০৭:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

দুই নম্বর থেকে একটাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন কীভাবে?

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:২৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
  • / ৪১৭৪ বার দেখা হয়েছে

গত কয়েক মাসে হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের জন্য একাধিক জরুরি ফিচার রোলআউট করেছে। ব্যবহারকারীদের অভিজ্ঞতা সুমধুর করতে এই ফিচারগুলো এক-এক করে রোলআউট করেছে এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

চ্যাট লক, এইচডি ছবি পাঠানোর অপশন, মেসেজের জন্য নতুন এডিট অপশন ও স্ক্রিন শেয়ারিংসহ একাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে তালিকায়। এসব ফিচারগুলো দীর্ঘ প্রতীক্ষিত এবং ব্যবহারকারীদের জীবন আরও সহজ করে দিয়েছে। এখন হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের হাতে নতুন ক্ষমতা তুলে দিল, যার দ্বারা তারা একটাই ফোনে, একটাই হোয়াটসঅ্যাপ অ্যাপ থেকে দুইটি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।

মেটা সিইও মার্ক জাকারবার্গ খোদ নিজেই এই নতুন হোয়াটসঅ্যাপ ফিচারের ঘোষণা করেছেন। এর আগে প্রয়োজনার্থে ব্যবহারকারীদের একটা ডিভাইস থেকে দুইটি ভিন্ন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাতে ডুয়াল বা ক্লোন ফিচারের শরণাপন্ন হতে হতো। এখন এই ফিচারটি রোলআউট হওয়ার ফলে এক ফোন থেকে দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালানোর কাজটা অনেক ব্যবহারকারীর জন্যই সহজ হয়ে গেল।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে এআই দিয়ে ইচ্ছামতো বানাতে পারবেন স্টিকার

দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট মানেই দুটো ভিন্ন ফোন নম্বর ব্যবহার করার সুবিধা। কীভাবে আপনি একটা হোয়াটসঅ্যাপ থেকে দুটি মোবাইল নম্বর ব্যবহার করবেন, সেই পদ্ধতি জেনে নেওয়া যাক।

একই অ্যাপে আর একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সেট করার কাজটি খুবই সহজ। তার জন্য আপনার দরকার একটি দ্বিতীয় ফোন নম্বর এবং আর একটি সিম কার্ড অথবা এমন একটা ডিভাইস, যা মাল্টি-সিম বা ই-সিম প্রযুক্তি সাপোর্ট করে। পরবর্তী ধাপগুলো হলো;

১) হোয়াটসঅ্যাপ সেটিংসে চলে যান। আপনার নামের পাশে যে অ্যারোটি দেখতে পাচ্ছেন, সেখানে ট্যাপ করুন।

২) এরপরে আপনাকে ‘অ্যাড অ্যাকাউন্ট’টি বেছে নিতে হবে। এখান থেকেই আপনি দ্বিতীয় অ্যাকাউন্টের সেটআপ প্রক্রিয়াটি শুরু করতে পারবেন।

খুব সম্প্রতি এই ফিচারের ঘোষণা করেছে হোয়াটসঅ্যাপ। সব ফোনেই যে এই ফিচার এখনই পৌঁছে যাবে, তেমনটা নয়। সব ফোনে ফিচারটি ব্যবহার করতে আর কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে। জানা গেছে, অক্টোবরের শেষে বা নভেম্বরের শুরুতেই ফিচারটি সব ফোনে পৌঁছে যাবে। বিটা পরীক্ষকরা এই মুহূর্তে ফিচারটির পরীক্ষা করছেন। যদিও আইওএস ডিভাইস থেকে ফিচারটি ব্যবহার করা যাবে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।

ঢাকা/এসএম

শেয়ার করুন

x
English Version

দুই নম্বর থেকে একটাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন কীভাবে?

আপডেট: ০৬:২৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩

গত কয়েক মাসে হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের জন্য একাধিক জরুরি ফিচার রোলআউট করেছে। ব্যবহারকারীদের অভিজ্ঞতা সুমধুর করতে এই ফিচারগুলো এক-এক করে রোলআউট করেছে এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

চ্যাট লক, এইচডি ছবি পাঠানোর অপশন, মেসেজের জন্য নতুন এডিট অপশন ও স্ক্রিন শেয়ারিংসহ একাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে তালিকায়। এসব ফিচারগুলো দীর্ঘ প্রতীক্ষিত এবং ব্যবহারকারীদের জীবন আরও সহজ করে দিয়েছে। এখন হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের হাতে নতুন ক্ষমতা তুলে দিল, যার দ্বারা তারা একটাই ফোনে, একটাই হোয়াটসঅ্যাপ অ্যাপ থেকে দুইটি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।

মেটা সিইও মার্ক জাকারবার্গ খোদ নিজেই এই নতুন হোয়াটসঅ্যাপ ফিচারের ঘোষণা করেছেন। এর আগে প্রয়োজনার্থে ব্যবহারকারীদের একটা ডিভাইস থেকে দুইটি ভিন্ন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাতে ডুয়াল বা ক্লোন ফিচারের শরণাপন্ন হতে হতো। এখন এই ফিচারটি রোলআউট হওয়ার ফলে এক ফোন থেকে দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালানোর কাজটা অনেক ব্যবহারকারীর জন্যই সহজ হয়ে গেল।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে এআই দিয়ে ইচ্ছামতো বানাতে পারবেন স্টিকার

দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট মানেই দুটো ভিন্ন ফোন নম্বর ব্যবহার করার সুবিধা। কীভাবে আপনি একটা হোয়াটসঅ্যাপ থেকে দুটি মোবাইল নম্বর ব্যবহার করবেন, সেই পদ্ধতি জেনে নেওয়া যাক।

একই অ্যাপে আর একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সেট করার কাজটি খুবই সহজ। তার জন্য আপনার দরকার একটি দ্বিতীয় ফোন নম্বর এবং আর একটি সিম কার্ড অথবা এমন একটা ডিভাইস, যা মাল্টি-সিম বা ই-সিম প্রযুক্তি সাপোর্ট করে। পরবর্তী ধাপগুলো হলো;

১) হোয়াটসঅ্যাপ সেটিংসে চলে যান। আপনার নামের পাশে যে অ্যারোটি দেখতে পাচ্ছেন, সেখানে ট্যাপ করুন।

২) এরপরে আপনাকে ‘অ্যাড অ্যাকাউন্ট’টি বেছে নিতে হবে। এখান থেকেই আপনি দ্বিতীয় অ্যাকাউন্টের সেটআপ প্রক্রিয়াটি শুরু করতে পারবেন।

খুব সম্প্রতি এই ফিচারের ঘোষণা করেছে হোয়াটসঅ্যাপ। সব ফোনেই যে এই ফিচার এখনই পৌঁছে যাবে, তেমনটা নয়। সব ফোনে ফিচারটি ব্যবহার করতে আর কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে। জানা গেছে, অক্টোবরের শেষে বা নভেম্বরের শুরুতেই ফিচারটি সব ফোনে পৌঁছে যাবে। বিটা পরীক্ষকরা এই মুহূর্তে ফিচারটির পরীক্ষা করছেন। যদিও আইওএস ডিভাইস থেকে ফিচারটি ব্যবহার করা যাবে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।

ঢাকা/এসএম