১২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

গুরুতর অসুস্থ বলিউড নির্মাতা শ্যাম বেনেগাল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৫১:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
  • / ৪২৪৭ বার দেখা হয়েছে

বলিউডের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল গুরুতর অসুস্থ। তিনি কিডনির অসুখে ভুগছেন। অসুস্থতার কারণে শয্যাশায়ী ৮৮ বছরের বর্ষীয়ান এ নির্মাতা পরিচালক। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতিও নেই। তাই বাড়িতেই চিকিৎসা চলছে ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ পরিচালকের।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জানা গেছে, গত কয়েক দিন ধরেই বেশ অসুস্থ ‘মণ্ডি’ খ্যাত পরিচালক। সম্প্রতি শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে তার। গুরুতর অসুস্থাতার জেরে দুটি কিডনিই কাজ করা বন্ধ করে দিয়েছে শ্যাম বেনেগালের।

এখন তার ডায়ালিসিস চলছে। আপাতত বাড়িতেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

নির্মাতার বাড়ির কর্মীদের সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত অসুস্থতা থাকলেও গত কয়েকদিনে শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে শ্যাম বেনেগালের। বেশ কিছুদিন বাড়ির মধ্যে নিজের অফিসেও যেতে পারেননি তিনি।

আরও পড়ুন: আবারও পুরোনো বিতর্ক উসকে দিলেন পরিচালক

তবে শোনা যাচ্ছে, এর মধ্যেও নিজের পরবর্তী কাজ নিয়ে চিন্তা-ভাবনা করছিলেন দাদাসাহেব ফালকে পুরস্কার বিজয়ী এ নির্মাতা।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবন নিয়ে সিনেমা নির্মাণ করছেন শ্যাম বেনেগাল। এ সিনেমার নাম, ‘মুজিব: দ্য মেকিং অফ এ নেশন’। এই সিনেমার কাজেই গত কয়েক দিন ধরে ব্যস্ত ছিলেন তিনি।

বর্তমানে ‘ফেডেরেশন অফ ফিল্মস সোসাইটিজ অফ ইন্ডিয়া’র সভাপতি শ্যাম বেনেগাল। ১৯৭৪ সালে ‘অঙ্কুর’ সিনেমা দিয়ে যাত্রা শুরু করেন তিনি। শ্যাম বেনেগাল প্রথম সিনেমার জন্য ভারতের জাতীয় পুরস্কার লাভ করেছেন। ১৯৭৫ সাল থেকে শুরু করে পর পর পাঁচ বছর ভারতের জাতীয় পুরস্কার অর্জন করেন শ্যাম বেনেগাল।

ঢাকা/টিএ

শেয়ার করুন

x
English Version

গুরুতর অসুস্থ বলিউড নির্মাতা শ্যাম বেনেগাল

আপডেট: ০৭:৫১:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩

বলিউডের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল গুরুতর অসুস্থ। তিনি কিডনির অসুখে ভুগছেন। অসুস্থতার কারণে শয্যাশায়ী ৮৮ বছরের বর্ষীয়ান এ নির্মাতা পরিচালক। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতিও নেই। তাই বাড়িতেই চিকিৎসা চলছে ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ পরিচালকের।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জানা গেছে, গত কয়েক দিন ধরেই বেশ অসুস্থ ‘মণ্ডি’ খ্যাত পরিচালক। সম্প্রতি শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে তার। গুরুতর অসুস্থাতার জেরে দুটি কিডনিই কাজ করা বন্ধ করে দিয়েছে শ্যাম বেনেগালের।

এখন তার ডায়ালিসিস চলছে। আপাতত বাড়িতেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

নির্মাতার বাড়ির কর্মীদের সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত অসুস্থতা থাকলেও গত কয়েকদিনে শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে শ্যাম বেনেগালের। বেশ কিছুদিন বাড়ির মধ্যে নিজের অফিসেও যেতে পারেননি তিনি।

আরও পড়ুন: আবারও পুরোনো বিতর্ক উসকে দিলেন পরিচালক

তবে শোনা যাচ্ছে, এর মধ্যেও নিজের পরবর্তী কাজ নিয়ে চিন্তা-ভাবনা করছিলেন দাদাসাহেব ফালকে পুরস্কার বিজয়ী এ নির্মাতা।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবন নিয়ে সিনেমা নির্মাণ করছেন শ্যাম বেনেগাল। এ সিনেমার নাম, ‘মুজিব: দ্য মেকিং অফ এ নেশন’। এই সিনেমার কাজেই গত কয়েক দিন ধরে ব্যস্ত ছিলেন তিনি।

বর্তমানে ‘ফেডেরেশন অফ ফিল্মস সোসাইটিজ অফ ইন্ডিয়া’র সভাপতি শ্যাম বেনেগাল। ১৯৭৪ সালে ‘অঙ্কুর’ সিনেমা দিয়ে যাত্রা শুরু করেন তিনি। শ্যাম বেনেগাল প্রথম সিনেমার জন্য ভারতের জাতীয় পুরস্কার লাভ করেছেন। ১৯৭৫ সাল থেকে শুরু করে পর পর পাঁচ বছর ভারতের জাতীয় পুরস্কার অর্জন করেন শ্যাম বেনেগাল।

ঢাকা/টিএ