০৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় ২০ ফিলিস্তিনি নিহত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৪৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
  • / ৪১০৫ বার দেখা হয়েছে

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরও ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। রাফাহ শহর এবং মধ্য গাজায় এই হামলা চালানো হয় বলে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

দক্ষিণ গাজার রাফাহ শহরে আবাসিক বাড়িঘরে চালানো হামলায় ১৪ জন নিহত হয়। অন্যদিকে মধ্য গাজা আল-নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে পৃথক বিমান হামলায় আরও ছয়জন নিহত হন। খবর রয়টার্স

এছাড়াও গাজার আল শিফা হাসপাতালের আশপাশে নতুন করে টানা বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েল এক বিবৃতিতে বলেছে, হামাস আল শিফা হাসপাতালের ভেতরে পুনর্গঠিত হয়েছে এবং ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণের নির্দেশ দিতে হাসপাতালটি ব্যবহার করছে। হাসপাতালে অভিযানকালে হামাস যোদ্ধাদের সঙ্গে গুলি বিনিময়ে তাদের এক সেনার প্রাণ গেছে।

আরও পড়ুন: সোমালি জলদস্যুদের কাছ থেকে জাহাজ দখলে নিলো ভারতীয় নৌবাহিনী

গাজাবাসী এই দুর্দশার মধ্যে যোগ হয়েছে বৃষ্টির ভোগান্তি। গাজার দেইর আল-বালাহর এক তাঁবুতে পাঁচ সন্তান নিয়ে দিন যাপন করছেন শাবান আবদেল-রউফ তিনি সাংবাদিকদের বলেন, আমরা বোমা এবং বজ্রপাতের শব্দের মধ্যে আর পার্থক্য করতে পারছি না। এক সময় আমরা বৃষ্টির জন্য অপেক্ষা করতাম, আল্লাহর কাছে প্রার্থনা করতাম। আজ আমরা প্রার্থনা করছি যেন বৃষ্টি না হয়। বাস্তুচ্যুত মানুষ খুবই দুর্দশার মধ্যে রয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের আক্রমণের ফলে এখন পর্যন্ত ৩১ হাজার ৭২৬ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ৭৪ হাজার মানুষ।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

x
English Version

গাজায় ইসরায়েলি বিমান হামলায় ২০ ফিলিস্তিনি নিহত

আপডেট: ১১:৪৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরও ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। রাফাহ শহর এবং মধ্য গাজায় এই হামলা চালানো হয় বলে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

দক্ষিণ গাজার রাফাহ শহরে আবাসিক বাড়িঘরে চালানো হামলায় ১৪ জন নিহত হয়। অন্যদিকে মধ্য গাজা আল-নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে পৃথক বিমান হামলায় আরও ছয়জন নিহত হন। খবর রয়টার্স

এছাড়াও গাজার আল শিফা হাসপাতালের আশপাশে নতুন করে টানা বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েল এক বিবৃতিতে বলেছে, হামাস আল শিফা হাসপাতালের ভেতরে পুনর্গঠিত হয়েছে এবং ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণের নির্দেশ দিতে হাসপাতালটি ব্যবহার করছে। হাসপাতালে অভিযানকালে হামাস যোদ্ধাদের সঙ্গে গুলি বিনিময়ে তাদের এক সেনার প্রাণ গেছে।

আরও পড়ুন: সোমালি জলদস্যুদের কাছ থেকে জাহাজ দখলে নিলো ভারতীয় নৌবাহিনী

গাজাবাসী এই দুর্দশার মধ্যে যোগ হয়েছে বৃষ্টির ভোগান্তি। গাজার দেইর আল-বালাহর এক তাঁবুতে পাঁচ সন্তান নিয়ে দিন যাপন করছেন শাবান আবদেল-রউফ তিনি সাংবাদিকদের বলেন, আমরা বোমা এবং বজ্রপাতের শব্দের মধ্যে আর পার্থক্য করতে পারছি না। এক সময় আমরা বৃষ্টির জন্য অপেক্ষা করতাম, আল্লাহর কাছে প্রার্থনা করতাম। আজ আমরা প্রার্থনা করছি যেন বৃষ্টি না হয়। বাস্তুচ্যুত মানুষ খুবই দুর্দশার মধ্যে রয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের আক্রমণের ফলে এখন পর্যন্ত ৩১ হাজার ৭২৬ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ৭৪ হাজার মানুষ।

ঢাকা/এসএইচ