০১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

টিকটক তারকাকে গুলি করে হত্যা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
  • / ৪১০০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: কাশ্মীরের বদগামে আমরিন ভাট (৩৫) নামে এক টিকটক তারকাকে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় ভাটের সঙ্গে থাকা এক আত্মীয়ও গুলিতে আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় সেখানে দুজনকে হত্যা করা হয়েছে।

বুধবার (২৬ মে) সন্ধ্যায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশের ধারণা, এ হত্যাকাণ্ডের সঙ্গে লস্কর-ই-তইয়্যেবা জড়িত। ৩৫ বছর বয়সি আমরিন সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় ছিলেন। তার টিকটক ভিডিওগুলো দর্শকপ্রিয়তা পাচ্ছিল। তবে কেন তাকে হত্যা করা হয়েছে তা এখনো স্পষ্ট নয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

পুলিশ জানিয়েছে, বুধবার (২৬) সন্ধ্যা ৮টার দিকে আমরিনের বাড়িতে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে দুর্বৃত্তরা তাকে হত্যা করে। আমরিন এবং তার আত্মীয়কে হাসপাতালে নিয়ে গেলে আমরিনকে মৃত বলে ঘোষণা করা হয়।

এর আগে গত মঙ্গলবার শ্রীনগরে এক পুলিশের অফিসারের ওপর একইভাবে আক্রমণ চালানো হয়। পরে ওই পুলিশ অফিসার নিহত হন। তার মেয়ে তাকে বাঁচাতে গেলে তিনিও আহত হন। তিনিও এখন হাসপাতালে চিকিৎসাধীন।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x
English Version

টিকটক তারকাকে গুলি করে হত্যা

আপডেট: ০৫:০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২

বিজনেস জার্নাল ডেস্ক: কাশ্মীরের বদগামে আমরিন ভাট (৩৫) নামে এক টিকটক তারকাকে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় ভাটের সঙ্গে থাকা এক আত্মীয়ও গুলিতে আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় সেখানে দুজনকে হত্যা করা হয়েছে।

বুধবার (২৬ মে) সন্ধ্যায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশের ধারণা, এ হত্যাকাণ্ডের সঙ্গে লস্কর-ই-তইয়্যেবা জড়িত। ৩৫ বছর বয়সি আমরিন সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় ছিলেন। তার টিকটক ভিডিওগুলো দর্শকপ্রিয়তা পাচ্ছিল। তবে কেন তাকে হত্যা করা হয়েছে তা এখনো স্পষ্ট নয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

পুলিশ জানিয়েছে, বুধবার (২৬) সন্ধ্যা ৮টার দিকে আমরিনের বাড়িতে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে দুর্বৃত্তরা তাকে হত্যা করে। আমরিন এবং তার আত্মীয়কে হাসপাতালে নিয়ে গেলে আমরিনকে মৃত বলে ঘোষণা করা হয়।

এর আগে গত মঙ্গলবার শ্রীনগরে এক পুলিশের অফিসারের ওপর একইভাবে আক্রমণ চালানো হয়। পরে ওই পুলিশ অফিসার নিহত হন। তার মেয়ে তাকে বাঁচাতে গেলে তিনিও আহত হন। তিনিও এখন হাসপাতালে চিকিৎসাধীন।

ঢাকা/এসএ