০৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

তামহা সিকিউরিটিজের অনিয়ম তদন্তে নামছে দুদক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৩৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
  • / ৪১৫৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেক হোলর তামহা সিকিউরিটিজের বিরুদ্ধে অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি দুদকের কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। দুদক সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রাপ্ত তথ্যানুযায়ী, তামহা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশীদ ও পরিচালক জাহানারা পারভীনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। তারা প্রতারণামূলক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে একচেঞ্জের গ্রাহকদের ৯ কোটি ৫৬ লাখ এক হাজার ৮০৬ টাকা আত্মসাৎ করেছেন। দুদক কমিশন সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অভিযোগটি অনুসন্ধান করার বিষয়ে কমিশন ঐকমত্য পোষণ করে। পরে এটি অনুসন্ধান করার সিদ্ধান্ত নেয়া হয়।

এরই মধ্যে তামহা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. হারুনুর রশিদ ও তার সহযোগীদের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বিএসইসির আবেদনের পরিপ্রেক্ষিতে বিএফআইইউ গত ৫ জানুয়ারি এ সিদ্ধান্ত নিয়েছে। তামহা সিকিউরিটিজ ও প্রতিষ্ঠানটির এমডির স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং মার্কেন্টাইল ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। এর আগে গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগ ওঠায় গত ৯ ডিসেম্বর ডিএসই তামহা সিকিউরিটিজের শেয়ার লেনদেন স্থগিত করে।

এদিকে তামহা সিকিউরিটিজের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর বিএসইসি চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে। গঠিত তদন্ত কমিটি এ অভিযোগের সত্যতা খুঁজে পায়।

ঢাকা/এসআর

শেয়ার করুন

x
English Version

তামহা সিকিউরিটিজের অনিয়ম তদন্তে নামছে দুদক

আপডেট: ০৪:৩৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেক হোলর তামহা সিকিউরিটিজের বিরুদ্ধে অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি দুদকের কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। দুদক সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রাপ্ত তথ্যানুযায়ী, তামহা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশীদ ও পরিচালক জাহানারা পারভীনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। তারা প্রতারণামূলক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে একচেঞ্জের গ্রাহকদের ৯ কোটি ৫৬ লাখ এক হাজার ৮০৬ টাকা আত্মসাৎ করেছেন। দুদক কমিশন সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অভিযোগটি অনুসন্ধান করার বিষয়ে কমিশন ঐকমত্য পোষণ করে। পরে এটি অনুসন্ধান করার সিদ্ধান্ত নেয়া হয়।

এরই মধ্যে তামহা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. হারুনুর রশিদ ও তার সহযোগীদের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বিএসইসির আবেদনের পরিপ্রেক্ষিতে বিএফআইইউ গত ৫ জানুয়ারি এ সিদ্ধান্ত নিয়েছে। তামহা সিকিউরিটিজ ও প্রতিষ্ঠানটির এমডির স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং মার্কেন্টাইল ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। এর আগে গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগ ওঠায় গত ৯ ডিসেম্বর ডিএসই তামহা সিকিউরিটিজের শেয়ার লেনদেন স্থগিত করে।

এদিকে তামহা সিকিউরিটিজের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর বিএসইসি চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে। গঠিত তদন্ত কমিটি এ অভিযোগের সত্যতা খুঁজে পায়।

ঢাকা/এসআর