০২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

এমবাপ্পেকে ভয় পাচ্ছে না ডেনমার্ক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:১৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
  • / ৪২৩৮ বার দেখা হয়েছে

হিউলমান্দের ভালো করেই জানা আছে, ফ্রান্সের বিপক্ষে তাঁর ডিফেন্ডারদের কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। বিশেষ করে এমবাপ্পের জন্য।

সে পরীক্ষার জন্য কোনো ভয় ডেনমার্কের কাজ করছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ভয় না পেলেও এই তারকাকে নিয়ে পরিকল্পনা আছে তাদের, ‘আমরা এমবাপ্পেকে নিয়ে ভীত নই। তাকে ঠেকানোর জন্য আমাদের পরিকল্পনা আছে। গত সেপ্টেম্বরে ফ্রান্সের বিপক্ষে ম্যাচে আমরা ভালো পরিকল্পনা করেছিলাম। সে মাত্র দুই–তিনটা সুযোগ পেয়েছিল। তবে এমন অসাধারণ কোনো ফুটবলারের জন্য আপনি যত পরিকল্পনাই করেন না কেন, দমিয়ে রাখা কঠিন। কীভাবে ম্যাচে তার প্রভাব কমিয়ে রাখা যায়, আমরা তা নিয়ে অনেক বিশ্লেষণ করেছি। আমরা চাই না, সে তার প্রতিভার ঝলক দেখাক।’

এমবাপ্পের পাশাপাশি ডেনমার্কের সতর্ক থাকতে হচ্ছে অলিভিয়ের জিরুকে নিয়েও। অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোল করেছেন এই ফরোয়ার্ড। তাঁকে ঠেকানোর পরিকল্পনায় অবশ্য ডেনমার্ক অধিনায়ক সিমন কিয়ারের সহায়তা পাচ্ছেন কোচ।

আরও পড়ুন: তিউনিসিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়োল্লাস

এসি মিলানে সিমন কিয়ারের সতীর্থ জিরু। এটাকে বাড়তি সুবিধা হিসেবে দেখছেন হিউলমান্দ, ‘আশা করছি, এটা বাড়তি সুবিধা দেবে। জিরু আগের চেয়ে এখন বেশি ছন্দে আছে। ও খুবই ভয়ংকর ফুটবলার। জিরু সম্পর্কে সিমন ভালোই জানে। আমরা ছোটখাটো বিষয় নিয়ে কথা বলেছি।’

ঢাকা/এসএ

শেয়ার করুন

x
English Version

এমবাপ্পেকে ভয় পাচ্ছে না ডেনমার্ক

আপডেট: ০৭:১৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২

হিউলমান্দের ভালো করেই জানা আছে, ফ্রান্সের বিপক্ষে তাঁর ডিফেন্ডারদের কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। বিশেষ করে এমবাপ্পের জন্য।

সে পরীক্ষার জন্য কোনো ভয় ডেনমার্কের কাজ করছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ভয় না পেলেও এই তারকাকে নিয়ে পরিকল্পনা আছে তাদের, ‘আমরা এমবাপ্পেকে নিয়ে ভীত নই। তাকে ঠেকানোর জন্য আমাদের পরিকল্পনা আছে। গত সেপ্টেম্বরে ফ্রান্সের বিপক্ষে ম্যাচে আমরা ভালো পরিকল্পনা করেছিলাম। সে মাত্র দুই–তিনটা সুযোগ পেয়েছিল। তবে এমন অসাধারণ কোনো ফুটবলারের জন্য আপনি যত পরিকল্পনাই করেন না কেন, দমিয়ে রাখা কঠিন। কীভাবে ম্যাচে তার প্রভাব কমিয়ে রাখা যায়, আমরা তা নিয়ে অনেক বিশ্লেষণ করেছি। আমরা চাই না, সে তার প্রতিভার ঝলক দেখাক।’

এমবাপ্পের পাশাপাশি ডেনমার্কের সতর্ক থাকতে হচ্ছে অলিভিয়ের জিরুকে নিয়েও। অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোল করেছেন এই ফরোয়ার্ড। তাঁকে ঠেকানোর পরিকল্পনায় অবশ্য ডেনমার্ক অধিনায়ক সিমন কিয়ারের সহায়তা পাচ্ছেন কোচ।

আরও পড়ুন: তিউনিসিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়োল্লাস

এসি মিলানে সিমন কিয়ারের সতীর্থ জিরু। এটাকে বাড়তি সুবিধা হিসেবে দেখছেন হিউলমান্দ, ‘আশা করছি, এটা বাড়তি সুবিধা দেবে। জিরু আগের চেয়ে এখন বেশি ছন্দে আছে। ও খুবই ভয়ংকর ফুটবলার। জিরু সম্পর্কে সিমন ভালোই জানে। আমরা ছোটখাটো বিষয় নিয়ে কথা বলেছি।’

ঢাকা/এসএ