১০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

ক্লিয়ারিং হাউজের মালিকানা ইস্যুতে সিদ্ধান্ত নিয়েছে উভয় স্টক এক্সচেঞ্জ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৪৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ মে ২০১৮
  • / ৪৪৪৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ক্লিয়ারিং হাউজ গঠনের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) পরিচালনা পর্ষদ। বুধবার (১৬ মে) ডিএসইর কার্যালয়ে উভয় স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেন্টার কাউন্টার পার্টি বাংলাদেশ নামে ক্লিয়ারিং হাউজ গঠন করা হবে। এতে ডিএসইর মালিকানা হবে ৪৫ শতাংশ। এছাড়া সিএসইর ২০ শতাংশ, বিভিন্ন ব্যাংকের ১৫ শতাংশ ও কৌশলগত বিনিয়োগকারীর ১০ শতাংশ মালিকানা হবে।
ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, ক্লিয়ারিং হাউজ গঠনের লক্ষে আজকে ডিএসই ও সিএসইর পর্ষদের মধ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। এতে শেয়ারের মালিকানা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে ডিএসইর ৪৫ শতাংশ ও সিএসইর ২০ শতাংশ মালিকানা হবে।

এদিন চীনের কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি সাক্ষরিত হওয়ায় ডিএসইর চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিএসইর চেয়ারম্যান ড. এ.কে আব্দুল মোমেন।

ট্যাগঃ

শেয়ার করুন

x
English Version

ক্লিয়ারিং হাউজের মালিকানা ইস্যুতে সিদ্ধান্ত নিয়েছে উভয় স্টক এক্সচেঞ্জ

আপডেট: ১২:৪৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ মে ২০১৮

নিজস্ব প্রতিবেদক: ক্লিয়ারিং হাউজ গঠনের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) পরিচালনা পর্ষদ। বুধবার (১৬ মে) ডিএসইর কার্যালয়ে উভয় স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেন্টার কাউন্টার পার্টি বাংলাদেশ নামে ক্লিয়ারিং হাউজ গঠন করা হবে। এতে ডিএসইর মালিকানা হবে ৪৫ শতাংশ। এছাড়া সিএসইর ২০ শতাংশ, বিভিন্ন ব্যাংকের ১৫ শতাংশ ও কৌশলগত বিনিয়োগকারীর ১০ শতাংশ মালিকানা হবে।
ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, ক্লিয়ারিং হাউজ গঠনের লক্ষে আজকে ডিএসই ও সিএসইর পর্ষদের মধ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। এতে শেয়ারের মালিকানা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে ডিএসইর ৪৫ শতাংশ ও সিএসইর ২০ শতাংশ মালিকানা হবে।

এদিন চীনের কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি সাক্ষরিত হওয়ায় ডিএসইর চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিএসইর চেয়ারম্যান ড. এ.কে আব্দুল মোমেন।