১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

টাকা দিয়েছি, টিকা আটকানোর অধিকার সেরামের নেই: পাপন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:১১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
  • / ৪১১০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদকঃ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, আমরা সেরাম ইনস্টিটিউটকে টিকা পেতে অগ্রিম টাকা দিয়েছি। আর কোনো দেশ অগ্রিম টাকা দেয়নি, এমনকি ভারতও দেয়নি। সুতরাং আমাদেরকে টিকা দিতেই হবে।

শনিবার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজের টিকা নেওয়া শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সরকার সেরামকে অগ্রিম যে টাকা দিয়েছে সে অনুযায়ী ভ্যাকসিন দেবে না, তা কোনোভাবে গ্রহণযোগ্য না। সরকারের স্পষ্ট ভাষায় বলা উচিত অগ্রিম টাকা অনুযায়ী ভ্যাকসিন আমাদের দিতে হবে।’

গত ১৫ ফেব্রুয়ারি টিকার প্রথম ডোজ নেন পাপন। দেশজুড়ে শুরু হওয়া গণ-টিকাদান কর্মসূচির অংশ হিসেব রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নিয়েছিলেন তিনি।

কবে নাগাদ টিকা আসবে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা বলা কঠিন। তারা বলছে আমাদের জন্য ৫০ লাখ ডোজ প্রস্তুত করে রেখে দিয়েছে। সরকারের অনুমতি পেলেই তারা পাঠিয়ে দেবে। গত মাসে ৫০ লাখ ডোজ আসার কথা থাকলেও দিয়েছে ২০ লাখ, এ মাসেরটা তারা এখনও দেয়নি।’

পাপন বলেন, ‘আমার কথা হলো, আমাদের সরকার অগ্রিম টাকা দিয়ে যে টিকা নিশ্চিত করেছে, সেটা সে দেশের সরকার কোনোভাবেই আটকাতে পারে না। কেনোভাবেই সেটা পারে না। অন্য দেশের সঙ্গে কী হলো এটা আমাদের দেখার বিষয় না। প্রথমত এটা আমাদের টাকা, টাকা নিয়ে টিকা দেবে না, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। দ্বিতীয়ত, আমাদের এরইমধ্যে দ্বিতীয় ডোজের সংকট চলে এসেছে। আমি সরকারের কাছে আবেদন করছি, যেহেতু সেরাম আমাদের কাছে লিখিত জানিয়েছে, সরকার আটকে রেখেছে। কাজেই আমি মনে করি, এরপরে আমাদের সরকারের চুপ করে থাকা উচিত না। আমাদের বলা উচিত আমরা অগ্রিম টাকা দিয়েছি, আমাদের নির্ধারিত সময়ের মধ্যেই টিকা দিতে হবে। আনঅফিসিয়ালি বা ফোনে একটু কথা বললে হবে না। এটা নিয়ে সরকারের শক্ত অবস্থান নিতে হবে।’

সেরাম টিকা দিতে না চাইলে আইনি পদক্ষেপ নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে তো আমাদের কিছু করার নেই। সরকার তাদেরকে টাকা দিয়েছে। আমাদের দায়িত্ব ছিল টিকা সংরক্ষণ করা এবং সরকার নির্ধারিত টিকা কেন্দ্রগুলোতে যথাযথভাবে পৌঁছে দেওয়া। আমরা সেটি সঠিকভাবেই করেছি। সরকার চাইলে আইনি পদক্ষেপ তো নিতেই পারে, তবে এটা তো কোনো বিষয় না। তারা আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র। এটা শুধু বললেই হবে না, এখন সেটা প্রমাণের সময়। এখন বন্ধু চেনার সময় এসেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা তাদের দয়া চাইছি না। আমাদের কেনা টিকা চাইছি। শুধু মিষ্টি মিষ্টি কথা বলে তো লাভ নাই। আমরা আমাদের ন্যায্য টিকা চাইছি।’

