০৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ০১ মে ২০২৪

টিকা নিলে মাস্ক ছাড়াই মেলামেশা করা যাবে: যুক্তরাষ্ট্র

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:২৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
  • / ৪১৯৮ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) ঘোষণা দিয়েছে, যারা করোনা টিকার দুটি ডোজই নিয়েছেন তাদের একে অন্যের সঙ্গে মেলামেশায় আর কোনো বাধা নেই। এর মাধ্যমে এক দিক থেকে মহামারি পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মিলছে।    

বিবিসির প্রতিবেদন অনুযায়ী সিডিসির জারি করা নতুন নির্দেশনায় বলা হয়েছে, যারা টিকা নিয়েছেন তারা অপর যারা করোনার টিকা নিয়েছেন তারা ছাড়াও টিকা নেননি এমন কিছু মানুষের সঙ্গে দেখা কিংবা মেলামেশা করতে পারবেন।

সিডিসি আরও জানিয়েছে, করোনা টিকার শেষ অর্থাৎ দ্বিতীয় ডোজ নেওয়ার দুই সপ্তাহ পর একজন মানুষকে সুরক্ষিত হিসেবে বিবেচনা করা যায়। উল্লেখ্য, টিকাদান কর্মসূচি শুরুর পর এখন পর্যন্ত তিন কোটিরও বেশি আমেরিকান করোনা টিকার দুটি ডোজ নিয়েছেন। 

হোয়াইট হাউসে করোনাভাইরাস টাস্কফোর্সের সংবাদ ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র সময় সোমবার নতুন এ সুরক্ষা সংক্রান্ত নির্দেশাবলীর ঘোষণা দিয়েছেন দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

নির্দেশনা অনুযায়ী দুই ডোজ টিকা নেওয়া আমেরিকানরা যা করতে পারবেন— 

  •  মাস্ক এবং সামাজিক দূরত্ববিধি না মেনেই টিকা নিয়েছেন এমন মানুষজনের সঙ্গে ঘরে সাক্ষাৎ ও মেলামেশা করতে পারবেন।
  •  টিকা নেননি এমন যেসব মানুষের আক্রান্ত হওয়ার পর পরিস্থিতি গুরুতর হওয়ার আশঙ্কা নেই তাদের সঙ্গেও কোনো একটি বাড়িতে  বা ঘরে সাক্ষাৎ করতে পারবেন।
  •  যদি উপসর্গ না থাকে তাহলে করোনাভাইরাসের সংস্পর্শে গেলেও পরীক্ষা বা কোয়ারেন্টাইনে যাওয়ার কোনো প্রয়োজন নেই।

তবে সিডিসির নির্দেশনা অনুযায়ী তারা যা করতে পারবেন না—

  •  অপ্রয়োজনে কোথাও ভ্রমণ ও অধিক মানুষের জনসমাগমে যাওয়া যাবে না।
  •  তাদের মাস্ক পরতেই হবে এবং জনসমাগমস্থলে মেনে চলতে হবে সামাজিক দূরত্ববিধি।

সিডিসি বলছে, টিকা নেওয়া মানুষের মাধ্যমে টিকা নেননি এমন মানুষের কাছে ভাইরাসটির সংক্রমণ ছড়ানোর ঝুঁকি এখনো আছে। তাই টিকা নেওয়ার পরও মাস্ক পরা ও সামাজিক দূরত্ববিধি মেনে চলার আহ্বান জানিয়েছে সিডিসি।   

সিডিসির জ্যেষ্ঠ উপদেষ্টা অ্যান্ডি স্লেভিট সাংবাদিকদের বলেন, ‘মহামারিকে পেছনে কীভাবে পৃথিবী সামনে এগিয়ে যাচ্ছে, তার বর্ণনা দেওয়া শুরু করেছি আমরা। যত বেশি মানুষ টিকা নেবেন তত বেশি তারা কী কী করতে পারবেন সেই তালিকা আরও দীর্ঘ হবে।’

যুক্তরাষ্ট্রে টিকা দেওয়ার সংখ্যা ক্রমশ বাড়ছে। সরকারি হিসাব অনুযায়ী দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ডোজ টিকা মানুষকে দেওয়া হয়েছে। এদিকে মডার্না ও ফাইজারের পর তৃতীয় টিকা হিসেবে জনসন অ্যান্ড জনসনের টিকার অনুমোদন দেওয়া হবে শিগগিরই। 

