল ভবনের ২৭নং কোর্টে বিচারপতি মো: খসরুজ্জামান এবং বিচারপতি মো: মাহমুদ হাসান তালুকদার এর যৌথ বেঞ্চে এ শুনানী অনুষ্ঠিত হয়। রিট পিটিশন নং: ৯৩৯৭/২০২০। আগামী ১৩ ডিসেম্বর রোববার শুনানীর পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড। কিন্তু কোম্পানি আইন,১৯৯৪ এর ৫৭ ধারা ভঙ্গ করে এনার্জিপ্যাকের আইপিও অনুমোদন দেওয়ায়- এর বৈধতাকে চ্যালেঞ্জ করে গত ৩ ডিসেম্বর আদালতে রিট আবেদন দাখিল কর‍া হয়।

বিএসইসির সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মো: সাজিদ হোসেন এবং মো: আখতারুজ্জামানের পক্ষে হাইকোর্টে এ সংক্রান্ত রিট দাখিল করেছেন বাংলাদেশ সু্প্রিম কোর্টের আইনজীবী ব্যারিষ্টার মোহাম্মদ এনাম।