০৭:১২ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

দাপুটে অবস্থানে ‘জেড’ ক্যাটাগরির শেয়ার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:৫৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
  • / ৪২১৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: সদ্য সমাপ্ত সপ্তাহে লকডাউন আতঙ্কে অস্থির ছিল পুুঁজিবাজার। কখনো সুচকের অস্বাভাবিক দর পতনে কমেছে লেনদেন। আবার অস্বাভাবিক উত্থানেও কমেছে লেনদেন। এমন বৈরি আচরণের মধ্যেও ‘জেড’ ক্যাটাগরির দৌড়াত্ম্য থামেনি। বরং ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরির তুলনায় লেনদেনে এগিয়ে ছিল ‘জেড’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার। ডিএসই’র সাপ্তাহিক বাজার লেনদেন থেকে এমন তথ্যই পাওয়া যায়।

জানা যায়, গত সপ্তাহে ‘জেড’ ক্যাটাগরিতে মোট লেনদেন হয়েছে ১২৭ কোটি ৯৩ লাখ ৪৯ হাজার টাকা। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ১০৬ কোটি ৯৬ লাখ ২৬ হাজার টাকা। অর্থাৎ আগের সপ্তাহের তুলনায় লেনদেন বেড়েছে ২০ কোটি ৯৭ লাখ ২৩ হাজার টাকা।

অথচ গত সপ্তাহে ‘এ‘ ক্যাটাগরিতে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৮৫৪ কোটি ৭২ লাখ ৮০ হাজার টাকা। আগের সপ্তাহে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হয়েছিল ৬ হাজার ৪৯৮ কোটি ৯৬ লাখ ৭৬ হাজার টাকার। অর্থাৎ আগের সপ্তাহের তুলনায় লেনদেন কমেছে ২ হাজার ৬৪৪ কোটি ২৩ লাখ ৯৬ হাজার টাকা।

এদিকে, গত সপ্তাহে ‘বি’ ক্যাটাগরিতে মোট লেনদেন হয়েছে এক হাজার ১৮ কোটি ১ লাখ ৬০ হাজার টাকা। আগের সপ্তাহে ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন হয়েছিল এক হাজার ৮৬২ কোটি ৩৯ লাখ ৫৫ হাজার টাকার। অর্থাৎ আগের সপ্তাহের তুলনায় লেনদেন কমেছে ৮৪৪ কোটি ৩৭ লাখ ৯৫ হাজার টাকা।

সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনে অংশ নেয়া ‘এ’ ২৬৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২২১টি, কমেছে ২৭টি এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ার দর। ‘বি’ ক্যাটাগরির ৫৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫১টি, কমেছে ৭টি এবং অপরিবর্তিত রয়েছে একটি কোম্পানির দর। ‘জেড’ ক্যাটাগরির ৩২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৩টি, কমেছে ৭টি এবং অপরিবর্তিত রয়েছে ২টি কোম্পানির দর।

গত সপ্তাহের শেষ কার্যদিবসে ‘এ’ ক্যাটাগরির মোট ১৯ কোটি ১৬ লাখ ৩৫ হাজার ৭৩২টি শেয়ার এক লাখ ৬০ হাজার ৪০২বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৯৮১ কোটি ২৮ লাখ ৮৪ হাজার টাকা।

এদিন ‘বি’ ক্যাটাগরির মোট ১৫ কোটি ১১ লাখ ২৪ হাজার ৯৯৭টি শেয়ার ৫২ হাজার ৪৯১বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২৬৮ কোটি ৪৫ লাখ ৯ হাজার টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে ‘জেড’ ক্যাটাগরির মোট ২ কোটি ৯৫ লাখ ৯৯ হাজার ৫০৮টি শেয়ার ১১ হাজার ২৫০বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৩১ কোটি ৯৮ লাখ ৮৬ হাজার টাকা।

