০৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

চট্টগ্রামে ভূকম্পন অনুভূত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৯:৩৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১
  • / ৪১৫৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদকঃ চট্টগ্রাম, রাঙ্গামাটি, কক্সবাজারসহ আশপাশের এলাকায় মাঝারি ভূকম্পন অনুভূত হয়েছে। পাঁচ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল প্রতিবেশী দেশ মিয়ানমারের হেখা (Hakha) অঞ্চলে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের মূল কেন্দ্র ঢাকার আগারগাঁও থেকে ৪১৪ কিলোমিটার দূরত্বে চট্টগ্রাম অঞ্চলে এ ভূকম্প অনুভূত হয় রোববার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় এ ভূকম্পন বেশি অনুভূত হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প ইউনিটের ওয়ারলেস সুপারভাইজার জহিরুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ২৭ দশমিক ৩ কিলোমিটার গভীরে ভূমিকম্প হওয়ায় খুব বেশি টের পাওয়া যায়নি। আজকে আর পুনরায় এ ভূমিকম্প হওয়ার সম্ভাবনাও নেই।

তিনি বলেন, শুরুতে আমরা ভেবেছিলাম এটি ৪.৯ মাত্রায় ভূমিকম্প। পরে বিশ্লেষণ করে দেখা গেছে, এটি মাঝারি অর্থাৎ ৫.০ রিখটার স্কেলে অনুভূত হয়।

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫ থেকে ৫ দশমিক ৯ হলে মাঝারি ধরনের ভূমিকম্প বলা হয়ে থাকে। আর ৪ দশমিক ৯ মাত্রায় হলে এটিকে মৃদু ভূমিকম্প বলা হয়।

এর আগে গত ৫ এপ্রিল দেশের উত্তর ও উত্তরপশ্চিম অর্থাৎ উত্তরাঞ্চলে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১। সেটির উৎপত্তি স্থল ছিল ঢাকার আগারগাঁও আবহাওয়া অফিস থেকে ৪০৩ কিলোমিটার দূরে ভুটানের সামছি এলাকায়।

ঢাকা/এনইউ

শেয়ার করুন

x
English Version

চট্টগ্রামে ভূকম্পন অনুভূত

আপডেট: ০৯:৩৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদকঃ চট্টগ্রাম, রাঙ্গামাটি, কক্সবাজারসহ আশপাশের এলাকায় মাঝারি ভূকম্পন অনুভূত হয়েছে। পাঁচ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল প্রতিবেশী দেশ মিয়ানমারের হেখা (Hakha) অঞ্চলে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের মূল কেন্দ্র ঢাকার আগারগাঁও থেকে ৪১৪ কিলোমিটার দূরত্বে চট্টগ্রাম অঞ্চলে এ ভূকম্প অনুভূত হয় রোববার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় এ ভূকম্পন বেশি অনুভূত হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প ইউনিটের ওয়ারলেস সুপারভাইজার জহিরুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ২৭ দশমিক ৩ কিলোমিটার গভীরে ভূমিকম্প হওয়ায় খুব বেশি টের পাওয়া যায়নি। আজকে আর পুনরায় এ ভূমিকম্প হওয়ার সম্ভাবনাও নেই।

তিনি বলেন, শুরুতে আমরা ভেবেছিলাম এটি ৪.৯ মাত্রায় ভূমিকম্প। পরে বিশ্লেষণ করে দেখা গেছে, এটি মাঝারি অর্থাৎ ৫.০ রিখটার স্কেলে অনুভূত হয়।

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫ থেকে ৫ দশমিক ৯ হলে মাঝারি ধরনের ভূমিকম্প বলা হয়ে থাকে। আর ৪ দশমিক ৯ মাত্রায় হলে এটিকে মৃদু ভূমিকম্প বলা হয়।

এর আগে গত ৫ এপ্রিল দেশের উত্তর ও উত্তরপশ্চিম অর্থাৎ উত্তরাঞ্চলে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১। সেটির উৎপত্তি স্থল ছিল ঢাকার আগারগাঁও আবহাওয়া অফিস থেকে ৪০৩ কিলোমিটার দূরে ভুটানের সামছি এলাকায়।

ঢাকা/এনইউ