ঢাকা/এসএ

শেয়ার করুন

x
English Version

টাকা দিয়েছি, টিকা আটকানোর অধিকার সেরামের নেই: পাপন

আপডেট: ০৩:১১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদকঃ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, আমরা সেরাম ইনস্টিটিউটকে টিকা পেতে অগ্রিম টাকা দিয়েছি। আর কোনো দেশ অগ্রিম টাকা দেয়নি, এমনকি ভারতও দেয়নি। সুতরাং আমাদেরকে টিকা দিতেই হবে।

শনিবার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজের টিকা নেওয়া শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সরকার সেরামকে অগ্রিম যে টাকা দিয়েছে সে অনুযায়ী ভ্যাকসিন দেবে না, তা কোনোভাবে গ্রহণযোগ্য না। সরকারের স্পষ্ট ভাষায় বলা উচিত অগ্রিম টাকা অনুযায়ী ভ্যাকসিন আমাদের দিতে হবে।’

গত ১৫ ফেব্রুয়ারি টিকার প্রথম ডোজ নেন পাপন। দেশজুড়ে শুরু হওয়া গণ-টিকাদান কর্মসূচির অংশ হিসেব রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নিয়েছিলেন তিনি।

কবে নাগাদ টিকা আসবে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা বলা কঠিন। তারা বলছে আমাদের জন্য ৫০ লাখ ডোজ প্রস্তুত করে রেখে দিয়েছে। সরকারের অনুমতি পেলেই তারা পাঠিয়ে দেবে। গত মাসে ৫০ লাখ ডোজ আসার কথা থাকলেও দিয়েছে ২০ লাখ, এ মাসেরটা তারা এখনও দেয়নি।’

পাপন বলেন, ‘আমার কথা হলো, আমাদের সরকার অগ্রিম টাকা দিয়ে যে টিকা নিশ্চিত করেছে, সেটা সে দেশের সরকার কোনোভাবেই আটকাতে পারে না। কেনোভাবেই সেটা পারে না। অন্য দেশের সঙ্গে কী হলো এটা আমাদের দেখার বিষয় না। প্রথমত এটা আমাদের টাকা, টাকা নিয়ে টিকা দেবে না, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। দ্বিতীয়ত, আমাদের এরইমধ্যে দ্বিতীয় ডোজের সংকট চলে এসেছে। আমি সরকারের কাছে আবেদন করছি, যেহেতু সেরাম আমাদের কাছে লিখিত জানিয়েছে, সরকার আটকে রেখেছে। কাজেই আমি মনে করি, এরপরে আমাদের সরকারের চুপ করে থাকা উচিত না। আমাদের বলা উচিত আমরা অগ্রিম টাকা দিয়েছি, আমাদের নির্ধারিত সময়ের মধ্যেই টিকা দিতে হবে। আনঅফিসিয়ালি বা ফোনে একটু কথা বললে হবে না। এটা নিয়ে সরকারের শক্ত অবস্থান নিতে হবে।’

সেরাম টিকা দিতে না চাইলে আইনি পদক্ষেপ নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে তো আমাদের কিছু করার নেই। সরকার তাদেরকে টাকা দিয়েছে। আমাদের দায়িত্ব ছিল টিকা সংরক্ষণ করা এবং সরকার নির্ধারিত টিকা কেন্দ্রগুলোতে যথাযথভাবে পৌঁছে দেওয়া। আমরা সেটি সঠিকভাবেই করেছি। সরকার চাইলে আইনি পদক্ষেপ তো নিতেই পারে, তবে এটা তো কোনো বিষয় না। তারা আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র। এটা শুধু বললেই হবে না, এখন সেটা প্রমাণের সময়। এখন বন্ধু চেনার সময় এসেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা তাদের দয়া চাইছি না। আমাদের কেনা টিকা চাইছি। শুধু মিষ্টি মিষ্টি কথা বলে তো লাভ নাই। আমরা আমাদের ন্যায্য টিকা চাইছি।’

ঢাকা/এসএ