০১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

গোলকিপারকে ঘুষি মারায় ৪০ বছর নিষিদ্ধ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৪৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
  • / ৪১৮৯ বার দেখা হয়েছে

প্রতিপক্ষ গোলকিপারের ওপর হামলায় দোষী প্রমাণিত হওয়ায় এক ভক্তের ওপর ৪০ বছরের স্টেডিয়াম নিষেধাজ্ঞা আরোপ করেছে ডাচ ক্লাব পিএসভি।

ঘটনাটি ছিল গত ফেব্রুয়ারির। ইউরোপা লিগে প্লে-অফের দ্বিতীয় লেগে পিএসভি ঘরের মাঠ ফিলিপস স্টেডিয়ামে সেভিয়ার মুখোমুখি হয়েছিল। ম্যাচটা তখন প্রায় শেষের পথে। এক তরুণ ভক্ত হঠাতই মাঠে অনুপ্রবেশ করে বসেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সরাসরি সার্বিয়ান গোলকিপার দিমিত্রভের মুখের ওপর ঘুষি বসাতে গেলে পরে ওই তরুণকে নিবৃত্ত করতে সমর্থ হন তিনি। ম্যাচটা চালিয়ে যেতে পেরেছিলেন দিমিত্রভ। সেভিয়া ওই ম্যাচ ২-০ গোলে হারলেও দুই লেগ মিলে ৩-২ গোলে তাদের জয় নিশ্চিত হয়েছে।

অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার পর তখনই বোঝা গিয়েছিল, বিষয়টা অনেক দূর গড়াবে। ২০ বছর বয়সী ওই তরুণের কাণ্ডে পিএসভির বিরুদ্ধে ডিসিপ্লিনারি তদন্ত শুরু করেছে উয়েফা। তাদের হয়তো বড় অঙ্কের জরিমানা গুণতে হবে। তার আগেই ওই তরুণকে নিষেধাজ্ঞার শাস্তি শুনিয়েছে পিএসভি। পিএসভির স্টেডিয়ামে তরুণকে ৪০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন: ফ্রান্সের নতুন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে

অবশ্য এই ঘটনায় ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনও ভীষণ ক্ষীপ্ত হয়েছিল। শাস্তি স্বরূপ দেশটির জাতীয় স্টেডিয়ামগুলোয় তরুণকে ২০২৬ সাল পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে তাকে। পিএসভির ফিলিপস স্টেডিয়ামের আশেপাশের এলাকাতেও তিনি দুই বছর নিষিদ্ধ থাকবেন। ডাচ ক্লাবটি জানিয়েছে, আর্থিক ক্ষতিপূরণের বিষয়টি ওই তরুণের কাছ থেকে আদায় করার চেষ্টা করবেন তারা।

ঢাকা/এসএম

শেয়ার করুন

x
English Version

গোলকিপারকে ঘুষি মারায় ৪০ বছর নিষিদ্ধ

আপডেট: ১১:৪৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

প্রতিপক্ষ গোলকিপারের ওপর হামলায় দোষী প্রমাণিত হওয়ায় এক ভক্তের ওপর ৪০ বছরের স্টেডিয়াম নিষেধাজ্ঞা আরোপ করেছে ডাচ ক্লাব পিএসভি।

ঘটনাটি ছিল গত ফেব্রুয়ারির। ইউরোপা লিগে প্লে-অফের দ্বিতীয় লেগে পিএসভি ঘরের মাঠ ফিলিপস স্টেডিয়ামে সেভিয়ার মুখোমুখি হয়েছিল। ম্যাচটা তখন প্রায় শেষের পথে। এক তরুণ ভক্ত হঠাতই মাঠে অনুপ্রবেশ করে বসেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সরাসরি সার্বিয়ান গোলকিপার দিমিত্রভের মুখের ওপর ঘুষি বসাতে গেলে পরে ওই তরুণকে নিবৃত্ত করতে সমর্থ হন তিনি। ম্যাচটা চালিয়ে যেতে পেরেছিলেন দিমিত্রভ। সেভিয়া ওই ম্যাচ ২-০ গোলে হারলেও দুই লেগ মিলে ৩-২ গোলে তাদের জয় নিশ্চিত হয়েছে।

অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার পর তখনই বোঝা গিয়েছিল, বিষয়টা অনেক দূর গড়াবে। ২০ বছর বয়সী ওই তরুণের কাণ্ডে পিএসভির বিরুদ্ধে ডিসিপ্লিনারি তদন্ত শুরু করেছে উয়েফা। তাদের হয়তো বড় অঙ্কের জরিমানা গুণতে হবে। তার আগেই ওই তরুণকে নিষেধাজ্ঞার শাস্তি শুনিয়েছে পিএসভি। পিএসভির স্টেডিয়ামে তরুণকে ৪০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন: ফ্রান্সের নতুন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে

অবশ্য এই ঘটনায় ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনও ভীষণ ক্ষীপ্ত হয়েছিল। শাস্তি স্বরূপ দেশটির জাতীয় স্টেডিয়ামগুলোয় তরুণকে ২০২৬ সাল পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে তাকে। পিএসভির ফিলিপস স্টেডিয়ামের আশেপাশের এলাকাতেও তিনি দুই বছর নিষিদ্ধ থাকবেন। ডাচ ক্লাবটি জানিয়েছে, আর্থিক ক্ষতিপূরণের বিষয়টি ওই তরুণের কাছ থেকে আদায় করার চেষ্টা করবেন তারা।

ঢাকা/এসএম