১১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

ছেলেদের উত্যক্ত করেন সাবিলা নূর

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:১৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০
  • / ৪১৭৪ বার দেখা হয়েছে

সাধারণত ছেলেদের বেলায় ইভ টিজিং বা উত্যক্ত করার ঘটনা ঘটে থাকে। যার শিকার হন মেয়েরা।  এবার দেখা যাবে ভিন্ন চিত্র। মেয়ে ইভটিজিং করছে ছেলেদের।  এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটক‘এক্সচেঞ্জ’।

মেজবাহ উদ্দীন সুমননের রচনায়  রুবেল হাসান নির্মাণ করছেন  নাটকটি । এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও সাবিলা নূর।

মজার এই নাটকটি আজ বিকাল ৪টায় উন্মুক্ত হলো প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

 

যেখানে দেখা যায়, সাবিলা নূর তার বন্ধুদের নিয়ে রাস্তায় উত্যক্ত করছেন অপূর্বকে! কাজটি প্রসঙ্গে এর নির্মাতা রুবেল হাসান বলেন, ‘এটা মূলত ইভ টিজিং এর প্রতিবাদস্বরূপ নির্মাণ করেছি। ছেলেরা যেভাবে প্রতিনিয়ত মেয়েদের উত্যক্ত করে, সেটি থেকে উত্তরণের পথ দেখানোর চেষ্টা করেছি আমরা। চেয়েছি, ছেলেরা যেন মেয়েদের কষ্টটা অনুভব করতে পারে।’

কাজটি প্রসঙ্গে সাবিলা নূরের অভিমত এমন, ‌‘ইভ টিজিংয়ের বিরুদ্ধে এই নাটকটি প্রতীকী প্রতিবাদের মতো। আমার বিশ্বাস, নাটকটি দেখার পর কোনও ছেলে বা পুরুষ কখনো আর কোনও মেয়েকে উত্যক্ত বা টিজ করবে না। তবেই আমাদের পরিশ্রম সার্থক হবে।’

শেয়ার করুন

x
English Version

ছেলেদের উত্যক্ত করেন সাবিলা নূর

আপডেট: ০৫:১৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০

সাধারণত ছেলেদের বেলায় ইভ টিজিং বা উত্যক্ত করার ঘটনা ঘটে থাকে। যার শিকার হন মেয়েরা।  এবার দেখা যাবে ভিন্ন চিত্র। মেয়ে ইভটিজিং করছে ছেলেদের।  এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটক‘এক্সচেঞ্জ’।

মেজবাহ উদ্দীন সুমননের রচনায়  রুবেল হাসান নির্মাণ করছেন  নাটকটি । এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও সাবিলা নূর।

মজার এই নাটকটি আজ বিকাল ৪টায় উন্মুক্ত হলো প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

 

যেখানে দেখা যায়, সাবিলা নূর তার বন্ধুদের নিয়ে রাস্তায় উত্যক্ত করছেন অপূর্বকে! কাজটি প্রসঙ্গে এর নির্মাতা রুবেল হাসান বলেন, ‘এটা মূলত ইভ টিজিং এর প্রতিবাদস্বরূপ নির্মাণ করেছি। ছেলেরা যেভাবে প্রতিনিয়ত মেয়েদের উত্যক্ত করে, সেটি থেকে উত্তরণের পথ দেখানোর চেষ্টা করেছি আমরা। চেয়েছি, ছেলেরা যেন মেয়েদের কষ্টটা অনুভব করতে পারে।’

কাজটি প্রসঙ্গে সাবিলা নূরের অভিমত এমন, ‌‘ইভ টিজিংয়ের বিরুদ্ধে এই নাটকটি প্রতীকী প্রতিবাদের মতো। আমার বিশ্বাস, নাটকটি দেখার পর কোনও ছেলে বা পুরুষ কখনো আর কোনও মেয়েকে উত্যক্ত বা টিজ করবে না। তবেই আমাদের পরিশ্রম সার্থক হবে।’