০৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

ডিভিডেন্ড ঘোষণার পর শেয়ারের অ্যাডজাস্টমেন্ট প্রাইজ জানবেন যেভাবে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৯:৩৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২
  • / ৪২৮২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গুলো সাধারণত ২ ধরনের ডিভিডেন্ড দিয়ে থাকে। ক্যাশ ডিভিডেন্ড এবং ষ্টক বা বোনাস ডিভিডেন্ড। ক্যাশ ডিভিডেন্ড দিলে রেকর্ড ডেটের পরের লেনদেনের দিন, ক্যাশ ডিভিডেন্ডের টাকার পরিমান অনুযায়ী শেয়ারের দাম কমে এডজাষ্টেড প্রাইস নির্ধারিত হয়। যেমন শেয়ারের মার্কেট প্রাইস যদি ২০ টাকা হয় এবং কোম্পানি যদি ১০% ক্যাশ ডিভিডেন্ড দেয়, তাহলে রেকর্ড ডেটের পরের লেনদেনদের দিন শেয়ারের এডজাষ্টেড প্রাইস হবে ২০-১ =১৯ টাকা। এখানে, ডিভিডেন্ড = ১০ (ফেস ভ্যালু) * ১০% = ১ টাকা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এখন বোনাস বা ষ্টক ডিভিডেন্ড এডজাষ্টমেন্টে আসা যাক। বোনাস বা ষ্টক ডিভিডেন্ড এডজাষ্টমেন্টের সুত্র, বোনাস এডজাষ্টেড প্রাইস = শেয়ার প্রাইস/(১+ডিভিডেন্ড পারসেন্টেজ)। উদাহরণস্বরুপ, ধরে নেই রেকর্ড ডেটের আগে শেয়ারের মার্কেট প্রাইস ছিল ২০ টাকা এবং ১০% ষ্টক ডিভিডেন্ড ঘোষনা করা হয়েছে ১০ টাকা ফেস ভ্যালুর শেয়ারের উপর। তাহলে রেকর্ড ডেটের পর বোনাস এডজাষ্টেড প্রাইস হবে ২০/(১+১০%) = ১৮.১৮ বা ১৮.২ টাকা।

এখন যদি কোন কোম্পানি ষ্টক এবং ক্যাশ উভয় ডিভিডেন্ড ঘোষনা করে, সেক্ষেত্রে একটা ফর্মুলা ব্যবহার করে খুব সহজেই ডিভিডেন্ড এডজাষ্টেড প্রাইস বের করা যাবে। ফর্মুলাটি হচ্ছে, Dividend Adjusted Price = [Share Price/(1+Dividend Percentage)] – Cash Dividend Per Share। একটা উদাহরন দেওয়া যাক। একটা কোম্পানির

ফেস ভ্যালু = ১০ টাকা

রেকর্ড ডেটের আগে শেয়ার প্রাইস = ১০০ টাকা

ক্যাশ ডিভিডেন্ড = ৫০% তার মানে প্রতি শেয়ারে ক্যাশ ডিভিডেন্ড = ১০*৫০%=৫ টাকা

ষ্টক ডিভিডেন্ড = ৫০%

তাহলে রেকর্ড ডেটের পর, ডিভিডেন্ড এডজাষ্টেড প্রাইস = [১০০/(১+০.৫)] – ৫ = ৬১.৬৭ বা ৬১.৭ টাকা।

এখানে উল্লেখ্য ১০০%=১, ১০%=০.১, ৫০%=০.৫, ২০০%=২।

এই হিসাবটা ১০ সেকেন্ডের ভিতর মাইক্রোসফট এক্সেলে কিভাবে করবেন তা দেখতে ইউটিউব ভিডিওটি দেখুন।

লেখক: শিহাব আলম খান (প্রতিষ্ঠাতা, ফাইন্যান্স স্কুল)

FB Link: www.facebook.com/Shihab.Alam.Khan
Youtube Link:www.youtube.com/financeschool

