০৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

টেলিটকের সাবেক ব্যবস্থাপকের ১২ বছরের কারাদণ্ড

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:২৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
  • / ৪১৬৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: দুদকের দায়ের করা অর্থ পাচার মামলায় টেলিটক বাংলাদেশ লিমিটেডের সাবেক ব্যবস্থাপক (চাকরিচ্যুত) শাহ মো. জোবায়েরকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার ৮ নম্বর বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. বদরুল আলম ভুঞা রোববার এ রায় ঘোষণা করেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ১১ কোটি ৫০ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। যা রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেন আদালত। একইসঙ্গে শাহ মো. জোবায়ের পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

বেতন-ভাতাদি ছাড়া দুর্নীতির মাধ্যমে উপার্জিত ৫ কোটি ৭৪ লাখ ৭০ হাজার ৬৮৭ টাকা অন্যত্র স্থানান্তর করার অভিযোগে দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিন ২০১৭ সালের ৩ অক্টোবর গুলশান থানায় জোবায়েরের বিরুদ্ধে মামলা করেন। মামলার বিচার চলাকালে ১৮ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x
English Version

টেলিটকের সাবেক ব্যবস্থাপকের ১২ বছরের কারাদণ্ড

আপডেট: ০৭:২৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: দুদকের দায়ের করা অর্থ পাচার মামলায় টেলিটক বাংলাদেশ লিমিটেডের সাবেক ব্যবস্থাপক (চাকরিচ্যুত) শাহ মো. জোবায়েরকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার ৮ নম্বর বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. বদরুল আলম ভুঞা রোববার এ রায় ঘোষণা করেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ১১ কোটি ৫০ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। যা রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেন আদালত। একইসঙ্গে শাহ মো. জোবায়ের পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

বেতন-ভাতাদি ছাড়া দুর্নীতির মাধ্যমে উপার্জিত ৫ কোটি ৭৪ লাখ ৭০ হাজার ৬৮৭ টাকা অন্যত্র স্থানান্তর করার অভিযোগে দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিন ২০১৭ সালের ৩ অক্টোবর গুলশান থানায় জোবায়েরের বিরুদ্ধে মামলা করেন। মামলার বিচার চলাকালে ১৮ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

ঢাকা/এসএ