বিজনেসজার্নাল/ঢাকা্/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

x
English Version

টিকা নিলে মাস্ক ছাড়াই মেলামেশা করা যাবে: যুক্তরাষ্ট্র

আপডেট: ০৮:২৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) ঘোষণা দিয়েছে, যারা করোনা টিকার দুটি ডোজই নিয়েছেন তাদের একে অন্যের সঙ্গে মেলামেশায় আর কোনো বাধা নেই। এর মাধ্যমে এক দিক থেকে মহামারি পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মিলছে।    

বিবিসির প্রতিবেদন অনুযায়ী সিডিসির জারি করা নতুন নির্দেশনায় বলা হয়েছে, যারা টিকা নিয়েছেন তারা অপর যারা করোনার টিকা নিয়েছেন তারা ছাড়াও টিকা নেননি এমন কিছু মানুষের সঙ্গে দেখা কিংবা মেলামেশা করতে পারবেন।

সিডিসি আরও জানিয়েছে, করোনা টিকার শেষ অর্থাৎ দ্বিতীয় ডোজ নেওয়ার দুই সপ্তাহ পর একজন মানুষকে সুরক্ষিত হিসেবে বিবেচনা করা যায়। উল্লেখ্য, টিকাদান কর্মসূচি শুরুর পর এখন পর্যন্ত তিন কোটিরও বেশি আমেরিকান করোনা টিকার দুটি ডোজ নিয়েছেন। 

হোয়াইট হাউসে করোনাভাইরাস টাস্কফোর্সের সংবাদ ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র সময় সোমবার নতুন এ সুরক্ষা সংক্রান্ত নির্দেশাবলীর ঘোষণা দিয়েছেন দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

নির্দেশনা অনুযায়ী দুই ডোজ টিকা নেওয়া আমেরিকানরা যা করতে পারবেন— 

  •  মাস্ক এবং সামাজিক দূরত্ববিধি না মেনেই টিকা নিয়েছেন এমন মানুষজনের সঙ্গে ঘরে সাক্ষাৎ ও মেলামেশা করতে পারবেন।
  •  টিকা নেননি এমন যেসব মানুষের আক্রান্ত হওয়ার পর পরিস্থিতি গুরুতর হওয়ার আশঙ্কা নেই তাদের সঙ্গেও কোনো একটি বাড়িতে  বা ঘরে সাক্ষাৎ করতে পারবেন।
  •  যদি উপসর্গ না থাকে তাহলে করোনাভাইরাসের সংস্পর্শে গেলেও পরীক্ষা বা কোয়ারেন্টাইনে যাওয়ার কোনো প্রয়োজন নেই।

তবে সিডিসির নির্দেশনা অনুযায়ী তারা যা করতে পারবেন না—

  •  অপ্রয়োজনে কোথাও ভ্রমণ ও অধিক মানুষের জনসমাগমে যাওয়া যাবে না।
  •  তাদের মাস্ক পরতেই হবে এবং জনসমাগমস্থলে মেনে চলতে হবে সামাজিক দূরত্ববিধি।

সিডিসি বলছে, টিকা নেওয়া মানুষের মাধ্যমে টিকা নেননি এমন মানুষের কাছে ভাইরাসটির সংক্রমণ ছড়ানোর ঝুঁকি এখনো আছে। তাই টিকা নেওয়ার পরও মাস্ক পরা ও সামাজিক দূরত্ববিধি মেনে চলার আহ্বান জানিয়েছে সিডিসি।   

সিডিসির জ্যেষ্ঠ উপদেষ্টা অ্যান্ডি স্লেভিট সাংবাদিকদের বলেন, ‘মহামারিকে পেছনে কীভাবে পৃথিবী সামনে এগিয়ে যাচ্ছে, তার বর্ণনা দেওয়া শুরু করেছি আমরা। যত বেশি মানুষ টিকা নেবেন তত বেশি তারা কী কী করতে পারবেন সেই তালিকা আরও দীর্ঘ হবে।’

যুক্তরাষ্ট্রে টিকা দেওয়ার সংখ্যা ক্রমশ বাড়ছে। সরকারি হিসাব অনুযায়ী দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ডোজ টিকা মানুষকে দেওয়া হয়েছে। এদিকে মডার্না ও ফাইজারের পর তৃতীয় টিকা হিসেবে জনসন অ্যান্ড জনসনের টিকার অনুমোদন দেওয়া হবে শিগগিরই। 

বিজনেসজার্নাল/ঢাকা্/এনইউ

আরও পড়ুন: