০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

চীন থেকে উপহারের টিকা আসছে কাল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৩৬:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
  • / ৪১৫০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: চীনের কাছ থেকে দ্বিতীয় দফায় পাওয়া উপহারের ছয় লাখ কভিড-১৯ প্রতিরোধী টিকা বাংলাদেশে আসছে কাল। ঢাকায় নিযুক্ত দেশটির উপ-রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান গতকাল সকালে তার ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেন। টিকা আনার উদ্দেশ্যে ঢাকা থেকে বেইজিং যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি কার্গো বিমান। আগামীকাল বিকাল নাগাদ বিমানগুলো ঢাকায় ফিরে আসবে বলে জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের জানিয়েছিলেন, চীনের উপহারের ছয় লাখ ডোজ টিকা আনতে দুটি সি-১৩০ প্লেন পাঠানো হচ্ছে। এছাড়া চীনা কমিউনিস্ট পার্টি আওয়ামী লীগকে বিভিন্ন ধরনের চিকিৎসা সরঞ্জাম দেবে। টিকা রাখার পর প্লেনে যেটুকু খালি জায়গা থাকবে, সেখানে এসব সামগ্রী নিয়ে আসা হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উপহারের টিকা আনতে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি পরিবহন বিমান কাল সকালে বেইজিং যাবে। উপহারের টিকা ও চিকিৎসাসামগ্রী নিয়ে সেদিন বিকালেই ঢাকায় ফিরবে বাহন দুটি। এর আগে গত ১২ মে সিনোফার্মের তৈরি পাঁচ লাখ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন। তার নয়দিনের মাথায় দ্বিতীয় দফায় বাংলাদেশকে টিকা উপহার দেয়ার ঘোষণা দেয় দেশটি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এছাড়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নেতৃত্বে নভেল করোনাভাইরাস প্রতিরোধী টিকার আন্তর্জাতিক প্লাটফর্ম কোভ্যাক্সের আওতায় ১০ লাখ ৮০০ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ। গতকাল পররাষ্ট্রমন্ত্রী জানান, শিগগিরই এ টিকার চালান বাংলাদেশে আসবে। তবে কোন দেশ বা উৎস থেকে কোভ্যাক্স এ টিকা সরবরাহ করবে, তার বিস্তারিত জানানো হয়নি।

উল্লেখ্য, ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে গত ৭ ফেব্রুয়ারি দেশে গণটিকাদান কর্মসূচি শুরু হয়। সেরাম ইনস্টিটিউট থেকে তিন কোটি ডোজ টিকা কেনার বিষয়ে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ছয় মাসে এসব টিকা আসার কথা ছিল। তবে সেরাম ইনস্টিটিউট থেকে দুই চালানে মোট ৭০ লাখ টিকা পাঠানো হয়। এর বাইরে ভারত সরকারের

উপহার হিসেবে পাওয়া যায় ৩৩ লাখ ডোজ টিকা। করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ায় গত মার্চে টিকা রফতানিতে বিধিনিষেধ আরোপ করে ভারত। এতে বাংলাদেশ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়ে। এরই মধ্যে প্রথম ডোজ পাওয়া সাড়ে ১৪ লাখ ব্যক্তির দ্বিতীয় ডোজ পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ ঘাটতি পূরণের জন্য বিভিন্ন দেশের কাছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা চেয়ে অনুরোধ জানায় বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের কাছেও ২০ লাখ ডোজ টিকা চাওয়া হয়।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

ট্যাগঃ

শেয়ার করুন

x
English Version

চীন থেকে উপহারের টিকা আসছে কাল

আপডেট: ০২:৩৬:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: চীনের কাছ থেকে দ্বিতীয় দফায় পাওয়া উপহারের ছয় লাখ কভিড-১৯ প্রতিরোধী টিকা বাংলাদেশে আসছে কাল। ঢাকায় নিযুক্ত দেশটির উপ-রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান গতকাল সকালে তার ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেন। টিকা আনার উদ্দেশ্যে ঢাকা থেকে বেইজিং যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি কার্গো বিমান। আগামীকাল বিকাল নাগাদ বিমানগুলো ঢাকায় ফিরে আসবে বলে জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের জানিয়েছিলেন, চীনের উপহারের ছয় লাখ ডোজ টিকা আনতে দুটি সি-১৩০ প্লেন পাঠানো হচ্ছে। এছাড়া চীনা কমিউনিস্ট পার্টি আওয়ামী লীগকে বিভিন্ন ধরনের চিকিৎসা সরঞ্জাম দেবে। টিকা রাখার পর প্লেনে যেটুকু খালি জায়গা থাকবে, সেখানে এসব সামগ্রী নিয়ে আসা হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উপহারের টিকা আনতে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি পরিবহন বিমান কাল সকালে বেইজিং যাবে। উপহারের টিকা ও চিকিৎসাসামগ্রী নিয়ে সেদিন বিকালেই ঢাকায় ফিরবে বাহন দুটি। এর আগে গত ১২ মে সিনোফার্মের তৈরি পাঁচ লাখ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন। তার নয়দিনের মাথায় দ্বিতীয় দফায় বাংলাদেশকে টিকা উপহার দেয়ার ঘোষণা দেয় দেশটি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এছাড়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নেতৃত্বে নভেল করোনাভাইরাস প্রতিরোধী টিকার আন্তর্জাতিক প্লাটফর্ম কোভ্যাক্সের আওতায় ১০ লাখ ৮০০ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ। গতকাল পররাষ্ট্রমন্ত্রী জানান, শিগগিরই এ টিকার চালান বাংলাদেশে আসবে। তবে কোন দেশ বা উৎস থেকে কোভ্যাক্স এ টিকা সরবরাহ করবে, তার বিস্তারিত জানানো হয়নি।

উল্লেখ্য, ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে গত ৭ ফেব্রুয়ারি দেশে গণটিকাদান কর্মসূচি শুরু হয়। সেরাম ইনস্টিটিউট থেকে তিন কোটি ডোজ টিকা কেনার বিষয়ে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ছয় মাসে এসব টিকা আসার কথা ছিল। তবে সেরাম ইনস্টিটিউট থেকে দুই চালানে মোট ৭০ লাখ টিকা পাঠানো হয়। এর বাইরে ভারত সরকারের

উপহার হিসেবে পাওয়া যায় ৩৩ লাখ ডোজ টিকা। করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ায় গত মার্চে টিকা রফতানিতে বিধিনিষেধ আরোপ করে ভারত। এতে বাংলাদেশ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়ে। এরই মধ্যে প্রথম ডোজ পাওয়া সাড়ে ১৪ লাখ ব্যক্তির দ্বিতীয় ডোজ পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ ঘাটতি পূরণের জন্য বিভিন্ন দেশের কাছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা চেয়ে অনুরোধ জানায় বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের কাছেও ২০ লাখ ডোজ টিকা চাওয়া হয়।

ঢাকা/এনইউ

আরও পড়ুন: