১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

ডিএসইতে এক মাসের সর্বোচ্চ লেনদেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৩৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
  • / ৪২২২ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অস্থিরতায় দেশের পুঁজিবাজারের লেনদেন চলছিল ধীর গতিতে। নির্বাচনের পর থেকে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা চার কর্মদিবসেই লেনদেন বেড়েছে। আজ সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ডিএসইর লেনদেন বেড়েছে প্রায় আড়াই’শ কোটি টাকা। যা এক মাসের সর্বোচ্চ লেনদেন। এদিন ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচকের ১৭ পয়েন্ট বেড়ে লেনদেন শেষ হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বৃহস্পতিবার ডিএসইতে ৭৫২ কোটি ৮৪ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগে গত ১৩ ডিসেম্বর, ২০২৩ তারিখে ডিএসইতে ৭৬৯ কোটি ৬৮ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল। আজ ডিএসইতে আগের দিন থেকে ২৪৪ কোটি ৩৬ লাখ ৬১ হাজার টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৫০৮ কোটি ৪৭ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ লেনদেনের শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- দেশবন্ধু পলিমারের ৩৩ কোটি ১৩ লাখ ১ হাজার, জেনেক্স ইনফোসিসের ২২ কোটি ৭৭ লাখ ২৯ হাজার, সী পার্ল রিসোর্টের ২০ কোটি ৪৮ লাখ ১০ হাজার, ওরিয়ন ইনফিউশনের ১৯ কোটি ৫৯ লাখ ৭৬ হাজার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ১৯ কোটি ৫৮ লাখ ২০ হাজার, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৮ কোটি ৭৩ লাখ ৪ হাজার, এমারেল্ড অয়েলের ১৮ কোটি ৪১ লাখ, রূপালী ব্যাংকের ১৭ কোটি ৪৫ লাখ ১৯ হাজার, বিডি থাই এ্যালুমিনিয়ামের ১৭ কোটি ৩৮ লাখ ১৭ হাজার এবং বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ১৭ কোটি ৩৮ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৬.৪৪ পয়েন্ট বা ০.২৬ শতাংশ বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩০১.৬৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪.৩২ পয়েন্ট বা ৩১ শতাংশ বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৫.৯১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯.৯০ পয়েন্ট ০.৪৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১১৭.৯০ পয়েন্টে।

আরও পড়ুন: ব্লকে তিন কোম্পানির বড় লেনদেন

আজ ডিএসইতে ৩৫৫ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৭ টির, দর কমেছে ৬০ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৭৮ টির।

বৃহস্পতিবার ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানিগুলোর শেয়ারদর বেড়েছে- বসুন্ধরা পেপারের ৮.৮৫ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৭.৯৫ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৬.৬৪ শতাংশ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৬.৬৩ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৬.৫৯ শতাংশ, জেএমআই হসপিটালের ৫.৮৬ শতাংশ, ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টসের ৫.৮৫ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৫.৬৫ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৫.৩৬ শতাংশ এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫.১২ শতাংশ।

অপর পুঁজিবাজার সিএসই’র প্রধান সূচক সিএএসপিআই ৩৮.৩৫ পয়েন্ট বা ০.২০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৬৫.১৩ পয়েন্টে। সিএসইতে ১৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৪টির, কমেছে ৪৪টির ও অপরিবর্তিত রয়েছে ৮২টির।

দিন শেষে সিএসইতে ১১ কোটি ১৬ লাখ ৩০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬ কোটি ৫৮ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার।

ঢাকা/টিএ

ট্যাগঃ

শেয়ার করুন

x
English Version

ডিএসইতে এক মাসের সর্বোচ্চ লেনদেন

আপডেট: ০৪:৩৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অস্থিরতায় দেশের পুঁজিবাজারের লেনদেন চলছিল ধীর গতিতে। নির্বাচনের পর থেকে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা চার কর্মদিবসেই লেনদেন বেড়েছে। আজ সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ডিএসইর লেনদেন বেড়েছে প্রায় আড়াই’শ কোটি টাকা। যা এক মাসের সর্বোচ্চ লেনদেন। এদিন ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচকের ১৭ পয়েন্ট বেড়ে লেনদেন শেষ হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বৃহস্পতিবার ডিএসইতে ৭৫২ কোটি ৮৪ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগে গত ১৩ ডিসেম্বর, ২০২৩ তারিখে ডিএসইতে ৭৬৯ কোটি ৬৮ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল। আজ ডিএসইতে আগের দিন থেকে ২৪৪ কোটি ৩৬ লাখ ৬১ হাজার টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৫০৮ কোটি ৪৭ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ লেনদেনের শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- দেশবন্ধু পলিমারের ৩৩ কোটি ১৩ লাখ ১ হাজার, জেনেক্স ইনফোসিসের ২২ কোটি ৭৭ লাখ ২৯ হাজার, সী পার্ল রিসোর্টের ২০ কোটি ৪৮ লাখ ১০ হাজার, ওরিয়ন ইনফিউশনের ১৯ কোটি ৫৯ লাখ ৭৬ হাজার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ১৯ কোটি ৫৮ লাখ ২০ হাজার, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৮ কোটি ৭৩ লাখ ৪ হাজার, এমারেল্ড অয়েলের ১৮ কোটি ৪১ লাখ, রূপালী ব্যাংকের ১৭ কোটি ৪৫ লাখ ১৯ হাজার, বিডি থাই এ্যালুমিনিয়ামের ১৭ কোটি ৩৮ লাখ ১৭ হাজার এবং বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ১৭ কোটি ৩৮ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৬.৪৪ পয়েন্ট বা ০.২৬ শতাংশ বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩০১.৬৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪.৩২ পয়েন্ট বা ৩১ শতাংশ বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৫.৯১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯.৯০ পয়েন্ট ০.৪৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১১৭.৯০ পয়েন্টে।

আরও পড়ুন: ব্লকে তিন কোম্পানির বড় লেনদেন

আজ ডিএসইতে ৩৫৫ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৭ টির, দর কমেছে ৬০ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৭৮ টির।

বৃহস্পতিবার ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানিগুলোর শেয়ারদর বেড়েছে- বসুন্ধরা পেপারের ৮.৮৫ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৭.৯৫ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৬.৬৪ শতাংশ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৬.৬৩ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৬.৫৯ শতাংশ, জেএমআই হসপিটালের ৫.৮৬ শতাংশ, ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টসের ৫.৮৫ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৫.৬৫ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৫.৩৬ শতাংশ এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫.১২ শতাংশ।

অপর পুঁজিবাজার সিএসই’র প্রধান সূচক সিএএসপিআই ৩৮.৩৫ পয়েন্ট বা ০.২০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৬৫.১৩ পয়েন্টে। সিএসইতে ১৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৪টির, কমেছে ৪৪টির ও অপরিবর্তিত রয়েছে ৮২টির।

দিন শেষে সিএসইতে ১১ কোটি ১৬ লাখ ৩০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬ কোটি ৫৮ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার।

ঢাকা/টিএ