০৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

খেরসনে অবিরাম গোলাবর্ষণ রাশিয়ার!

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:২৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
  • / ৪১২৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, রুশ বাহিনী এখনও অধিকৃত খেরসন অঞ্চলে অবিরাম গোলাবর্ষণ করছে। আর ওই হামলার দায় চাপাচ্ছে ইউক্রেনের ওপর। বুধবার (২৫ মে) সকালে একটি ফেসবুক পোস্টে খেরসনে রুশ হামলা সম্পর্কে ইউক্রেনের অপারেশনাল কমান্ড সাউথ এ তথ্য দিয়েছেন।

তাদের দাবি, দখলদার রাশিয়া ও রুশ সেনাবাহিনী স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা করতে বা দখলে সম্মত হতে বাধ্য করার চেষ্টা করছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সেনাবাহিনীর রিপোর্ট অনুযায়ী, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য খেরসন অঞ্চলের দখল করা অঞ্চল থেকে ইউক্রেনীয়দের একত্রিত করতে চায়। এটি জেনেভা কনভেনশনের চরম লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ হিসেবে যোগ্যতা অর্জন করেছে।

এদিকে গত ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ কবে থামবে, তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। এই যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি হুমকির মুখে পড়েছে। অবিলম্বে যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে। শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক ও বেলারুশে রাশিয়া ও ইউক্রেনের নেতারা একাধিকবার বৈঠক করলেও তাতে কার্যত কোনো ফল আসেনি। আলোচনা বর্তমানে বন্ধ রয়েছে। এই যুদ্ধের ফলে নিত্যপণ্যের দাম বেড়ে চলেছে। ফলে ইউক্রেন থেকে প্রায় ৬০ লাখ মানুষ পালিয়ে গেছেন। বহু মানুষ হতাহত হয়েছেন।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x
English Version

খেরসনে অবিরাম গোলাবর্ষণ রাশিয়ার!

আপডেট: ১১:২৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২

বিজনেস জার্নাল ডেস্ক: ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, রুশ বাহিনী এখনও অধিকৃত খেরসন অঞ্চলে অবিরাম গোলাবর্ষণ করছে। আর ওই হামলার দায় চাপাচ্ছে ইউক্রেনের ওপর। বুধবার (২৫ মে) সকালে একটি ফেসবুক পোস্টে খেরসনে রুশ হামলা সম্পর্কে ইউক্রেনের অপারেশনাল কমান্ড সাউথ এ তথ্য দিয়েছেন।

তাদের দাবি, দখলদার রাশিয়া ও রুশ সেনাবাহিনী স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা করতে বা দখলে সম্মত হতে বাধ্য করার চেষ্টা করছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সেনাবাহিনীর রিপোর্ট অনুযায়ী, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য খেরসন অঞ্চলের দখল করা অঞ্চল থেকে ইউক্রেনীয়দের একত্রিত করতে চায়। এটি জেনেভা কনভেনশনের চরম লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ হিসেবে যোগ্যতা অর্জন করেছে।

এদিকে গত ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ কবে থামবে, তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। এই যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি হুমকির মুখে পড়েছে। অবিলম্বে যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে। শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক ও বেলারুশে রাশিয়া ও ইউক্রেনের নেতারা একাধিকবার বৈঠক করলেও তাতে কার্যত কোনো ফল আসেনি। আলোচনা বর্তমানে বন্ধ রয়েছে। এই যুদ্ধের ফলে নিত্যপণ্যের দাম বেড়ে চলেছে। ফলে ইউক্রেন থেকে প্রায় ৬০ লাখ মানুষ পালিয়ে গেছেন। বহু মানুষ হতাহত হয়েছেন।

ঢাকা/এসএ