০৩:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

ঘন কুয়াশায় মহাসড়কে কমেছে যান চলাচল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:০৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২
  • / ৪২৪০ বার দেখা হয়েছে

ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে পদ্মা নদীর তীরবর্তী মাদারীপুর। শুক্রবার (৩০ ডিসেম্বর) মধ্যরাত থেকেই কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। জেলার নদ-নদীর অববাহিকা ঢাকা পড়েছে গাঢ় কুয়াশায়। শনিবার সকাল থেকে কুয়াশার মাত্রা বেশি থাকায় সামান্য দূরত্বও অস্পষ্ট। ফলে জেলার সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। মহাসড়কে ধীরগতিতে চলতে হচ্ছে যানবাহন।

এদিকে ঘন কুয়াশার পাশাপাশি গত ১ সপ্তাহ ধরে শীতের মাত্রাও বেড়েছে এই জেলায়। শীতের প্রকোপে রাস্তাঘাটে ও স্থানীয় হাট-বাজারগুলোতে সকাল থেকেই লোকজনের উপস্থিতি কম।

অন্যদিকে, শীতের কারণে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে চরাঞ্চলের লোকজন বেশি সমস্যার মুখে পড়েছেন। তারা ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত কাজে যেতে পারছেন না।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এদিকে, ঘন কুয়াশায় ঢাকা পড়েছে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে। এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলে ধীর গতি রয়েছে। এ ছাড়াও জেলার আঞ্চলিক সড়কগুলোতে ছোট ছোট যানবাহনের সংখ্যাও ছিল অপ্রতুল। কিছুক্ষণ পর পর দুই একটি গাড়ি চলাচল করলেও গাড়িতে জ্বলছে বাতি।

শিবচর হাইওয়ে থানা সূত্র জানিয়েছে, রাত থেকে কুয়াশার মাত্রা বেড়েছে। মহাসড়কে ধীরগতিতে যানবাহন চলছে। সকাল থেকে যানবাহনের সংখ্যা অপেক্ষাকৃত কম দেখা যাচ্ছে। এদিকে হাইওয়ে পুলিশের টিম মহাসড়কে দায়িত্ব পালন করছে।

পদ্মা সেতু দক্ষিণ থানা সূত্র জানিয়েছে, ঘন কুয়াশার কারণে এখন পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে যানবাহন চলাচলে ধীরগতি রয়েছে সেতুতে। মহাসড়কে পুলিশ রয়েছে।

শিবচর চরজানাজাত এলাকার কৃষক ষাটোর্ধ্ব আবুল হোসেন বলেন, কয়েকদিন ধরে অনেক শীত, এর সঙ্গে কুয়াশা কাজে বের হতে হতে দুপুর হয়ে যায়। শীতে আমাগো এলাকায় অনেক লোক অসুস্থ হয়ে পড়ছে। অসুস্থতার শঙ্কা নিয়ে কাজে যাই। কী করবো পেট তো চালানো লাগবো।

আরও পড়ুন: ২০২৪ সালে উৎপাদনে যাবে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

আনোয়ার হোসেন নামে এক ব্যাটারিচালিত অটোচালক বলেন, ভোরে মাদারীপুর থেকে শিবচরের উদ্দেশে রওনা হয়েছি। যেখানে এক ঘণ্টায় শিবচর আসবো সেখানে কুয়াশার কারণে আড়াই ঘণ্টা লাগলো।

শিবচর হাইওয়ে পুলিশের এসআই আব্দুল্লাহ হেল বাকী জানান, কুয়াশার কারণে যানবাহন চলাচলে ধীরগতি রয়েছে মহাসড়কে। হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা যাচ্ছে। হাইওয়ে পুলিশের টিম দায়িত্ব সড়কে আছে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x
English Version

ঘন কুয়াশায় মহাসড়কে কমেছে যান চলাচল

আপডেট: ১১:০৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২

ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে পদ্মা নদীর তীরবর্তী মাদারীপুর। শুক্রবার (৩০ ডিসেম্বর) মধ্যরাত থেকেই কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। জেলার নদ-নদীর অববাহিকা ঢাকা পড়েছে গাঢ় কুয়াশায়। শনিবার সকাল থেকে কুয়াশার মাত্রা বেশি থাকায় সামান্য দূরত্বও অস্পষ্ট। ফলে জেলার সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। মহাসড়কে ধীরগতিতে চলতে হচ্ছে যানবাহন।

এদিকে ঘন কুয়াশার পাশাপাশি গত ১ সপ্তাহ ধরে শীতের মাত্রাও বেড়েছে এই জেলায়। শীতের প্রকোপে রাস্তাঘাটে ও স্থানীয় হাট-বাজারগুলোতে সকাল থেকেই লোকজনের উপস্থিতি কম।

অন্যদিকে, শীতের কারণে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে চরাঞ্চলের লোকজন বেশি সমস্যার মুখে পড়েছেন। তারা ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত কাজে যেতে পারছেন না।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এদিকে, ঘন কুয়াশায় ঢাকা পড়েছে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে। এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলে ধীর গতি রয়েছে। এ ছাড়াও জেলার আঞ্চলিক সড়কগুলোতে ছোট ছোট যানবাহনের সংখ্যাও ছিল অপ্রতুল। কিছুক্ষণ পর পর দুই একটি গাড়ি চলাচল করলেও গাড়িতে জ্বলছে বাতি।

শিবচর হাইওয়ে থানা সূত্র জানিয়েছে, রাত থেকে কুয়াশার মাত্রা বেড়েছে। মহাসড়কে ধীরগতিতে যানবাহন চলছে। সকাল থেকে যানবাহনের সংখ্যা অপেক্ষাকৃত কম দেখা যাচ্ছে। এদিকে হাইওয়ে পুলিশের টিম মহাসড়কে দায়িত্ব পালন করছে।

পদ্মা সেতু দক্ষিণ থানা সূত্র জানিয়েছে, ঘন কুয়াশার কারণে এখন পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে যানবাহন চলাচলে ধীরগতি রয়েছে সেতুতে। মহাসড়কে পুলিশ রয়েছে।

শিবচর চরজানাজাত এলাকার কৃষক ষাটোর্ধ্ব আবুল হোসেন বলেন, কয়েকদিন ধরে অনেক শীত, এর সঙ্গে কুয়াশা কাজে বের হতে হতে দুপুর হয়ে যায়। শীতে আমাগো এলাকায় অনেক লোক অসুস্থ হয়ে পড়ছে। অসুস্থতার শঙ্কা নিয়ে কাজে যাই। কী করবো পেট তো চালানো লাগবো।

আরও পড়ুন: ২০২৪ সালে উৎপাদনে যাবে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

আনোয়ার হোসেন নামে এক ব্যাটারিচালিত অটোচালক বলেন, ভোরে মাদারীপুর থেকে শিবচরের উদ্দেশে রওনা হয়েছি। যেখানে এক ঘণ্টায় শিবচর আসবো সেখানে কুয়াশার কারণে আড়াই ঘণ্টা লাগলো।

শিবচর হাইওয়ে পুলিশের এসআই আব্দুল্লাহ হেল বাকী জানান, কুয়াশার কারণে যানবাহন চলাচলে ধীরগতি রয়েছে মহাসড়কে। হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা যাচ্ছে। হাইওয়ে পুলিশের টিম দায়িত্ব সড়কে আছে।

ঢাকা/এসএ