০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

ডিএসইতে সাত মাসের সর্বোচ্চ লেনদেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৫৩:১৬ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩
  • / ৪২৬৭ বার দেখা হয়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার (০৪ জুন) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে। এদিন ডিএসইতে ১২’শ কোটি টাকা লেনদেন হয়েছে। যা গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন পুঁজিবাজারে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ ডিএসইতে ১ হাজার ২৫৪ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ২৫৬ কোটি ৫৭ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে  ৯৯৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। লেনদেন শুধু আগের কার্যদিবসের তুলনায় বাড়েনি গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে। এর আগে গত ৮ নভেম্বর ডিএসইতে ১ হাজার ৪৯৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে আগের দিন থেকে ২৫৬ কোটি ৫৭ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে ৯৯৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৬৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে ২ হাজার ১৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৩৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির বা ২২.২ শতাংশ, কমেছে ১০০টির বা ২৮.৫ শতাংশ এবং অপরিবর্তিত রয়েছে ১৭৩টির বা ৪৯.৩ শতাংশ।

আরও পড়ুন: বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে বেঙ্গল উইন্ডসরের শেয়ার

অপরদিকে, সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৮৮ পয়েন্টে। এদিন সিএসইতে ২১ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ৯ কোটি ৪৪ লাখ টাকা বেশি। গত কার্যদিবসে সিএসইতে ১২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সিএসইতে লেনদেনে অংশ নেয়া হওয়া ২২০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬১টির দর বেড়েছে, কমেছে ৬৭টির এবং ৯২টির দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x
English Version

ডিএসইতে সাত মাসের সর্বোচ্চ লেনদেন

আপডেট: ০৪:৫৩:১৬ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার (০৪ জুন) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে। এদিন ডিএসইতে ১২’শ কোটি টাকা লেনদেন হয়েছে। যা গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন পুঁজিবাজারে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ ডিএসইতে ১ হাজার ২৫৪ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ২৫৬ কোটি ৫৭ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে  ৯৯৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। লেনদেন শুধু আগের কার্যদিবসের তুলনায় বাড়েনি গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে। এর আগে গত ৮ নভেম্বর ডিএসইতে ১ হাজার ৪৯৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে আগের দিন থেকে ২৫৬ কোটি ৫৭ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে ৯৯৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৬৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে ২ হাজার ১৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৩৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির বা ২২.২ শতাংশ, কমেছে ১০০টির বা ২৮.৫ শতাংশ এবং অপরিবর্তিত রয়েছে ১৭৩টির বা ৪৯.৩ শতাংশ।

আরও পড়ুন: বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে বেঙ্গল উইন্ডসরের শেয়ার

অপরদিকে, সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৮৮ পয়েন্টে। এদিন সিএসইতে ২১ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ৯ কোটি ৪৪ লাখ টাকা বেশি। গত কার্যদিবসে সিএসইতে ১২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সিএসইতে লেনদেনে অংশ নেয়া হওয়া ২২০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬১টির দর বেড়েছে, কমেছে ৬৭টির এবং ৯২টির দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকা/এসএ