শেয়ারনিউজ; ২১ নভেম্বর ২০১৮

শেয়ার করুন

x
English Version

ডিভিডেন্ড ঘোষণার পর শেয়ারের অ্যাডজাস্টমেন্ট প্রাইজ জানবেন যেভাবে

আপডেট: ০৯:৩৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২

বিজনেস জার্নাল ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গুলো সাধারণত ২ ধরনের ডিভিডেন্ড দিয়ে থাকে। ক্যাশ ডিভিডেন্ড এবং ষ্টক বা বোনাস ডিভিডেন্ড। ক্যাশ ডিভিডেন্ড দিলে রেকর্ড ডেটের পরের লেনদেনের দিন, ক্যাশ ডিভিডেন্ডের টাকার পরিমান অনুযায়ী শেয়ারের দাম কমে এডজাষ্টেড প্রাইস নির্ধারিত হয়। যেমন শেয়ারের মার্কেট প্রাইস যদি ২০ টাকা হয় এবং কোম্পানি যদি ১০% ক্যাশ ডিভিডেন্ড দেয়, তাহলে রেকর্ড ডেটের পরের লেনদেনদের দিন শেয়ারের এডজাষ্টেড প্রাইস হবে ২০-১ =১৯ টাকা। এখানে, ডিভিডেন্ড = ১০ (ফেস ভ্যালু) * ১০% = ১ টাকা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এখন বোনাস বা ষ্টক ডিভিডেন্ড এডজাষ্টমেন্টে আসা যাক। বোনাস বা ষ্টক ডিভিডেন্ড এডজাষ্টমেন্টের সুত্র, বোনাস এডজাষ্টেড প্রাইস = শেয়ার প্রাইস/(১+ডিভিডেন্ড পারসেন্টেজ)। উদাহরণস্বরুপ, ধরে নেই রেকর্ড ডেটের আগে শেয়ারের মার্কেট প্রাইস ছিল ২০ টাকা এবং ১০% ষ্টক ডিভিডেন্ড ঘোষনা করা হয়েছে ১০ টাকা ফেস ভ্যালুর শেয়ারের উপর। তাহলে রেকর্ড ডেটের পর বোনাস এডজাষ্টেড প্রাইস হবে ২০/(১+১০%) = ১৮.১৮ বা ১৮.২ টাকা।

এখন যদি কোন কোম্পানি ষ্টক এবং ক্যাশ উভয় ডিভিডেন্ড ঘোষনা করে, সেক্ষেত্রে একটা ফর্মুলা ব্যবহার করে খুব সহজেই ডিভিডেন্ড এডজাষ্টেড প্রাইস বের করা যাবে। ফর্মুলাটি হচ্ছে, Dividend Adjusted Price = [Share Price/(1+Dividend Percentage)] – Cash Dividend Per Share। একটা উদাহরন দেওয়া যাক। একটা কোম্পানির

ফেস ভ্যালু = ১০ টাকা

রেকর্ড ডেটের আগে শেয়ার প্রাইস = ১০০ টাকা

ক্যাশ ডিভিডেন্ড = ৫০% তার মানে প্রতি শেয়ারে ক্যাশ ডিভিডেন্ড = ১০*৫০%=৫ টাকা

ষ্টক ডিভিডেন্ড = ৫০%

তাহলে রেকর্ড ডেটের পর, ডিভিডেন্ড এডজাষ্টেড প্রাইস = [১০০/(১+০.৫)] – ৫ = ৬১.৬৭ বা ৬১.৭ টাকা।

এখানে উল্লেখ্য ১০০%=১, ১০%=০.১, ৫০%=০.৫, ২০০%=২।

এই হিসাবটা ১০ সেকেন্ডের ভিতর মাইক্রোসফট এক্সেলে কিভাবে করবেন তা দেখতে ইউটিউব ভিডিওটি দেখুন।

লেখক: শিহাব আলম খান (প্রতিষ্ঠাতা, ফাইন্যান্স স্কুল)

FB Link: www.facebook.com/Shihab.Alam.Khan
Youtube Link:www.youtube.com/financeschool

শেয়ারনিউজ; ২১ নভেম্বর ২০১৮