০৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

চট্টগ্রামে একদিনে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
  • / ৪১৫০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদকঃ চট্টগ্রামে সবশেষ ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে আরও দুজন মারা গেছেন। এ নিয়ে মোট মারা গেল ৪৮২ জন। এরআগে গতকাল বৃহস্পতিবার (২২ এপ্রিল) করোনায় মারা যায় তিনজন।

এছাড়া একই সময় নতুন করে ২৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩ শতাংশের বেশি। যা গত তিন দিনের মধ্যে এই হার সর্বনিম্ন। শুক্রবার (২৩ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো সর্বশেষ ২৪ ঘণ্টার করোনা-সংক্রান্ত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

সরকারি তথ্য অনুযায়ী, এ নিয়ে চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে মোট ৪৮২ জন মারা গেলেন। চট্টগ্রামে এখন পর্যন্ত ৪৮ হাজার ৪৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানান, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৪২ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২৯৮ জনের করোনা পজিটিভ আসে।

সবশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে সংক্রমণ হার কমে এসেছে। সবশেষ ২৪ ঘণ্টার হিসাবে চট্টগ্রামে সংক্রমণ হার ১৩ শতাংশের বেশি।

ঢাকা/এসএ

 

শেয়ার করুন

x
English Version

চট্টগ্রামে একদিনে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

আপডেট: ০৩:১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদকঃ চট্টগ্রামে সবশেষ ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে আরও দুজন মারা গেছেন। এ নিয়ে মোট মারা গেল ৪৮২ জন। এরআগে গতকাল বৃহস্পতিবার (২২ এপ্রিল) করোনায় মারা যায় তিনজন।

এছাড়া একই সময় নতুন করে ২৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩ শতাংশের বেশি। যা গত তিন দিনের মধ্যে এই হার সর্বনিম্ন। শুক্রবার (২৩ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো সর্বশেষ ২৪ ঘণ্টার করোনা-সংক্রান্ত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

সরকারি তথ্য অনুযায়ী, এ নিয়ে চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে মোট ৪৮২ জন মারা গেলেন। চট্টগ্রামে এখন পর্যন্ত ৪৮ হাজার ৪৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানান, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৪২ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২৯৮ জনের করোনা পজিটিভ আসে।

সবশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে সংক্রমণ হার কমে এসেছে। সবশেষ ২৪ ঘণ্টার হিসাবে চট্টগ্রামে সংক্রমণ হার ১৩ শতাংশের বেশি।

ঢাকা/এসএ