ঢাকা/এসআর

শেয়ার করুন

x
English Version

দাপুটে অবস্থানে ‘জেড’ ক্যাটাগরির শেয়ার

আপডেট: ০৮:৫৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: সদ্য সমাপ্ত সপ্তাহে লকডাউন আতঙ্কে অস্থির ছিল পুুঁজিবাজার। কখনো সুচকের অস্বাভাবিক দর পতনে কমেছে লেনদেন। আবার অস্বাভাবিক উত্থানেও কমেছে লেনদেন। এমন বৈরি আচরণের মধ্যেও ‘জেড’ ক্যাটাগরির দৌড়াত্ম্য থামেনি। বরং ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরির তুলনায় লেনদেনে এগিয়ে ছিল ‘জেড’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার। ডিএসই’র সাপ্তাহিক বাজার লেনদেন থেকে এমন তথ্যই পাওয়া যায়।

জানা যায়, গত সপ্তাহে ‘জেড’ ক্যাটাগরিতে মোট লেনদেন হয়েছে ১২৭ কোটি ৯৩ লাখ ৪৯ হাজার টাকা। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ১০৬ কোটি ৯৬ লাখ ২৬ হাজার টাকা। অর্থাৎ আগের সপ্তাহের তুলনায় লেনদেন বেড়েছে ২০ কোটি ৯৭ লাখ ২৩ হাজার টাকা।

অথচ গত সপ্তাহে ‘এ‘ ক্যাটাগরিতে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৮৫৪ কোটি ৭২ লাখ ৮০ হাজার টাকা। আগের সপ্তাহে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হয়েছিল ৬ হাজার ৪৯৮ কোটি ৯৬ লাখ ৭৬ হাজার টাকার। অর্থাৎ আগের সপ্তাহের তুলনায় লেনদেন কমেছে ২ হাজার ৬৪৪ কোটি ২৩ লাখ ৯৬ হাজার টাকা।

এদিকে, গত সপ্তাহে ‘বি’ ক্যাটাগরিতে মোট লেনদেন হয়েছে এক হাজার ১৮ কোটি ১ লাখ ৬০ হাজার টাকা। আগের সপ্তাহে ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন হয়েছিল এক হাজার ৮৬২ কোটি ৩৯ লাখ ৫৫ হাজার টাকার। অর্থাৎ আগের সপ্তাহের তুলনায় লেনদেন কমেছে ৮৪৪ কোটি ৩৭ লাখ ৯৫ হাজার টাকা।

সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনে অংশ নেয়া ‘এ’ ২৬৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২২১টি, কমেছে ২৭টি এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ার দর। ‘বি’ ক্যাটাগরির ৫৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫১টি, কমেছে ৭টি এবং অপরিবর্তিত রয়েছে একটি কোম্পানির দর। ‘জেড’ ক্যাটাগরির ৩২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৩টি, কমেছে ৭টি এবং অপরিবর্তিত রয়েছে ২টি কোম্পানির দর।

গত সপ্তাহের শেষ কার্যদিবসে ‘এ’ ক্যাটাগরির মোট ১৯ কোটি ১৬ লাখ ৩৫ হাজার ৭৩২টি শেয়ার এক লাখ ৬০ হাজার ৪০২বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৯৮১ কোটি ২৮ লাখ ৮৪ হাজার টাকা।

এদিন ‘বি’ ক্যাটাগরির মোট ১৫ কোটি ১১ লাখ ২৪ হাজার ৯৯৭টি শেয়ার ৫২ হাজার ৪৯১বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২৬৮ কোটি ৪৫ লাখ ৯ হাজার টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে ‘জেড’ ক্যাটাগরির মোট ২ কোটি ৯৫ লাখ ৯৯ হাজার ৫০৮টি শেয়ার ১১ হাজার ২৫০বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৩১ কোটি ৯৮ লাখ ৮৬ হাজার টাকা।

ঢাকা/এসআর